SLST/ NET/SET HISTORY MCQ
মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
Set-2
১) দিল্লির কোন সুলতান ক্ষমতা লাভের পর আর রাজ্য জয় করে নি?
ক) কুতুবউদ্দিন আইবক
খ) বলবন
গ) আলাউদ্দিন খলজি
ঘ) মহম্মদ বিন তুঘলক
২) দিল্লির সুলতানি আমলে পরগনার শাসনভার কার উপর ন্যস্ত ছিল?
ক) শিকদার
খ)বারিদ
গ)আরিজ
ঘ) আমিল
৩) উত্তর ভারতের কোন অঞ্চলটি আলাউদ্দিন খলজীর রাজ্যের অন্তর্গত ছিল না?
ক) কাশ্মীর
খ)সিন্ধু
গ) পাঞ্জাব
ঘ) মালওয়া
৪) মুহাম্মদ বিন তুঘলক এর তামার মুদ্রা প্রচলন ব্যর্থ হয়েছিল কেন?
ক) বিদেশি বণিকরা ওই মুদ্রা নিতে অস্বীকার করায়
খ) মুদ্রা গুলিকে গলিয়ে ফেলার জন্য
গ) প্রচুর জাল মুদ্রায় বাজার ভরে যাওয়ায়√
ঘ) নিম্নমানের ধাতুর জন্য
৫) আম্বালা থেকে দিল্লিতে অশোক স্তম্ভ কে স্থানান্তর করেন?
ক) কুতুবউদ্দিন আইবক
খ) ফিরোজ শাহ তুঘলক
গ) আলাউদ্দিন খলজি
ঘ)মুহাম্মদ বিন তুঘলক
৬) আলাউদ্দিনের কোন সেনাপতি কে তার সম্রাজ্য পতনের কারণ হিসেবে গণ্য করা হয়?
ক) জাফর খান
খ)মালিক কাফুর
গ)গাজী মালিক
ঘ) খসরু মালিক
৭) ভারতের তোতাপাখি খ্যাত আমির খসরু নিম্নের কোন সুলতানের সমসাময়িক ছিলেন না?
ক) আলাউদ্দিন খলজি
খ)বলবন
গ)ইলতুৎমিস
ঘ) গিয়াসউদ্দিন তুঘলক
৮) নিম্নের কোন সুলতানের রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল?
ক) কুতুবউদ্দিন আইবক
খ) ইলতুৎমিস
গ)বলবন
ঘ)রাজিয়া
৯) দাস বংশের কোন শাসক সর্বাপেক্ষা বেশি দিন রাজত্ব করেছিলেন?
ক) কুতুবউদ্দিন আইবক
খ) বলবন
গ) নাসির উদ্দিন মাহমুদ
ঘ) ইলতুৎমিস
১০) নিম্নের কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি কার্যত সমাপ্ত হয়?
ক) চেঙ্গিস খান
খ) বাবর
গ) নাদির শাহ
ঘ) তৈমুর লং
১১) চল্লিশ বা চল্লিশ জনের দল বলে কাদের ডাকা হতো?
ক) ইলতুৎমিশের 40 জন দাস আধিকারিক
খ) ইলতুৎমিসের সভায় 40 জন পন্ডিত
গ) ইলতুৎমিশের তুর্কি সেনাপতি রা
ঘ) ইলতুৎমিশের দ্বারা স্বীকৃত 40 জন অভিজাত তুর্কি ব্যক্তি
১২) দাস বংশের সুলতানরা কোন সম্প্রদায়ের ছিলেন?
ক) পার্সি
খ)আফগান
গ)আরব
ঘ) ইলবারি তুর্কি
১৩) নিম্নের সন্তানদের মধ্যে কে নিজেকে খলিফার প্রতিনিধি বলে ঘোষণা করেন?
