Monday, May 18, 2020

আবগারি কনস্টেবল Mains Gk পর্ব-২



আবগারি কনস্টেবল Mains Gk
পর্ব-২

১)বিবেকানন্দ হ্রদ কোথায় অবস্থিত?

ক) মুম্বাই
খ) ত্রিবান্দম
গ) পন্ডিচেরি
ঘ) কন্যাকুমারী√


২)' মালগুড়ি ডেজ' গল্পের লেখক কে?

ক) প্রেমচাঁদ
খ) সি.আর .নারায়ন
গ)  আর. কে. নারায়ান√
ঘ) রাজেন্দ্র জোশি


৩)ভারতের কোন রাজ্যকে হীরার অঞ্চল বলা হয়?

ক) মধ্যপ্রদেশ√
খ) রাজস্থান
গ) ঝাড়খণ্ড
ঘ) মহারাষ্ট্র


৪)কবীর কার শিষ্য ছিলেন?

ক) রামানুজ
খ) রামানন্দ√
গ) চৈতন্যদেব
ঘ) শংকরাচার্য


৫) তুলা সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোন রাজ্যে?

ক) পাঞ্জাব
খ) মহারাষ্ট্র√
গ) তামিলনাড়ু
ঘ) গুজরাট



৬)আজীবক কাদের বলা হয়?

ক) শূদ্র সন্ন্যাসী√
খ) ব্রাহ্মণ সন্ন্যাসী
গ)বৈশ্য সন্ন্যাসী
ঘ)ক্ষত্রিয় সন্ন্যাসী



৭)নদীর উচ্চ গতিতে প্রধান কাজ হল-

ক) অবঘর্ষ জনিত ক্ষয় √
খ)দ্রবন জনিত ক্ষয়
গ)ঘর্ষণজনিত ক্ষয়
ঘ)উৎপাটন জনিত ক্ষয়



৮)বাংলার আকবর নামে কে পরিচিত?

ক) ইলিয়াস শাহ
খ) হুসেন শাহ√
গ) আমির খসরু
ঘ) ফিরোজ শাহ



৯) কোন গভর্নর জেনারেল এর সময় সিপাহী বিদ্রোহ হয়?

ক) লর্ড ডালহৌসি
খ)লর্ড ওয়েলেসলি
গ)লর্ড ক্যানিং√
ঘ)লর্ড রিপন



১০) কারবালা কোথায় অবস্থিত?

ক) ইরাক√
খ)ইরান
গ) আরব
ঘ)ভারত



১১) পঞ্চম বেদ কাকে বলে?

ক) ঋগবেদ√
খ) মহাভারত
গ) রামায়ণ
ঘ) বাইবেল



১২)একটি অর্থবিল যখন রাজ্যসভায় পাঠানো হয় তখন তা অবশ্যই ফেরত আসবে কত দিনের মধ্যে?

ক) 30 দিন
খ) 16 দিন
গ) 14 দিন√
ঘ) 18 দিন


১৩) কলকাতা কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ক) 1950
খ) 1680
গ)1690√
ঘ)1701


১৪) তানসেন পুরস্কার দেয় কোন রাজ্য?

ক) কেরালা
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) মধ্যপ্রদেশ√


১৫)একটি ফাঁপা ধাতুকে গরম করলে বলের মধ্যের বায়ুর আয়তন কি পরিবর্তন হবে?

ক) বাড়বে√
খ) কমবে
গ)একই থাকবে
ঘ) প্রথমে কমবে তারপর বাড়বে



১৬)দুটি একই প্রকারের সমপরিমাণ জল ও কেরোসিন তেল নিয়ে তাপ প্রয়োগ করে একই উষ্ণতায় আনা হল। পাত্র দুটিকে ঠান্ডা হতে দিলে কোনটি আগে ঠান্ডা হবে?

