WBPSC MISCELLANEOUS PREPARATION
SET -4
১)চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত হয়?
ক) সংস্কারের জন্য✓
খ)পঞ্চায়েত রাজব্যবস্থা
গ)মেধাস্বত্ব সংক্রান্ত
ঘ)ব্যাংক জালিয়াতি
২)রিটা (RITA) কোন্ দেশের সংবাদ সংস্থা?
ক)ইউ. কে
খ)রাশিয়া✓
গ)টরেন্টো
ঘ)কোনোটাই নয়
৩)প্রথম বাঙ্গালী মহিলা পাইলটের নাম কি?
ক)দূর্বা বন্দোপাধ্যায়✓
খ)আশাপূর্ণা দেবী
গ)ইলা মজুমদার
ঘ)আরতি সাহা
৪)ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত?
ক)বীরভূম
খ)বিজয় ঘাট
গ)শক্তিস্থল✓
ঘ)ওপরের কোনোটি নয়
৫)ইন্ডিয়ান মিলিটারী অ্যকাডেমী কোথায় অবস্থিত?
ক)দেরাদুন (উত্তরাঞ্চল)✓
খ)পুনে (মহারাষ্ট্র)
গ)নিউ দিল্লী
ঘ)সেকেন্দ্রাবাদ
৬)ভারতে শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে?
ক) কেরল√
খ)বিহার
গ) উত্তর প্রদেশ
ঘ)রাজস্থান
৭)সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহার করা হয় কোন কাজে?
ক) দূরের জিনিস দেখার জন্য
খ)ছোট জিনিস দেখার জন্য
গ)সৌরজগতের গ্রহ উপগ্রহের গতিবিধি জানার জন্য
ঘ)দূরের জিনিসের উচ্চতা মাপার জন্য√
৮)নেপানগরে উৎপাদন হয় কোনটি?
ক) মধু
খ) তামা
গ) নিউজপ্রিন্ট√
ঘ)কন্টাক্ট লেন্স
৯)গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কি বলে?
ক) রাঢ়√
খ) বারেন্দ্র
গ) টার
ঘ)ভাবর
১০)অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি?
ক) কৃষ্ণা
খ)গোদাবরী
গ)নর্মদা√
ঘ)তাপ্তি
১১)মৌ ভান্ডারে উৎপাদন হয় কোনটির?
ক) মধু
খ) তামা√
গ)নিউজপ্রিন্ট
ঘ)কন্টাক্ট লেন্স
১২)কোন হরমোনকে লোকাল হরমোন বলা হয়?
ক) হিস্টোন
খ)হিস্টামিন
গ)ব্রাডিকিনিন
ঘ)অক্সিটোসিন'√
১৩)এনজাইম কি দিয়ে তৈরি হয়?
ক) প্রোটিন√
খ)কার্বোহাইড্রেট
গ)ভিটামিন
ঘ)ফ্যাট
১৪)জীবানু সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
ক) একোয়ামিক্স
খ) বায়োকেমিস্ট্রি
গ) বাক্টেরিওলজি √
ঘ)অস্টিওলজি
১৫)ধনাত্মক আধানযুক্ত অধাতু কোনটি?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ)হাইড্রোজেন√
ঘ)হিলিয়াম
১৬)দাদাভাই নওরোজি কত সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন?
ক)1883
খ)1887
গ)1892√
ঘ)1895
১৭)কোন ধাতু শংকর এসিড প্রতিরোধী?
ক) পিতল
খ)ব্রোঞ্জ
গ)জার্মান সিলভার
ঘ) সিলিকন স্টিল√
১৮)নিচের কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট?
ক) মাতলা
খ) বিদ্যাধরী
গ) অজয়√
ঘ) কালিন্দী
১৯)কাচের সংকট কোণ কত?
ক)23.5°
খ)24.4°
গ)35°
ঘ)42°√
হীরের সংকট কোণ 24.4°
২০)নিম্নের কোনটি খাদ্য ফসল নয়?
ক) কফি
খ) তৈলবীজ
গ) আখ
ঘ)তন্তু জাতীয়√
২১)পর্বত আরোহী দের ক্ষেত্রে খাদ্যবস্তু সিদ্ধ করতে সমস্যা হয় কারণ
ক) বায়ুমন্ডলীয় চাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক কমে যায়
খ) বায়ুমন্ডলীয় চাপ কমে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক ও খুব কমে যায়√
গ) বায়ুমন্ডলের চাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়
ঘ) কোনোটিই নয়
২২)বাংলাদেশে কোন দেশের সাথে স্থল সীমা শেয়ার করে?
ক) শুধুমাত্র ভারত বর্ষ
খ)ভারত বর্ষ ও মায়ানমার√
গ)ভারতবর্ষ ও ভুটান
ঘ)ভারত ও চীন
২৩)নিম্নের কোন রাজ্যটি সবথেকে বেশি অরণ্য অধ্যুষিত রাজ্য?
ক) আসাম
খ)মধ্যপ্রদেশ √
গ)হিমাচল প্রদেশ
ঘ)কেরালা
২৪)নিম্নের কোনটির সাথে মহাকাশ গবেষণার কোন সম্পর্ক নেই?
ক) সামাজিক বিজ্ঞান √
খ)পদার্থ বিজ্ঞান
গ)জীববিজ্ঞান
ঘ)পৃথিবী বিজ্ঞান
২৫)তেলেঙ্গানা রাজ্যের জাতীয় পাখির নাম কি?
