Saturday, October 31, 2020

Bengali Current Affairs 1st November, 2020

 




Bengali Current Affairs 1st November, 2020

1. 7 নভেম্বর ইসরো কোন রকেট এর সাহায্যে আর্থ অবজারভেশন স্যাটেলাইট  EOS- 01 লঞ্চ করবে?

ⓐ PSLV - C 51

ⓑ PSLV - C 49✓

ⓒ PSLV - C 48

ⓓ PSLV - C 50


✦ শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে।

✦ এর সাথে নয়টি কাস্টমার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

✦ ISRO full form : Indian Space Research Organisation

✦ Formed : 15 August 1969; 51 years ago

✦ Headquarters : Bangalore, Karnataka, India

✦ ISRO Chairman : Kailasavadivoo Sivan


2.‘Young Advocates Welfare Fund’ লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ গুজরাট

ⓑ মহারাষ্ট্র

ⓒ তামিলনাড়ু ✓

ⓓ পাঞ্জাব


✦ উকিল হওয়ার জন্য যারা আইন কলেজে ভর্তি হয়েছে তাদের পরিবারকে মাসিক ৩ হাজার টাকা করে ২ বছর আর্থিক সহায়তা দেওয়া হবে।

✦ রাজধানী- চেন্নাই

✦ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami

✦ রাজ্যপাল- Banwarilal Purohit


3. সম্প্রতি কোন রাজ্যের কবরতাল ঝিল কে রামসার সাইট এর তকমা দেওয়া হয়েছে?

ⓐ উত্তরাখান্ড

ⓑ বিহার✓

ⓒ মেঘালয়

ⓓ রাজস্থান

✦ ভারতের বিহারের বেগুসরাই জেলায় অবস্থিত কবরতাল হ্রদটি এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ।

✦ এটি ভরতপুর অভয়ারণ্যের আকারের প্রায় ছয়গুণ।

✦ ভারতে মোট রামসার সাইট এর সংখ্যা হল 39 টি।


4.‘Dr Tulsi Das Chugh Award-2020’-এ সম্মানিত হলেন কে?

ⓐ ড. প্রশান্ত কুমার

ⓑ ড. সতীশ মিশ্র✓

ⓒ ড. আকাশ পাসওয়ান

ⓓ ড. বিবেক শর্মা

✦ ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র সম্পর্কে গবেষণা করায় তাঁকে এই পুরস্কার দিল- National Academy of Medical Sciences (India)

✦ হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠা সাল- ১৯৬১ সালের ২১শে এপ্রিল

✦ প্রেসিডেন্ট- ড. সরোজ চূড়ামণি গোপাল


5.উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাজ্যের শিক্ষার্থীদের সাহায্য করতে ডিজিটাল লাইব্রেরি শুরু করছে কোন রাজ্য?

ⓐ হরিয়ানা

ⓑ উত্তর প্রদেশ✓

ⓒ অন্ধ্রপ্রদেশ

ⓓ রাজস্থান

✦ এই উদ্যোগের মাধ্যমে দামী বই গুলি ডিজিটাল ফরমেটে বিনামূল্যে পাওয়া যাবে।

✦ রাজধানী- লক্ষ্ণৌ

✦ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

✦ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


6.সম্প্রতি প্রয়াত কেশুভাই প্যাটেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ গুজরাট✓

ⓒ বিহার

ⓓ ঝাড়খন্ড


✦ তিনি ১৯৯৫ এবং ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

✦ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯২ বছর


7.মহিলা যাত্রীদের নিরাপত্তা দিতে সমস্ত জোনে কী নামে উদ্যোগ লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে?

ⓐ My Sister

ⓑ Meri Saheli✓

ⓒ Saheli Suraksha

ⓓ Women Safety


✦ প্রথমে এটি কেবল দক্ষিন-পর্ব রেলওয়ে জোনে লঞ্চ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে।

✦ বর্তমানে এটি সমস্ত জোনে লঞ্চ করা হল।

✦ ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠা সাল- ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল

✦ কেন্দ্রীয় রেলমন্ত্রী- পিযুষ গোয়েল


8.গুজরাটের কেভাদিয়াতে ‘আরোগ্য বন’ ও ‘আরোগ্য কুটির’-এর উদ্বোধন করবেন কে?

ⓐ বিজয় রূপানি

ⓑ নরেন্দ্র মোদী✓

ⓒ ড. হর্ষ বর্ধন

ⓓ রামনাথ কোবিন্দ


9.করোনার কারণে ‘কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ অনুষ্ঠিত হবে ২০২১ সালের কোন মাসে?

