SLST/ NET/SET HISTORY MCQ
মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
Set-8
১) বাবর কোন সুফি সাধকের অনুগামী ছিলেন?
ক) উবাইদুল্লাহ অহরার√
খ) খাজা বাকীবিল্লাহ
গ) শেখ আহমেদ সার হিন্দি
ঘ) কোনোটিই নয়
২)দিল্লির কুতুবমিনার যে সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর প্রতি উৎসর্গ করা হয়েছিল তিনি কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?
ক) চিশতী√
খ) সুরাবর্দী
গ) নাক্শবন্দি
ঘ)মহাদবী
৩) কোন শিখ গুরু গুরুমুখী ভাষার প্রবর্তন করেন?
ক) গুরু অঙ্গদ √
খ)গুরু অমর দাস
গ)গুরু রামদাস
ঘ)গুরু অর্জুন দেব
৪) পূর্ব ভারতে বৈষ্ণব ধর্মের প্রবর্তনকারী হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে?
ক) শ্রীচৈতন্য√
খ) শংকরদেব
গ)নব দাস
ঘ)রঘুনন্দন
৫) গুরু গোবিন্দ সিং সম্পর্কে কোনটি সঠিক?
ক) উনি একজন শিখ গুরু ছিলেন
খ)তিনি 1699 খ্রিস্টাব্দে আনন্দপুর এ খালসা প্রবর্তন করেছিলেন
গ)তিনি অস্ত্র চালনায় পটু একটি গোষ্ঠী তৈরি করেছিলেন
ঘ) উপরের সবকটি√
৬) আকবর কোন শিখ ধর্ম গুরু কে হরমন্দির সাহেব বা স্বর্ণমন্দির গড়ে তোলার জন্য জমি দান করেছিলেন?
ক) গুরু অঙ্গদ
খ)গুরু অমর দাস
গ) গুরু রামদাস√
ঘ)গুরু আর্জন দেব
৭)কোন শিখ গুরু কে জাহাঙ্গীর হত্যা করেন তার বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করার জন্য?
ক) গুরু অর্জুন দেব√
খ) গুরু হরগোবিন্দ
গ) গুরু হররাই
ঘ) গুরু হারকৃষণ
৮) নির্গুণ ভক্তিবাদের প্রবর্তন করেছিলেন-
ক) সম্বর
খ)রামানুজ√
গ)মাধব
ঘ) নিম্বার্ক
৯)লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রবর্তন হয়েছিল তখন ভারতে কোন মুঘল সম্রাটের শাসনকালে ছিল?
ক) আকবর√
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান
ঘ) ওরঙ্গজেব
১০) এদের মধ্যে কে নিরক্ষর ছিলেন?
ক) আকবর√
খ) জাহাঙ্গীর
গ)ওরঙ্গজেব
ঘ)বাবর
১১) আকবর ফতেপুর সিক্রির বুলান্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন তার কোন প্রদেশ জয়কে স্মরণীয় করে রাখতে?
ক) গুজরাট √
খ)সিন্ধু
গ)পাঞ্জাব
ঘ) মেবার
১২) নিম্নলিখিত কোন প্রদেশটি আকবর জয় করতে পারেননি?
ক) কাশ্মীর
খ)কান্দাহার
গ)উড়িষ্যা√
ঘ) বিদার
১৩) আকবর কোনটি নির্মাণ করেননি?
ক) পুরানো কেল্লা √
খ)আগ্রা ফোর্ট
গ) এলাহাবাদ কেল্লা
ঘ)লাহোর কেল্লা
*পুরানো কেল্লা শেরশাহ নির্মাণ করেন
১৪) কার সাম্রাজ্য কালে আহমদ শাহ আবদালী প্রথম ভারত আক্রমন করেন?
ক) দ্বিতীয় আলমগীর
খ)দ্বিতীয় আকবর √
গ)আহমেদ শাহ
ঘ)দ্বিতীয় শাহ আলম
১৫) মীর - ই - আর্জ পদটি কিসের সঙ্গে সংযুক্ত?