ক) এশিয়ান কোয়েল
খ)ইন্ডিয়ান রোলার √
গ)হিল ময়না
ঘ)বুলবুল
২৬)মহাবীর কোন নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেন?
ক) গঙ্গা
খ) শোন
গ)ঋজু পালিকা √
ঘ) কোশী
২৭)হরপ্পায় কতগুলি শস্যাগার পাওয়া গিয়েছে?
ক) ৩ টি
খ)৪টি
গ)৫টি
ঘ)৬টি√
২৮)আহমেদনগর এর রানী চাঁদ বিবি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন?
ক) আকবর√
খ)শেরশাহ
গ)শাহজাহান
ঘ) আওরঙ্গজেব
২৯)কুন্দন কুলম নিউক্লিয়ার পাওয়ার কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক) মধ্য প্রদেশ
খ) অন্ধ্রপ্রদেশ
গ) মহারাষ্ট্র
ঘ)তামিলনাড়ু√
৩০)কোন সুলতান আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন?
ক) বলবন
খ)আলাউদ্দিন খলজি √
গ)কুতুবউদ্দিন
ঘ)সিকান্দার লোদী
৩১)কোন ধর্মের চারটি মূলনীতি কে বলা হয় চতুরযাম?
ক) জৈন√
খ)বৌদ্ধ
গ)আজীবক
ঘ)চার্বাক
৩২)বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠী কে কি বলা হয়?
ক) বায়োম
খ) ফ্লোরা √
গ)প্লাংকটন
ঘ)অভয়ারণ্য
৩৩)যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদের কে কি বলে?
ক) আইসোফাইট
খ)ক্রায়োফাইট√
গ)হ্যালোফাইট
ঘ) হাইড্রোফাইট
৩৪)সমুদ্রের জলে দ্রবীভূত খাদ্য লবন এর শতকরা হার কত?
ক)৫%
খ)৪%
গ)৩.৫%
ঘ)২.৬%√
৩৫)ন্যাপথলিন এর প্রধান উৎস কি?
ক) ব্লিচিং পাউডার
খ) ডিডিটি
গ)আলকাতরা√
ঘ)পটাশ এলাম
৩৬)মাইক্রোওয়েভ ওভেনে খাদ্য গরম করার জন্য কি ব্যবহৃত হয়?
ক) উচ্চ তাপ
খ) উচ্চচাপ
গ)তাপ ও চাপ উভয়
ঘ)উচ্চ কম্পাংকের শব্দ তরঙ্গ√
৩৭)যে সকল প্রাণীই এক মানব দেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে নিয়ে যায় তাদের কে কি বলে?
ক) ব্যাকটেরিয়া
খ)এজেন্ট
গ)হোস্ট
ঘ)ভেক্টর√
৩৮)মানুষের মৃত্যু হবে যদি রক্ত সঞ্চালন বন্ধ থাকে-
ক) 5 মিনিট√
খ)3 মিনিট
গ) 4মিনিট
ঘ) 6 মিনিট
৩৯)মানুষের মৃত্যু হয় যদি শ্বাস-প্রশ্বাস বন্ধ থাকে
ক) 3 মিনিট 30 সেকেন্ড √
খ)5 মিনিট
গ) 4 মিনিট
ঘ)4মিনিট 30 সেকেন্ড
৪০)উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় কোথায়?
ক) কান্ডের অগ্রভাগে
খ)মূলের অগ্রভাগে
গ)মূল ও কান্ডের অগ্রভাগে √
ঘ)পাতায়
৪১)সর্বোৎকৃষ্ট সার কোনটি?
ক) গোবর সার√
খ)ট্রিপল সার
গ)সবুজ সার
ঘ)ইউরিয়া
৪২)সাপের বিষে কোন ধাতুর অণু থাকে?
ক) জিংক √
খ)অ্যান্টিমনি
গ)কার্বন
ঘ)পটাশিয়াম
৪৩)শিলা গাত্রে জন্মানো উদ্ভিদ কে কি বলে?
ক) সাইকোফাইট
খ)লিথোফাইট √
গ)অক্সিলোফাইট
ঘ) সম্মোফাইট
৪৪)ভূগর্ভস্থ জলের প্রধান উৎস কোনটি?
ক) তুষারপাত
খ)ভৌম জল
গ)নদীর জল
ঘ) বৃষ্টিপাত√
৪৫)গাড়ি চালানোর জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) ইথানল √
খ)মিথেন
গ)ইথেন
ঘ)ইথাইল
৪৬)মুসলিম সম্প্রদায় কে প্রথম পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে কে উদ্বুদ্ধ করেন?
ক) মোহাম্মদ জিন্না
খ)আবুল কালাম
গ) সৈয়দ আহমেদ খান √
ঘ)মির্জা গোলাম আহমেদ
৪৭)"হাফ নেলসন "কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) কুস্তি √
খ)হকি
গ)টেনিস
ঘ) ব্যাডমিন্টন
৪৮)"সত্যমেব জয়তে" কোন লিপিতে লেখা?
ক) দেবনাগরী√
খ) সারনাথ
গ) কলিঙ্গ
ঘ)দেবভাষা
৪৯) পরমাণুর মৌলিক কণা গুলি হল-
ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ)নিউট্রন
ঘ)সবকটি√
৫০) পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি?
ক) বৈকাল
খ)কাস্পিয়ান সাগর
গ) সিমাচি
ঘ) মরুসাগর√
No comments:
Post a Comment