Tuesday, July 7, 2020

Bengali Current Affairs 8th July, 2020



Bengali Current Affairs 8th July, 2020 


১) পর্যটকদের আকৃষ্ট করতে "ইন্তেজার আপ কা "নামে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন লঞ্চ করল কোন সরকার?

ক) গুজরাট
খ) রাজস্থান
গ) মধ্যপ্রদেশ ✓
ঘ) উত্তর প্রদেশ


২) কোন IIT, AIIMS এর সাথে মিলিত ভাবে Copal-19 App তৈরি করেছে?

ক)IIT Bombay
খ)IIT Delhi✓
গ)IIT Kanpur
ঘ)None

*প্লাজমা দান করতে আগ্রহী ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে নিজের নাম রেজিস্টার করতে পারে। এই অ্যাপের মাধ্যমে প্লাসমা দানকারীকে খুব সহজেই খোজা যাবে

*AIIMS এর পুরো কথা হল-All India Institute of Medical Science



৩)CMFRI অনুসারে কোন রাজ্য মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

ক)তামিলনাড়ু ✓
খ)গুজরাট 
গ)কেরালা 
ঘ)পশ্চিমবঙ্গ

*CMFRI এর পুরো কথা হল-Central Marine Fisheries Research Institute.
*তামিলনাড়ু 2019 সালে ভারতে মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে(৭.৭৫ লক্ষ টন )এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে গুজরাট(৭.৪৯ লক্ষ টন) এবং তৃতীয় স্থান অধিকার করেছে কেরালা (৫.৪৪ লক্ষ টন)


৪) কোন দেশ প্রত্যেক বছর 4 জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র✓
খ) দক্ষিণ আফ্রিকা
গ) শ্রীলঙ্কা
ঘ) জার্মানি

*1776 সালের 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন এর হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল।
*2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র 244 তম স্বাধীনতা দিবস পালন করল
*4 জুলাই স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস


৫) কোন বছরের মধ্যে ভারত গগনযান মিশন উৎক্ষেপণ করবে?

ক) 2020
খ) 2021 
গ) 2022✓
ঘ) 2025

*এটি ভারতের প্রথম গগনযান মিশন। এই গগনযান টির ওজন 7800 কেজি। এই স্পেস ক্রাফট তৈরি করেছে DRDO, ISRO এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই তিনটি সংস্থা মিলিত ভাবে। গগনযান মিশন টিকে অপারেট করছে ISRO(Indian Space Research Organisation)


৬) সম্প্রতি কে স্বচ্ছ সর্বেক্ষণ মিশন 2021 চালু করলেন?

ক) রমেশ পোখরিয়াল
খ) প্রহ্লাদ যশি 
গ) যোগী আদিত্যনাথ 
ঘ) হরদীপ সিং পুরি✓


৭)ওড়িশা সরকার কোন প্রকল্পের মাধ্যমে 1.3 লাখ হেক্টর জমিতে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে?

ক)সবুজ ওড়িশা ✓
খ)গ্রীন প্লানেট 
গ)গ্রীন ওড়িশা 
ঘ)গ্রীন এনভারমেন্ট

*উড়িষ্যার মুখ্যমন্ত্রী- নবীন পট্টনায়ক
*উড়িষ্যার রাজ্যপাল - গণেশি লাল

৮)অর্জুন পুরস্কার এর দ্বারা সম্মানিত  কে. সনজিতা. চানু কোন খেলার সঙ্গে যুক্ত?

ক)শুটিং 
খ)বক্সিং 
গ)স্পৃন্ট রানার 
ঘ)ভারত্তোলক✓

৯)NHAI-এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?

ক)অজয় দিবাকর 
খ)সুখবির সিংহ সাধু ✓
গ)শ্রীকান্ত মাধব 
ঘ)মহেন্দ্র অমরনাথ

*NHAI এর পুরো কথা হল- National Highway Authority of India


১০) এশিয়ান ফুটবল কাপ 2027 আয়োজন করবে কোন দেশ?

ক)ভারত ✓
খ)পাকিস্তান 
গ)চীন 
ঘ)জাপান


১১) সম্প্রতি কোন রাজ্য 30 লক্ষ বৃক্ষ রোপন করার সিদ্ধান্ত নিয়েছে?

ক)রাজস্থান 
খ)পশ্চিমবঙ্গ 
গ)দিল্লি ✓
ঘ)মহারাষ্ট্র


১২)কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার e learning portal LEAD লঞ্চ করল?

ক)দিল্লি ✓
খ)গুজরাট 
গ)উত্তর প্রদেশ
ঘ)অন্ধ্রপ্রদেশ


১৩) ভারতের কোন বেসরকারি ব্যাংক 1000 শহরে "Zip Drive"এর মাধ্যমে গ্রাহকদের তাৎক্ষণিক গাড়ি লোন সরবরাহ করবে বলে ঘোষণা করল?

ক)HSBC
খ)AXIS Bank
গ)HDFC Bank✓
ঘ)ICICI Bank


১৪)সাংবিধানিক সংশোধনী অনুযায়ী রাশিয়ার ভ্লাদিমির পুতিন কত বছরের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকতে পারবেন?

ক)2036✓
খ)2017 
গ)2024
ঘ)2029

*রাশিয়ার রাজধানী- মস্কো
*রাশিয়ার মুদ্রা- রাশিয়ান রুবেল
*রাশিয়ার প্রেসিডেন্ট - ভ্লাদিমিরপুটিন


১৫) "World Zoonoses Day" পালন করা হয় কোন দিন?

ক)4 জুলাই 
খ)5 জুলাই 
গ)6 জুলাই✓ 
ঘ)7 জুলাই

*1885 সালের 6 জুলাই লুই পাস্তুরের দ্বারা রেবিস  ভ্যাকসিন আবিষ্কারের দিনটিকে স্মরণ করার জন্য এ দিনটি পালন করা হয়।






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...