আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭৩
৪১) রাহুল সুপর্নার ছেলে। সুপর্নার বাবা অনিল। কোয়েল অনিলের বোন। সুমিতা রাহুলের দিদিমা হলে, কোয়েলের বাবা সুমিতার কে হবেন?
ক) বাবা
খ) কাকা
গ) শ্বশুর✓
ঘ) দাদা
৪১) রিমিকে দেখিয়ে দীপ বলল,"মেয়েটির মায়ের একমাত্র ভাই হয় আমার বাবার একমাত্র পুত্র। মেয়েটি দীপের কে হয়?
ক)মামা
খ)বাবা
গ)ভাই
ঘ)ভাগ্নি✓
৪২)কোনটি বেমানান
ক) পারদ✓
খ) কপার
গ) অ্যালুমিনিয়াম
ঘ) জিংক
*পারদ একমাত্র তরল বাকিরা কঠিন
১) পৃথিবীর মেরু ব্যাস এর দৈর্ঘ্য কত?
ক)১২,৫০০ কিমি
খ)১২,৭১৪ কিমি✓
গ)১৩,৫০০ কিমি
ঘ)১০,৫০০ কিমি
২) ভারতের প্রথম বিমানপোত নির্মাণ শিল্প প্রতিষ্ঠিত হয় কোথায়?
ক) চেন্নাই
খ) ব্যাঙ্গালোর ✓
গ) মুম্বাই
ঘ) দিল্লি
৩) চিলকা হ্রদ হলো-
ক)নোনা জলের হ্রদ√
খ)মিষ্টি জলের হ্রদ
গ)বর্ষাকালের মিষ্টি জলের হ্রদ
ঘ)গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ
৪) নিচের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয়?
ক) চিলকা
খ) উলার
গ) সম্বর√
ঘ) ভেম্বনাদ
৫) ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়?
ক)তামিলনাড়ু
খ)অন্ধপ্রদেশ√
গ)কর্ণাটক *কফি
ঘ)মহারাষ্ট্র
৬)জলীয় বাষ্প জলকণায় রূপান্তরিত করতে সাহায্য করে-
ক) ধূলিকণা✓
খ) হিলিয়াম
গ) কার্বন
ঘ) নাইট্রোজেন
৭) কোন দ্বীপে কপিলমুনির আশ্রম অবস্থিত?
ক)সাগরদ্বীপ√
খ)সজনেখালি
গ)কাকদ্বীপ
ঘ)ফ্রেজারগঞ্জ
৮)গুজরাটের জীবনরেখা কোন নদীকে বলে?
ক)নর্মদা √
খ)তাপ্তি
গ)ভাগিরতি
ঘ)কোশি
**নর্মদা নদী গুজরাট এবং মধ্য প্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
**নর্মদা নদীর উৎপত্তিস্থল মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ
**নর্মদা নদীর পতন স্থল হল খাম্বাত উপসাগর
**নর্মদা নদীর দৈর্ঘ্য 1312 কিমি
৯) জিওমর্ফলজি হলো-
ক) ভূতত্ত্বের একটি ব্যাখ্যা
খ) পৃথিবীর গঠন সংক্রান্ত পঠন-পাঠন√
গ) জৈব বস্তুর অঙ্গ সংক্রান্ত পঠন-পাঠন
ঘ) কোনোটিই নয়
১০) চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে-
ক)বিহার
খ)গুজরাট✓
গ)মধ্য প্রদেশ
ঘ)অন্ধ্রপ্রদেশ
১১)ভারতের শিপ্লে অগ্রগণ্য রাজ্য কোনটি ?
ক) মহারাষ্ট্র √
খ) অন্ধ্রপ্রদেশ
গ) কর্ণাটক
ঘ) পশ্চিমবঙ্গ
১২) ইউরোপের বৃহত্তম নদীর নাম কি?
ক) সিন
খ) রাইন
গ) দানিয়ুব
ঘ) ভলগা✓
১৩) কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান?
