Monday, February 17, 2020

WBPSC MISCELLANEOUS PREPARATION SET-1




WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET-1

১)সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কিরূপ?

ক)৬ : ৪ : ১
খ) ৫ : ৩ : ১
গ) ৪ : ১ : ১√
ঘ)৩ : ৩ : ১

২) চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত?

ক) কার্বোহাউড্রেট জাতীয়√
খ)স্নেহ জাতীয়
গ) ধাতব লবণ জাতীয়
ঘ) ভিটামিন জাতীয়

৩)ইক্ষুচিনি বা বিটচিনি বলা হয় কোনটিকে?

ক)ফ্রুক্টোজ
খ)গ্লুকোজ
গ)সুক্রোজ√
ঘ) রাইবুলোজ

৪) ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?

ক)নিম্নশেণীর
খ)অ্যালবুমিন√
গ)কেসিয়িন
ঘ)বায়োটিন

৫)কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি রোগ হয় ?

ক) ভিটামিন- A
খ) ভিটামিন- C √
গ) ভিটামিন- D
ঘ) ভিটামিন- E 

৬)লাইকেন এক ধরনের—

ক) পরজীবি উদ্ভিদ
খ) স্বভোজী উদ্ভিদ
গ) মৃতজীবী উদ্ভিদ
ঘ) মিথোজীবী উদ্ভিদ √


৭)ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হল—

ক) মটর
খ) বাদাম √
গ) সয়াবিন
ঘ) গাজর

৮)কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে” ?

ক) জে.এল. নেহরু
খ) এম.কে. গান্ধি√
গ)  বল্লভভাই প্যাটেল
ঘ) ড. রাজেন্দ্রপ্রসাদ

৯)কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন ?

ক) ইলতুৎমিস√
খ)আলাউদ্দিন খিলজি
গ)গিয়াসউদ্দিন বলবন
ঘ)মহম্মদ বিন তুঘলক

১০)ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—

ক) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য√
খ) জলবিদ্যুৎ উত্পাদনের জন্য
গ) চাষের জমিতে জল সরবরাহের জন্য
ঘ) উপরের কোনটিই নয়

১১)কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ?

ক) 1854
খ) 1857√
গ) 1860
ঘ)  1874

১২)নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি ?

ক) কাশ্মির
খ) বাংলা
গ) বিহার
ঘ) আসাম√

১৩)1857 -এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন ?

ক) ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ
খ) নানাসাহেব
গ) বাহাদুর শাহ জাফর√
ঘ)উপরোক্ত কেউই নন

১৪)সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হল—

ক) প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক
খ) আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্ক
গ) শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে সম্পর্ক
ঘ) কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক√

১৫)নিম্নে উল্লিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির উত্পাদন ক্ষমতা (মেগাওয়াট) সবচেয়ে বেশি ?

ক) শবরীগিরি (কেরালা)
খ) কয়না (মহারাষ্ট্র)
গ)ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব)√
ঘ) কুনডা (তামিলনাড়ু)

১৬)মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?

ক) মুঙ্গের
খ) মুর্শিদাবাদ√
গ) গৌড়
ঘ) পান্ডুয়া

১৭)Natural proteinএর কোড নাম-

ক) P 49✅
খ) P 51
গ) P 53
ঘ) P 54

১৮) আমিষ জাতীয় খাদ্য কোনটি?

ক)ভাত
খ) সবজি
গ)মাংস✅
ঘ)কোনটিই নয়

১৯) ‘শিমের বীজ ’ কোন ধরনের খাদ্য?

ক) আমিষ✅
খ) শ্বেতসার
গ)স্নেহ জাতীয়
ঘ) ভিটামিন

২০)কোন যন্ত্রের সাহায্যে রক্ত কণিকার সংখ্যা গোনা হয়?

ক) পাইরোমিটার
খ)হিমোসাইটোমিটার √
গ)স্ফিগমোম্যানোমিটার
ঘ) অ্যানিমোমিটার

২১) কোন খেলার মাঠকে রিং বলা হয়?

ক) হকি
খ)ক্রিকেট
গ)বাস্কেটবল
ঘ)বক্সিং√

২২) কিষান মহারাজ কোন ক্ষেত্রে ভারত বিখ্যাত?

ক) ধর্মীয় প্রচার
খ) নৃত্য
গ)তবলা বাদন√
ঘ) সমাজসেবা

২৩)"মেরিনা  বিচ " কোথায় অবস্থিত?

ক) মুম্বাই
খ) পানাজি
গ)পারাদ্বীপ
ঘ) চেন্নাই√

২৪) বুনিয়াদি শিক্ষার ধারণা কে দিয়েছিলেন?

ক)রাজা রামমোহন রায়
খ) স্বামী বিবেকানন্দ
গ) ঋষি অরবিন্দ
ঘ) মহাত্মা গান্ধী√

২৫)"রাজলক্ষ্মী" চরিত্র কার অমর সৃষ্টি?

ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায় √
গ)রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ)রমেশচন্দ্র দত্ত

২৬)"Our Films , Their Films "গ্রন্থটি কার লেখা?

ক) সত্যজিৎ রায়√
খ) রবিশংকর
গ) উত্তম কুমার
ঘ)অমিতাভ বচ্চন

২৭) ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে-

ক) সংবিধানের সপ্তম তপশিলি
খ) সংবিধানের তৃতীয় খণ্ডে√
গ) সংবিধানের দ্বিতীয় খন্ড
ঘ) সংবিধানের প্রথম খন্ড

২৮) কোন মৌলটি সব এসিড থাকে?

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন√
গ) আয়োডিন
ঘ)নাইট্রোজেন

২৯)"বৈকুন্ঠের উইল"-কার রচনা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়√
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) প্রমথনাথ বিশী

৩০) "Central fuel Research Institute"- কোথায়?

ক) জামশেদপুর
খ)পুনে
গ)জিলগোরা√
ঘ) মুম্বাই


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...