Friday, June 26, 2020

Bengali Current Affairs 27 th June 2020




Bengali Current Affairs 27 th June 2020


১) সম্প্রতি বিদ্যা বেন মারা গেছেন তিনি কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন?

ক)সমাজকর্মী✓ 
খ)লেখক
গ)গায়ক 
ঘ)অভিনেত্রী

*1992 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। তিনি 1970 সালে নয়াদিল্লি পৌর কাউন্সিলের প্রধান প্রথম বেসরকারি কর্মকর্তা হয়েছিলেন।



২) জিম্বাবুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

ক) দেবেস শেখওয়াত
খ) বিনোদ আহুজা
গ) বিজয় খান্দুজা✓
ঘ) প্রদীপ পাল

*বিজয় খান্দুজাকে জিম্বাবুয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিদেশমন্ত্রকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
*আরমাসাকুই এর জায়গায় বিজয় খান্দুজা কে নিয়োগ দেওয়া হয়েছে ।



৩) কোন রাজ্য সরকার অ্যামাজনে মদ সরবরাহের অনুমতি দিয়েছে?

ক)আসাম 
খ)রাজস্থান 
গ)বিহার
ঘ)পশ্চিমবঙ্গ✓


*ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং বিগবাস্কেট কে পশ্চিমবঙ্গে মদ সরবরাহের জন্য অনুমোদন দিয়েছে।এটি সম্ভবত প্রথমবারের মতো অ্যামাজনের পক্ষেও হবে যে, কোন রাজ্য মদের হোম ডেলিভারি অনুমতি দিয়েছে

৪)ভারতে চালিত 50000 ভেন্টিলেটরের জন্য প্রধানমন্ত্রী কেয়ারস  তহবিলের অধীনে কত টাকা বরাদ্দ করা হয়েছে?

ক)2000 কোটি টাকা✓
খ)3000 কোটি টাকা
গ)1000 কোটি টাকা
ঘ)1500 কোটি টাকা



৫)কোন রাজ্যের হাইকোর্ট সাম্প্রদায়িক টুইট সম্পর্কে কেন্দ্র ,রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে?

ক)দিল্লি 
খ)তেলেঙ্গানা✓ 
গ)বোম্বে 
ঘ)মাদ্রাজ


৬) 2019 সালে কোন দেশ সীমিত হজযাত্রা করবে?

ক)সংযুক্ত আরব 
খ)কাতার 
গ)সৌদি আরব✓ 
ঘ)বাহরাইন

*সৌদি আরব ঘোষণা করেছিল যে এই বছর কোভিদ-১৯ মহামারীর কারণে এটি অত্যন্ত সীমাবদ্ধ হজ অনুষ্ঠিত করবে।জুলাইয়ের শেষ দিকে যে তীর্থযাত্রা শুরু হচ্ছে কেবলমাত্র সেই রাজ্যে বসবাস করা সেই ব্যক্তিদেরই অনুমতি দেওয়া হবে।


৭)কোভিদ-১৯এর চিকিৎসার জন্য কোন সংস্থাটি একটি আয়ুর্বেদিক ওষুধ চালু করেছে বলে দাবি করেছে?

ক)রিলায়েন্স 
খ)ডাবর 
গ)পতঞ্জলি✓
ঘ)হিমালয়

*কোন বৈজ্ঞানিক বা সরকারি কর্তৃপক্ষ দ্বারা এটি বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরন নেই।


৮) 2019, 23 শে জুন রাশিয়া-ভারত-চীন মন্ত্রীদের বৈঠকে কে অংশ নিয়েছিলেন?

ক)এস জয়শঙ্কর ✓
খ)রাজনাথ সিং 
গ)নির্মলা সীতারমণ
ঘ) হর্ষবর্ধন

*কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 23জুন,2020 ,ভার্চুয়াল (রাশিয়া-ভারত-চীন ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন।


৯) কোন দেশটি H-1B ভিসা এবং অন্যান্য কাজের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে?

ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স 
গ)জার্মানি
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র✓

*ডোনাল্ড ট্রাম্প 22 জুন ভারতীয় ITপেশাদারদের মধ্যে জনপ্রিয় H-1B ভিসা সহ অস্থায়ী ভিসা প্রদান স্থগিত করার জন্য একটি ঘোষণা জারি করেছিল 



১০) কোন রাজ্যের এয়ারপোর্ট কে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা প্রদান করল কেন্দ্র?

ক) উত্তরপ্রদেশ ✓
খ) মধ্যপ্রদেশ
গ) অন্ধ্রপ্রদেশ 
ঘ)গুজরাট

*উত্তরপ্রদেশের কুশিনগর এয়ারপোর্ট

১১) ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগা বিশ্ববিদ্যালয় স্থাপন করলো কোন দেশ?

ক) আমেরিকা ✓
খ) জার্মানি
গ) ইতালি
গ) ফ্রান্স

*ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ।এর নাম দেওয়া হল "The Vivekananda yoga University ( VaYU)

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...