Thursday, March 19, 2020

SLST/ NET/SET HISTORY MCQ মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস Set-6



SLST/ NET/SET HISTORY MCQ
                মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
                              Set-6

১) ইবন বতুতা রচিত ভ্রমণকাহিনীর নাম কি?

ক) কিতাব- উল -রাহেলা√
খ) ইয়াদো কি সফর
গ)দিল্লি -ই- আজম 
ঘ)তারিখ -ই -সিন্ধ

২)"এইভাবে সুলতান প্রজাদের ও প্রজারা সুলতানের হাত থেকে নিষ্কৃতি পেল"। মুহাম্মদ বিন তুঘলক এর মৃত্যুর পর কথাটি কে বলেছিলেন?

ক) ইবন বতুতা
খ) বদাউনি√
গ)  জিয়াউদ্দিন বরনী
ঘ) এনফিনস্টোন

৩) ফিরোজ শাহ তুঘলক সম্পর্কে কোনটি সঠিক নয়?

ক) তিনি কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেন
খ) তিনি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন
গ) তিনি দিল্লির নিকটে দুর্গনগরী তুঘলকাবাদ নির্মাণ করেন
ঘ) তাকে সুলতানি যুগের অশোক বলা হয়√

৪)" ফতুয়াত - ই - ফিরোজশাহী " গ্রন্থের রচয়িতা কে?

ক) মিনহাজুল সিরাজ
খ) বদাউনি
গ) সুলতান ফিরোজ শাহ√
ঘ) অলবিরুনি

৫) তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?

ক)1278
খ)1398√
গ)1298
ঘ)1386

৬) তৈমুর লং কোন সুলতানের আমলে ভারতে আসেন?

ক) বলবন
খ) ফিরোজ শাহ তুঘলক 
গ)নাসির উদ্দিন মাহমুদ √
ঘ)খিজির খা

৭) সুলতানি যুগের শান্তি রক্ষার দায়িত্ব কার ওপর ছিল?

ক) মুহতাসিব
খ) আমির
গ) মুস্তাফি
ঘ) কাটোয়াল√

৮) কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মিত হয়?

ক) খাজা কুতুবুদ্দিন কাকী√
খ)কুতুব উদ্দিন আউলিয়া 
গ)কুতুবউদ্দিন আইবক 
ঘ)মইনুদ্দিন চিশতী

৯) সুলতানি যুগের নগরায়নের ফলে সৃষ্ট প্রথম নগর কোনটি?

ক) তুঘলকাবাদ 
খ)দিল্লী √
গ)দৌলতাবাদ
ঘ) লাহোর

১০) সুলতানি যুগে গ্রামের প্রধান দের কি বলা হত?

ক) মোকাদ্দম
খ) মুক 
গ)মুকতি √
ঘ)মোড়ল

১১) সুলতানি যুগে রপ্তানিকৃত একটি দ্রব্য হল-

ক) সুতিবস্ত্র √
খ)অলংকার 
গ)চিনা মাটির পাত্র 
ঘ)চা

১২) ভারতের সুলতানি যুগে রাষ্ট্রের প্রকৃতি কি ছিল?

ক) গণতন্ত্র 
খ)খলিফা তন্ত্র 
গ)প্রজাতন্ত্র
ঘ) সৈরাতন্ত্র√

১৩) সুলতানি যুগের ক্যারাভান কাদের বলা হত?

ক) সাহিত্যিক
খ) বিদেশি পর্যটক 
গ)ভ্রাম্যমান বণিক√ 
ঘ)দার্শনিক

১৪) সুলতান আমলে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?

ক) সিকান্দার শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ√ 
গ)রুকনুদ্দিন শাহ 
ঘ)জালাল উদ্দিন ফতেশাহ

১৫) ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে?

ক) জালাল উদ্দিন ফতেশাহ√
খ) নাসির উদ্দিন মাহমুদ
গ) গিয়াসউদ্দিন আজম শাহ 
ঘ)সিকান্দার শাহ

১৬) দনুজমর্দন উপাধি কে নেন?