ক)বিষুবরেখায় √
খ)সুমেরু রেখায়
গ)মূল মধ্যরেখা
ঘ)কুমেরু রেখায়
১৪)ভারতের প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয়?
ক)65%
খ)70%
গ)75%√
ঘ)80%
১৫) নাগপুরের সঙ্গে কোন শিল্প সংযুক্ত?
ক) পেট্রোকেমিক্যাল
খ) বস্ত্র✓
গ) যন্ত্রপাতি
ঘ) সার
১৬)কোন গ্রন্থ নীলচাষীদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত আছে?
ক)নীল দর্শন
খ)নীলদর্পণ√
গ)আনন্দমঠ
ঘ)গোরা
১৭) "সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা"- গানটির লেখক কে?
ক)মির্জা গালিব
খ)মোহাম্মদ ইকবাল √
গ)নাজিম আহমেদ
ঘ)মাসুদ আজহার
১৮) ভারতে তামাকের প্রচলন করেছিলেন কারা?
ক)ইংরেজ
খ)পর্তুগিজ√
গ)ফরাসি
ঘ)মিশরীয়
১৯) 1907 সালে জার্মানিতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কে উত্তোলন করেন?
ক) কৃষ্ণা বর্মা
খ) মাদাম কামা√
গ) সাভারকার
ঘ) মদন লাল ধিংরা
২০) জাহাঙ্গীরের শাসনকালে পক্ষীর চিত্র অঙ্কন করে কোন মহান শিল্পী?
ক) হোসেন আলী
খ) মনসুর√
গ) মোঃ হাকিম
ঘ) আবুল হোসেন
২১) কার শাসনকালে চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়?
ক)জাহাঙ্গীর√
খ)আকবর
গ)শাহজাহান
ঘ)হুমায়ূন
**মনে রাখবে: জাহাঙ্গীরের স্ত্রী এর নাম মেহেরুন্নিসা যাকে নুরজাহান বলা হয়। নুরজাহান কথাটি অর্থ জগতের আলো। জাহাঙ্গীরের রাজসভায় অনেক চিত্রশিল্পীর সমাগম ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য চিত্র কর ছিলেন - আবুল হাসান । অন্যান্য চিত্রশিল্পী ফারুখ বেগ,জীবজন্তুর প্রতিকৃতি চিত্রকর ছিলেন - মনসুর,ভারতীয় চিত্রশিল্পে মনোহর ও গোবর্ধন উল্লেকযোগ্য ছিলেন ।
২২) গুজরাট বিজয়ের পর আকবর কি নির্মাণ করেছিলেন?
ক)লালকেল্লা
খ)জামা মসজিদ
গ)বুলন্দ দরওয়াজা √
ঘ)ময়ূর সিংহাসন
**বুলান্দ দরওয়াজা ফতেপুর সিক্রি তে অবস্থিত
২৩) কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দস্তক দেন?
ক)জাহানদার শাহ
খ)দ্বিতীয় বাহাদুর শাহ
গ)ফারুকশিয়ার ✓
ঘ)মোঃ শাহ
২৪) ভারতের অর্থনৈতিক পুনর্গঠন এর জন্য কাকে ইংল্যান্ড থেকে আনা হয়?
ক)চার্লস উড
খ)হান্টার
গ)চার্লস গ্রান্ট
ঘ)জেমস উইলসন✓
২৫)কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ এর নামকরণ হয়?
ক) প্রথম উইলিয়াম
খ) দ্বিতীয় উইলিয়াম
গ) তৃতীয় উইলিয়াম✓
ঘ) চতুর্থ উইলিয়াম
২৬) "পলাশীর যুদ্ধ ছিল নিছক কয়েকটি কামানের লড়াই। কিন্তু বক্সার যুদ্ধ ছিল এক চূড়ান্ত যুদ্ধ"-উক্তিটি কার?