ক) কেরোসিন পূর্ণ বিকার টি আগে ঠান্ডা হবে√
খ) কেরোসিন পূর্ণ  বিকার টি পরে ঠান্ডা হবে
গ) দুটি বিকার একসঙ্গে ঠান্ডা হবে
ঘ) নির্দিষ্টভাবে বলা যাবেনা


*জলের আপেক্ষিক তাপ কেরোসিনের থেকে বেশি তাই জল বেশিক্ষণ তাপ ধরে রাখবে। কেরোসিনের আপেক্ষিক তাপ কম কেরোসিন বেশিক্ষণ তাপ ধরে রাখতে পারে না। তাই কেরোসিন পূর্ণ বিকার আগে ঠাণ্ডা হবে।



১৭)গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটি কোনটি?


ক) বয়েলের সূত্র
খ) চার্লসের সূত্র√
গ)নিউটনের সূত্র
ঘ)আর্কিমিডিসের সূত্র



১৮)কোন নিষ্ক্রিয় মৌলের বাইরের পক্ষে দুটি ইলেকট্রন থাকে?

ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম√
গ)ক্লোরিন
ঘ)ওজন



১৯)গ্যাসের প্রসারণ এর ক্ষেত্রে কিসের প্রভাব বিবেচনা করা হয়?

ক) শুধুমাত্র উষ্ণতা
খ)শুধুমাত্র চাপ
গ) চাপ ও উষ্ণতা √
ঘ)কোনোটিই নয়



২০)তাপমাত্রা বাড়ালে ধাতুনির্মিত দোলকের দোলনকাল কি হবে?

ক) বৃদ্ধি পাবে√
খ)হ্রাস পাবে
গ)অপরিবর্তিত থাকবে
ঘ)কোনোটিই নয়


২১) বোকারো স্টিল প্লান্ট কোথায় অবস্থিত?

ক) উড়িষ্যা
খ) মধ্যপ্রদেশ
গ) ঝাড়খন্ড√
ঘ) উত্তর প্রদেশ


২২)একটি ধাতব  প্লেট এর মাঝে একটি ছোট ছিদ্র আছে প্লেটটিকেও উত্তপ্ত করলে ছিদ্রের ক্ষেত্রফল কি হবে?

ক) একই থাকবে
খ)কমবে
গ)বাড়বে√
ঘ)নির্দিষ্টভাবে বলা যায়না



২৩)কোনটির তাপীয় প্রসারণ বেশি?

ক) কঠিন
খ)তরল
গ)গ্যাসীয় √
ঘ)প্লাসমা



২৪)পিতল ,তামা ,লোহা এবং ইস্পাত এর মধ্যে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি হয় নিম্নের কোনটি?

ক) ইস্পাত
খ)লোহা
গ) ইনভার
ঘ) পিতল√



২৫)নিচের কোনটির উষ্ণতা বৃদ্ধিতে কার্যত প্রসারণ হয় না?

ক) নিকেল
খ)লোহা
গ) ইনভার√
ঘ) ইস্পাত


২৬)রুবি (স্যাফায়ার) হল-

ক) ক্যালসিয়াম সালফেট
খ) অ্যালুমিনিয়াম অক্সাইড√
গ)মিথাইল অ্যালকোহল
ঘ)অ্যালুমিনিয়াম ক্লোরাইড



২৭)ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল -

ক) অ্যালুমিনিয়াম
খ)রূপা
গ)বক্সাইট
ঘ) ডলোমাইট√



২৮) কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?

ক) অ্যানথ্রাসাইট√
খ) পিট
গ) বিটুমিনাস
ঘ) লিগনাইট



২৯)আরাবল্লী পর্বতের পশ্চিমে নদীবিধৌত উর্বর প্লাবনভূমি কে কি বলে?

ক) রান
খ) ধান্দ
গ) রোহি √
ঘ)ওয়াদি


৩০)একটি রকেট উপরে উঠতে পারে কোন প্রতিক্রিয়া কারণে?

ক) গ্যাসের নিম্নবর্তী উদগীরণ√
খ)মাধ্যাকর্ষণ শক্তি
গ)তেলের নিম্নবর্তী উদগীরণ
ঘ)পৃথিবীর ভূত্বক

https://drive.google.com/file/d/1N5caAr080O98-YdZVoM591Ft6Pi1g1lW/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...