ক) হুসেন শাহ
খ) কৃষ্ণদেব রায়
গ) রাজা গণেশ√
ঘ) যদু

১৭) হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?

ক) গিয়াস উদ্দিন মাহমুদ শাহ
খ) আলাউদ্দিন হোসেন শাহ√
গ) নুসরত শাহ
ঘ) সিকান্দার শাহ

১৮) আদিনা মসজিদ কে নির্মান করেন?

ক) নুসরত শাহ 
খ)মাহমুদ শাহ 
গ)হুসেন শাহ 
ঘ)সিকান্দার শাহ√

১৯) পান্ডুয়ার একলাখি মসজিদ কে নির্মাণ করেন?

ক) সিকান্দার শাহ 
খ)মাহমুদ শাহ  
গ)নসরত শাহ √ 
ঘ)হুসেন শাহ


২০) সুলতানি আমলে উজির পদ বংশানুক্রমিক হয় কার সময়ে?

ক) ইলতুৎমিস
খ) আলাউদ্দিন খলজি √
গ)বলবন 
ঘ)ফিরোজ শাহ তুঘলক

২১) বঙ্গদেশের কোন কবি গুনরাজ খান উপাধি পান?

ক) মালাধর বসু√
খ) বিজয়গুপ্ত 
গ)বিপ্রদাস
ঘ) শ্রীধর নন্দী

২২) শ্রী চৈতন্য দেবের আবির্ভাব ঘটে কোন যুগে?

ক) ইলিয়াস শাহী
খ) করবানি 
গ)হোসেন শাহী√ 
ঘ)দাস

২৩) ব্রহ্মমন্দির ভারতের কোথায় অবস্থিত?

ক) রাজস্থান√
খ) কর্ণাটক
গ) গুজরাট 
ঘ) মধ্যপ্রদেশ

২৪) জাহাঙ্গীর কেন পঞ্চম শিখ গুরু অর্জুন কে প্রাণদণ্ডে দণ্ডিত করেন?

ক) অর্জুন সিং জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন
খ) বিদ্রোহী খসরুকে আশ্রয় ও অর্থ সাহায্য করার অপরাধে√
গ) খসরুর মাধ্যমে অর্জুন সিং জাহাঙ্গীরের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় 
ঘ) কোন টি ঠিক নয়

২৫)মারাঠারা সর্বপ্রথম গেরিলা যুদ্ধের কৌশল শিক্ষা কার কাছ থেকে শিখে ছিল?

ক) আকবর 
খ)শাহ আব্বাস 
গ)মালিক অম্বর √
ঘ)খুররম

২৬) জাহাঙ্গীরের দরবারে অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন?

ক) মনসুর √
খ)সৈয়দ আলী
গ) আহমদ নাদির
ঘ) দিলীপ সিংহ

২৭)জাহাঙ্গীরের আমলে মার্বেল পাথরের গায়ে লতা পাতা ,ফুল খোদাই করা শিল্প রীতি কে কি বলা হত?

ক) পিয়েত্রা দুরা√
খ) পিয়েত্রা বেরা
গ) পিয়েত্রা সুরা
ঘ) কোনোটিই নয়

২৮) বাংলার বারো ভূঁইয়াদের কোন মুঘল সম্রাট পরাজিত করেন?

ক) আকবর √
খ)শাহজাহান
গ) জাহাঙ্গীর 
ঘ)ওরঙ্গজেব

২৯) মুঘল সম্রাটের দ্বারা নিযুক্ত শেষ বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) সরফরাজ খান 
খ)মুর্শিদকুলি খান√ 
গ)আলীবর্দী খান 
ঘ)কোনোটিই নয়

৩০) ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন?

ক) বেবাদল খাঁ √
খ)বলদেও দাস 
গ)বীরেন্দ্র আলী 
ঘ)এদের কেউ নন










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...