ক)রমেশচন্দ্র মজুমদার
খ)লর্ড ক্লাইভ
গ)ভিন্সেন্ট স্মিথ✓
ঘ)লর্ড কার্জন
২৭)গ্যাস ঝালাইয়ের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) অক্সিজেন ও হাইড্রোজেন
খ) অক্সিজেন ও নাইট্রোজেন
গ) অক্সিজেন অ্যাসিটিলিন ও আর্গণ
ঘ) অক্সিজেন ও অ্যাসিটিলিন√
২৮) গরুর দুধে প্রোটিন থাকে কোন কত গ্রাম?
ক) 3.3 গ্রাম√
খ) 5.7 গ্রাম
গ) 8.2 গ্রাম
ঘ) 15.1 গ্রাম
২৯) মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলে?
ক) যকৃত
খ) প্লীহা√
গ) অগ্ন্যাশয়
ঘ) কোনোটিই নয়
৩০)হ্যালোজেন মৌল গুলির মধ্যে সবচেয়ে বিজারণ ধর্মের মৌল কোনটি?
ক)আয়োডিন√
খ)রেডন
গ)ক্লোরিন
ঘ)লোহা
৩১)একটি নাইট্রোজেন পরমাণু তে কতগুলি নিউট্রন থাকে?
ক) 11
খ) 5
গ) 7√
ঘ)14
৩২)চৌম্বক মেরুতে বিনতি কোণের মান কত?
ক)45°
খ)30°
গ)60°
ঘ)90°√
৩৩) কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন লাগু হয়?
ক)উত্তরপ্রদেশ
খ)কেরালা
গ)পশ্চিমবঙ্গ
ঘ)পাঞ্জাব√
**1952 সালে পাঞ্জাব রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন লাগু হয়
** সংবিধানের 356 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে উল্লেখ আছে
৩৪) নিম্নলিখিত কে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন?
ক) জাকির হোসেন√ *1962
খ) মৌলানা আব্দুল
গ) আলী আহমেদ
ঘ) কোনোটিই নয়
৩৫) ভারতবর্ষে প্রথম পঞ্চায়েতিরাজ কবে লাগু হয়?
ক)1957
খ)1961
গ)1952
ঘ)1959√ *রাজস্থান
৩৬) ভারতের কোন রাজ্যে লোকসভার সিট সবচেয়ে বেশি?
ক)উত্তরপ্রদেশ√
খ)মহারাষ্ট্র
গ)রাজস্থান
ঘ)হরিয়ানা
**উত্তরপ্রদেশে মোট লোকসভার সিট সংখ্যা হল 80 এবং রাজ্যসভার সিট সংখ্যা 31
৩৭) বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত?
ক)22
খ)23
গ)24
ঘ)25√
**25 তম হাইকোর্টে গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে।
**1st জানুয়ারি 2019 এর আগে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার হাইকোর্ট ছিল হায়দ্রাবাদে
**1st জানুয়ারি 2019 এ অন্ধ্রপ্রদেশের নতুন হাইকোর্ট হয় অমরাবতীতে । আর তেলেঙ্গানা হাইকোর্ট হায়দ্রাবাদে থাকে।
৩৮) রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর?
ক) 5বছর
খ) 6বছর√
গ)10 বছর
ঘ) 3বছর
**মনে রাখবে : রাজ্যসভা হলো একটি উচ্চকক্ষ। রাজ্যসভা হল একটি স্থায়ী কক্ষ। একে ভাঙা যায় না। রাজ্যসভার মেয়াদ ছয় বছর। রাজ্যসভার সদস্য সংখ্যা হল 238 + 12= 250। 12 জনকে রাষ্ট্রপতি নিয়োগ করে। রাজ্যসভায় প্রতি দু'বছরে এক-তৃতীয়াংশ লোক অবসর নেয়।
৩৯) গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
ক)চলচ্চিত্র
খ)সঙ্গীত√
গ)সাহিত্য
ঘ)খেলাধুলা
**প্রথম গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছিল 1959 সালে
**চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয়
**সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়
** 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়
**1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি শঙ্কর করুপ
**খেলাধুলার ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়।
৪০) শোন পুর মেলা কোন রাজ্যের উৎসব?