ক) রাজস্ব আদায়
খ)নৌ-বাহিনী
গ)যোগাযোগ
ঘ)আবেদন(Petition)√
১৬)সঙ্গীতজ্ঞ জগন্নাথকে পৃষ্ঠপোষকতা করেছেন কোন মুঘল সম্রাট?
ক) হুমায়ুন
খ) আকবর
গ)শাহজাহান√
ঘ)জাহাঙ্গীর
১৭) কোন মুঘল স্থাপত্যে সর্বপ্রথম মার্বেল নির্মিত ডোম লক্ষ্য করা যায়?
ক) হুমায়ুনের সমাধি √
খ)আকবরের সমাধি
গ) জাহাঙ্গীরের সমাধি
ঘ) বাবরের সমাধি
১৮) কোন মুঘল সম্রাট তামাক সেবন করা নিষিদ্ধ করে দিয়েছিলেন?
ক) আকবর
খ) জাহাঙ্গীর
গ)ওরঙ্গজেব
ঘ)জাহাঙ্গীর ও ওরঙ্গজেব √
১৯) বাবরকে ভারত বর্ষ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কে?
ক) আলম খান
খ) বহুলল লোদী
গ)রানা সংগ্রাম সিংহ
ঘ) দৌলতখাঁ√
২০) পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়-
ক) 1526 খ্রিষ্টাব্দ√
খ) 1527 খ্রিষ্টাব্দ
গ)1523 খ্রিষ্টাব্দ
ঘ) 1530 খ্রিষ্টাব্দ
২১) পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন?
ক) বহুলল লোদী
খ) ইব্রাহিম লোদী √
গ)সিকান্দার লোদী
ঘ) রানা সংগ্রাম সিংহ
২২)মধ্য যুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামানের ব্যবহার চালু করেন?
ক) বাবর√
খ) আকবর
গ)হুমায়ুন
ঘ)শাহজাহান
২৩) খানুয়ার যুদ্ধ কোন বছরের সংঘটিত হয়?
ক) 1526 খ্রিষ্টাব্দ
খ) 1536 খ্রিষ্টাব্দ
গ)1527 খ্রিষ্টাব্দ √
ঘ)1537 খ্রিষ্টাব্দ
*খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে সংঘটিত হয়েছিল
২৪) ঘর্ঘরার যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
ক) 1526
খ) 1527
গ) 1528
ঘ) 1529√
২৫) তুজুক -ই -বাবরি আত্মজীবনী কার লেখা?
ক) বাবর√
খ)আকবর
গ)জাহাঙ্গীর
ঘ)হুমায়ুন
২৬) তুজুক -ই -বাবরি কোন ভাষার গ্রন্থ?
ক) ফরাসি
খ) তুর্কি√
গ) ফারসি
ঘ) উর্দু
২৭) চান্দেরির যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
ক)1526
খ)1527
গ)1528√
ঘ)1529
*বাবর মেদিনী রায়কে পরাজিত করে চান্দেরি দুর্গ দখল করেন
২৮) হুমায়ুন শব্দের অর্থ কি?
ক) ভাগ্যবান√
খ)বিশ্বজয়ী
গ)বীরত্ব
ঘ)মৌর্য
২৯) হুমায়ুনের সেনাপতি কে ছিলেন?
ক) বৈরাম খাঁ√
খ) জাফর খা
গ)নুসরাত খা
ঘ)মালিক কাফুর
৩০) হুমায়ুনের সাথে শেরশাহের মোট কতবার যুদ্ধ হয়?
ক) তিনবার
খ) চারবার√
গ) পাঁচবার
ঘ) ছয়বার
https://drive.google.com/file/d/1Tz_Jnmtl8Vpvk_APoLGr8NUszL9nw6XD/view?usp=drivesdk
No comments:
Post a Comment