Friday, March 27, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 16 পরিবেশ ভূগোল


ভূগোল SLST/NET/SET 
                      MCQ- Set- 16
                     পরিবেশ ভূগোল
           (Environmental Geography)

১) ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক 1981 খ্রিস্টাব্দে গঠিত হয় ।ইন্দ্রাবতী জাতীয় উদ্যান টি কোন রাজ্যে অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ
খ) উত্তর প্রদেশ 
গ)ছত্রিশগড় √
ঘ)অন্ধপ্রদেশ

২) যে তথ্যটি মধ্যে অসঙ্গতি রয়েছে-

ক)সামাজিক বনসৃজন কেন্দ্র ও পরিবেশ গবেষণা কেন্দ্র -এলাহাবাদ
খ) বন গবেষণা সংস্থা -দেরাদুন
গ) মরু বন গবেষণা কেন্দ্র- জয়পুর√
ঘ) উষ্ণ আদ্র বন গবেষণা কেন্দ্র- শিমলা

*মরু বন গবেষণা কেন্দ্র-যোধপুর

৩) ব্যাঘ্র প্রকল্প অবস্থানকারী রাজ্য হিসাবে যে জোড়াটি যথার্থ নয়-

ক) পান্না -মধ্য প্রদেশ 
খ)পেরিয়ার- কর্ণাটক √
গ)নামধাপা -অরুণাচল প্রদেশ 
ঘ)দামফা- মিজোরাম

*পেরিয়ার- কেরালা

৪) যে তথ্যটির মধ্যে অসঙ্গতি রয়েছে-

ক)মানস ব্যাঘ্রপ্রকল্প টি আসামে অবস্থিত
খ) মধ্যপ্রদেশ কে ভারতের বাঘ রাজ্য বলে 
গ)উড়িষ্যার ভিতরকণিকা ন্যাশনাল পার্কে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য
ঘ) বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প টি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত√

*বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প টি বিহারে অবস্থিত

৫) নিম্নের কোন ন্যাশনাল পার্ক টি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত নয়?

ক) নেওরা
খ) সুন্দরবন 
গ)সিমলিপাল√
ঘ) সিঙ্গালিলা

*সিমলিপাল জাতীয় উদ্যান -উড়িষ্যা

৬) ভারতের কোন রাজ্যকে বাঘ রাজ্য বলে?

ক) পশ্চিমবঙ্গ 
খ)গুজরাট 
গ)অসম
ঘ) মধ্যপ্রদেশ√

৭) ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কোনটি?

ক) মনিপুরের কেইবুল লামজা√
খ)উত্তরপ্রদেশের নন্দাদেবী
গ) আসামের কাজিরাঙ্গা 
ঘ)রাজস্থানের ডেজার্ট ন্যাশনাল পার্ক

৮) যে গ্রন্থে বিভিন্ন ভূতাত্ত্বিক বিপর্যয় ,উল্কাপাত, বন্যা, খরা প্রভৃতি যাবতীয় কার্যকারণ সম্পর্কে জানা যায় তাকে দুর্যোগ ও বিপর্যয় আকরগ্রন্থ বলে ।সেই রকম প্রাচীন গ্রন্থটি হল-

ক)আর্য ভট্ট সূর্যসিদ্ধান্ত
খ) কৌটিল্যের অর্থশাস্ত্র
গ) বরাহমিহির বৃহৎসংহিতা √
ঘ)কালিদাসের ঋতুসংহার

৯) যে স্থান নির্মেঘ আকাশের মত পরিষ্কার, জল ও ঝোপঝাড় কম ,বাবলা জাতীয় গাছ, বেল, আকুন্দ জাতীয় গাছ প্রভৃতির প্রাধান্য কম সেখানে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের হারও কম ।যে পুস্তকে এইরূপ উল্লেখ রয়েছে-

ক) বৃহদারণ্যক উপনিষদ √
খ)কঠোপনিষদ
গ)বিষ্ণুপুরাণ 
ঘ)বাইবেল

১০) বিপর্যয় বলতে কি বুঝায়?

ক) প্রাকৃতিক ভাবে সংগঠিত কোনো ঘটনা বা উপাদান মানব সমাজ ও পরিবেশের ক্ষতি করে তাই বিপর্যয়
খ)প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারনে কোন স্থানে আকস্মিক স্বাভাবিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে জীব সম্প্রদায়ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়, সে অবস্থাকে বিপর্যয় বলে√
গ)কোন স্থানে সংঘটিত এক আকস্মিক বা ধীর গতিতে ঘটা ঘটনা যার ফলে ওই স্থানে বসবাসকারী জনগোষ্ঠীর সামাজিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে তাই হল বিপর্যয়
ঘ) প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনা জীবনের প্রতি সাধন করলে তাকে বলে বিপদ যায়


১১)কোন দুর্ঘটনা থেকে যখন 10 বা তার বেশি মানুষের মৃত্যু হবে ,100 বা তার বেশি মানুষ আহত হবে ,পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা দরকার হবে ,সরকারিভাবে আপৎকালীন সাহায্যের দরকার হবে সে বিষয় টিকে কি নামে অভিহিত করা হয়?