ক) বলবন
খ)মুহাম্মদ বিন তুঘলক
গ) ইলতুৎমিস
ঘ) ফিরোজ শাহ তুঘলক
১৪) মুহাম্মদ বিন তুঘলক কেন তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন?
ক) দাক্ষিণাত্যের সাথে সাংস্কৃতিক ও ব্যবসায়ী সম্পর্কের উন্নতির জন্য
খ) মোঙ্গল আক্রমণ থেকে রাজ্যকে বাঁচাবার জন্য
গ) দক্ষিণ ভারত কে নিয়ন্ত্রণ করার জন্য
ঘ) সবগুলি
১৫) কার শাসনকালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি?
ক) আকবর
খ)বলবন
গ)ইব্রাহিম লোদী
ঘ)গিয়াসউদ্দিন তুঘলক
১৬) আগ্রা শহরের পত্তন (১৫০৪) কে করেন?
ক) রানা সঙ্গ
খ)ইব্রাহিম লোদী
গ)ফিরোজ শাহ তুঘলক
ঘ) সিকান্দার শাহ লোদী
১৭) নিম্নের কোন শাসক হিন্দু ধর্ম গুলিকে সংস্কৃত থেকে পার্সিতে অনুবাদ করার আদেশ দেন?
ক) ফিরোজ শাহ তুঘলক
খ) আলাউদ্দিন খলজী
গ)গিয়াসউদ্দিন তুঘলক
ঘ)মহম্মদ বিন তুঘলক
১৮) শাহনামার রচয়িতা-
ক) আল-বিরুনী
খ) ফিরদৌসী
গ)আমির খসরু
ঘ) আবুল ফজল
১৯) "তহকিক -ই -হিন্দ " কার লেখা?
ক) বদাউনি
খ)নিজাম উদ্দিন আহমেদ
গ) আল বিরুনী
ঘ) মিনহাজ উল সিরাজ
২০) সুলতান মাহমুদ কেন ভারত আক্রমণ করেছিলেন?
ক) ধনসম্পত্তি লুট করার জন্য
খ) ভারতে সাম্রাজ্য বিস্তার করার জন্য
গ) ইসলাম ধর্ম প্রচারের জন্য
ঘ)ভালো শিল্পকৃতি নিজে র সভায় নিয়ে যাওয়ার জন্য
২১) কার সময় কালে মোঙ্গলরা ভারত আক্রমণ শুরু করে?
ক) আলাউদ্দিন খলজী
খ)বলবন
গ) ইলতুৎমিস
ঘ)জালালুদ্দিন খলজী
২২) কে পারস্যের অনুকরণে ভারতে "নওরোজ" উৎসব প্রচলন করেন?
ক) বলবন
খ)ইলতুৎমিস
গ) আইবক
ঘ)আলাউদ্দিন খলজী
২৩) আলাউদ্দিন খলজী যখন চিতোর আক্রমন করেন তখন স্থানীয় শাসক কে ছিলেন?
ক) রানা সঙ্গ
খ) রানা কুম্ভ
গ) রতন সিং
ঘ) রানা হামির
২৪) ভারতের প্রথম আফগান শাসক কে ছিলেন?
ক) ইব্রাহিম লোদী
খ)বহুলল লোদী
গ) সিকান্দার লোদী
ঘ)শেরশাহ সুরি
২৫) দিল্লির কোন সুলতানের আমলে সর্বাধিক সাম্রাজ্য বিস্তার লাভ হয়?
ক) আলাউদ্দিন খলজী
খ) ইলতুৎমিস
গ)বলবন
ঘ)মুহাম্মদ বিন তুঘলক
২৬) নিম্নের কোন জোড়া টি সঠিক নয়-
ক) আলাই দরওয়াজা: আলাউদ্দিন খলজী
খ) জামাইত খান মসজিদ: বলবন
গ) কুতুবমিনার: ইলতুৎমিস
ঘ) হিসার : ফিরোজ শাহ তুঘলক
No comments:
Post a Comment