ক) অসম
খ)কেরল
গ)তামিলনাড়ু
ঘ)বিহার√
**শোনপুর মেলা কে হরিহর মেলা বলা হয়। শোনপুর মেলা এশিয়ার সবচেয়ে বৃহত্তম পশু মেলা।
**অসমের উৎসব হলো বিহু। এই উৎসব বছরে তিনবার হয়।
**কেরলের উৎসব হলো ওনাম
**তামিলনাড়ু উৎসব হলো পোঙ্গল।
৪১) দন্ত বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?
ক) হর্টিকালচার
খ) ওডোন্টগ্রাফি√
গ) অস্টিওলজি
ঘ) সেরিওলজি
**উদ্যান সম্পর্কিত বিদ্যা কে বলা হয় হর্টিকালচার
**অস্থি সম্পর্কিত বিদ্যা কে বলা হয় অস্টিওলজি
৪২) হৃদপিন্ডের তড়িৎ বিভব মাপা হয় কোন যন্ত্রে?
ক) ইলেকট্রো কার্ডিওগ্রাফ√
খ) ইলেক্ট্রোএনসেফালোগ্রাম
গ) অটোএনালাইজার
ঘ) আলট্রাসনোগ্রাফি
** ইলেক্ট্রোএনসেফালোগ্রাম দ্বারা মস্তিষ্কের বিভিন্ন রোগ নির্ণয় করা হয়
**অটোএনালাইজার দ্বারা রক্তের নমুনা বিশ্লেষণ করা যায়
**আল্ট্রাসনোগ্রাফি দ্বারা শরীরের বিভিন্ন অঙ্গের রোগ নির্ণয় করা হয়
৪৩)রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত?
ক)ব্যাঙ্গালোর
খ)মহারাষ্ট্র
গ)হায়দ্রাবাদ √
ঘ)ছত্রিশগড়
৪৪)"শ্বেত পাথরের থালা"- বইটির লেখক কে?
ক)মহেশ্বেতা দেবী
খ)বাণী বসু √
গ)সুচিত্রা বন্দোপাধ্যায়
ঘ)শীর্ষেন্দু মুখার্জি
৪৫)ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত?
ক)কর্ণাটক
খ)মহারাষ্ট্র
গ)ওড়িশা√
ঘ)পশ্চিমবঙ্গ
**কর্ণাটক: কুন্দপুর ম্যানগ্রোভ অরণ্য
**মহারাষ্ট্র : রত্নগিরি ম্যানগ্রোভ অরণ্য
**পশ্চিমবঙ্গ: সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য
৪৬) ইয়োলো বুক কোন দেশের সরকারি দলিল বা নথি?
ক)ব্রিটেনে
খ)জাপান
গ)রাশিয়া
ঘ)ফরাসি√
৪৭) মাইকেল জ্যাকসনের আত্মজীবনীর নাম কি?
ক)মুনওয়াক √
খ)স্পেস ওয়াক
গ)স্কাই ওয়াক
ঘ)আর্থ ওয়াক
৪৮) ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত মিটার?
ক)20.12 মিটার√
খ)22 মিটার
গ)20.22মিটার
ঘ)22.12মিটার
৪৯) নিচের কোন শব্দটির মূল শব্দ থেকে তৈরি হয়নি?
ALTERNATIVE
ক) EARN
খ) LATTER
গ) INNATE✓
ঘ) RAIN
৫০) যদি কোন এক অচেনা ভাষায় Orange কে butter বলা হয়, butter কে Soap বলা হয়, Soap কে ink বলা হয় ,ink কে Honey বলা হয় ,এবং Honey কে Orange বলা হয় তাহলে জামা কাপড় ধোয়ার জন্য আমরা যা ব্যবহার করি তাকে ওই ভাষায় কি বলা হয়?
ক)Honey
খ)Butter
গ)Ink✓
ঘ)Soap
No comments:
Post a Comment