ক) প্রাকৃতিক দুর্যোগ
খ) দুর্যোগ
গ) অর্ধ প্রাকৃতিক দুর্যোগ
ঘ) বিপর্যয়√

১২)পৃথিবীর উৎপন্য মোট বিদ্যুৎ শক্তি সর্বাধিক যে ক্ষেত্রে ব্যবহৃত হয়-

ক) বাণিজ্য ক্ষেত্র 
খ)শিল্প ক্ষেত্র √
গ)গৃহস্থ ক্ষেত্র
ঘ)কোনোটিই নয়

১৩) হোমো সেপিয়েন্স বলতে যা বোঝায়

ক)প্রথম মনুষ্য প্রজাতির নিদর্শন 
খ)মনুষ্য প্রজাতির বৈজ্ঞানিক নাম বা আধুনিক সমকালীন মনুষ্য প্রজাতি √
গ)ভারতের আদিম মনুষ্য প্রজাতির নিদর্শন ঘ)আফ্রিকার আদিম মনুষ্য প্রজাতি যা পৃথিবীর প্রথম মনুষ্য প্রজাতি

১৪) প্রোটিনওয়েড বলতে যা বোঝায়

ক)প্রোটিন এর আধিক্য যুক্ত জৈব কোষ
খ) আদি পৃথিবীর পরিবেশ প্রোটিন জাতীয় পদার্থ থেকে ক্রমশ পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়
গ) অ্যামাইনো এসিড পরপর যুক্ত হয়ে গঠিত প্রোটিন অনু যা আদি পৃথিবীর জীবন সৃষ্টিতে সাহায্য করে√ 
ঘ)জীবন সৃষ্টির আদিমতম কণাকে প্রোটিনওয়েড কণা বলে

১৫) আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব ঘটে সেটি হল

ক) ছত্রাক
খ) ফান 
গ)শৈবাল √
ঘ)মস

১৬) পৃথিবীতে আদিম ক্লোরোফিল বিহীন যে এককোষী উদ্ভিদের আবির্ভাব ঘটে তার নাম কি?

ক) শৈবাল 
খ)লিচেন
গ) ছত্রাক√
ঘ)মস

১৭) খরা বলতে কী বোঝায়?

ক)কোন স্থানে বর্ষার সময় স্বাভাবিক থেকে কম বৃষ্টি হলে যে সাময়িক জলের অভাব জনিত অস্বাভাবিক অবস্থা তৈরি হয়√
খ)মরু মরু প্রায় অঞ্চলের দীর্ঘ অনাবৃষ্টির জন্য কৃষি ও বসতি স্থাপনের জন্য যে প্রতিকূল বা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়
গ) কোন স্থানে স্বল্প বৃষ্টির কারণে যে অস্বাভাবিক দীর্ঘকালীন অবস্থা তৈরি হয়
ঘ) অনাবৃষ্টির কারণে কোন স্থানে দীর্ঘকালীন মরুময় অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হলেই অবস্থায় খরা বলে

১৮) বন্যা বলতে কী বোঝায়?

ক) কোন স্থানে দীর্ঘদিন জল জমে সৃষ্ট অস্বাভাবিক অবস্থা
খ)কোন স্বাভাবিক অঞ্চলে অতি বৃষ্টি জনিত ,বাঁধ ভেঙে পড়লে বা মেঘ ভাঙ্গা বৃষ্টিতে প্লাবিত হলে সাময়িকভাবে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হওয়া√
গ) কোন নিচু ও জলাশয় অঞ্চল দীর্ঘদিন ধরে জলের তলায় অবস্থান করলে তাই বন্যা
ঘ)কোন স্থানে দীর্ঘদিন বৃষ্টি ,বছরের অধিকাংশ সময় অধিক বৃষ্টির ফলে দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থেকে সৃষ্ট অস্বাভাবিক অবস্থা

১৯) পৃথিবীতে বছরে গড়ে কতটা করে জমির ভূমি মরু প্রসারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে?

ক) দু লক্ষ বর্গকিলোমিটার√
খ) 40 হাজার বর্গ কিলোমিটার
গ) কুড়ি হাজার বর্গকিলোমিটার
ঘ) চার লক্ষ বর্গকিলোমিটার

২০)নদীর গভীরতা রক্ষা করার জন্য নদীর তলা থেকে যন্ত্রের সাহায্যে মাটি কাটার পদ্ধতি কি নামে পরিচিত?

ক) স্লেজিং
খ) ড্রেজিং √
গ)লেভি 
ঘ)সোয়াম

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...