ⓐ ফেব্রুয়ারী

ⓑ জানুয়ারী✓

ⓒ মার্চ

ⓓ এপ্রিল

✦ এটি ২০২০ সালের ৫ই নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

✦ এটির আয়োজন করে- Nandan (West Bengal Film Centre)



10. ‘আন্তর্জাতিক ইন্টারনেট দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ৩০শে জুন

ⓑ ২৯শে অক্টোবর✓

ⓒ ১৫ই মার্চ

ⓓ ২৯শে সেপ্টেম্বর


11. Chief Information commissioner পদে কে নিযুক্ত হলেন?

ⓐ যশবর্ধন শর্মা

ⓑ যশবর্ধন কুমার সিনহা✓

ⓒ দীনেশ খারে

ⓓ বিমল জুলকা

✦ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন বিমল জুলকা।

✦ এছাড়া Information commissioner পদে নিযুক্ত হলেন মারাঠি সাংবাদিক উদয় মাহুরকর।

✦ সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠিত :12 অক্টোবর 2005


12. National unity day কবে পালিত হয়?

ⓐ 26 অক্টোবর

ⓑ 31 অক্টোবর✓

ⓒ 28 অক্টোবর

ⓓ 29 অক্টোবর


✦ ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেলের 145 তম জন্মবার্ষিকীতে স্মরণ করে এই দিবস উদযাপন করা হয়।

✦ তিনি ভারতের 'লৌহ মানব'-নামে পরিচিত।

✦ 2014 সালে প্রথম এই দিবস উদযাপন করা হয়।



13. কোন মেট্রো রেল কর্পোরেশন SBI Card এর সহযোগিতায় কন্টাক্টলেস মাল্টিপারপাস স্মার্ট কার্ড লঞ্চ করল?


ⓐ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন✓

ⓑ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন

ⓒ মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন

ⓓ উত্তর প্রদেশ মেট্রো রেল কর্পোরেশন


✦ CEO of SBI card : Ashwini Kumar Tiwari

✦ Founded : October 1998

✦ SBI Card Headquarters: Gurugram, Haryana


14. ষষ্ঠতম "BRICS parliamentary forum" এ ভার্চুয়াল ভাবে অংশগ্রহণ করলেন কে?

ⓐওম বিড়লা✓

ⓑ নরেন্দ্র মোদি

ⓒ রাজনাথ সিং

ⓓ অমিত শাহ


✦ ওম বিড়লা লোকসভার স্পিকার পদে নিযুক্ত আছেন।

✦ BRICS parliamentary forum কার্যত রাশিয়ার পার্লামেন্টের চেয়ারম্যান Vyacheslav Volodin(ব্য্যাচেস্লাভ ভোলোডিন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো।

✦ Theme : 'BRICS partnership in the interest of global stability ,general safety and innovative growth parliamentary dimension'.


15. কোন এয়ারলাইন্স ভারতে তার যাত্রীদের সুবিধার্থে জন্য Covid-19 পরীক্ষা শুরু করল?

ⓐ Vistara

ⓑ Indigo

ⓒ Air India

ⓓ SpiceJet✓

✦ SpiceJet airline CEO : Ajay Singh

✦ Founded : 2004

✦ Headquarters:  Gurugram, Haryana


16. World cities day কবে পালিত হয়?

ⓐ 30 অক্টোবর

ⓑ 29 অক্টোবর

ⓒ 31 অক্টোবর✓

ⓓ 28 অক্টোবর

✦ বিশ্বব্যাপী  শহরের উন্নয়ন ও শহরীকরনের বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য প্রতিবছর এ দিনটি পালন করা হয়।

✦ Theme : 'Valuing our communities and cities'.


17. ভারতীয় সেনা কি নামে একটি সহজ ও সুরক্ষিত মেসেজিং অ্যাপ চালু করল?

ⓐ SAI✓

ⓑ S- CHAT

ⓒ S ARMY

ⓓ SSMS

✦ SAI full form : Secure Application For Internet

✦ SAI অ্যাপ্লিকেশনের মাধ্যমে সৈন্যদের মধ্যে সহজে এবং সুরক্ষিতভাবে মেসেজ করা সম্ভব হবে।


18. সম্প্রতি অর্জুন মুন্ডা উপজাতি উন্নয়নের জন্য কোন দুটি রাজ্যের উৎকৃষ্টতা কেন্দ্র স্থাপন করলেন?

ⓐ মহারাষ্ট্র

ⓑ ঝাড়খন্ড

ⓒ মহারাষ্ট্র ও ঝাড়খন্ড✓

ⓓ বিহার


19. সম্প্রতি কোন রাজ্যের কবরতাল

 ঝিল কে রামসার সাইট এর তকমা দেওয়া হয়েছে?

ⓐ উত্তরাখান্ড

ⓑ বিহার✓

ⓒ মেঘালয়

ⓓ রাজস্থান

✦ ভারতের বিহারের বেগুসরাই জেলায় অবস্থিত কবরতাল হ্রদটি এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ।

✦ এটি ভরতপুর অভয়ারণ্যের আকারের প্রায় ছয়গুণ।

✦ ভারতে মোট রামসার সাইট এর সংখ্যা হল 39 টি।

20. কোন ভারতীয় সংগঠন UN গ্লোবাল অ্যাকশন আওয়ার্ড 2020 পেয়েছে?

ⓐ গ্রিনপিস ইন্ডিয়া

ⓑ ওয়াইল্ডলাইফ ইন্ডিয়া

ⓒ গ্লোবাল গ্রিন অর্গানাইজেশন

ⓓ গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন✓

Covid-19 মহামারীর সময় কালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য গ্লোবাল হিমালয়ের এক্সপিডিশন UN গ্লোবাল অ্যাকশন আওয়ার্ড 2020 পেল।






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...