Friday, October 2, 2020

Bengali Current Affairs 3rd October, 2020

 


Bengali Current Affairs 3rd October, 2020

1.55th জ্ঞানপীঠ পুরস্কারে কে ভূষিত হলেন?

ⓐ অরুন্ধতী রায়

ⓑ অমিতাভ ঘোষ

ⓒ আক্কিথাম আচুথান নাম্বুথিরি✓

ⓓ শঙ্খ ঘোষ

ইনি একজন মালায়ালাম কবি।

 জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার

 ১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। ১৯৬৫ সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। 

 54 তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন অমিতাভ ঘোষ।


2. International day of non violence কবে পালিত হয়?

ⓐ 30 সেপ্টেম্বর

ⓑ 28 সেপ্টেম্বর

ⓒ 1 অক্টোবর

ⓓ 2 অক্টোবর✓

ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ,দার্শনিকও অহিংসবাদী নেতা মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকী স্মরণ করেই দিনটি পালন করা হয়।

 International Day of non violence Theme :  Shaping peace together.

❖ 2 অক্টোবর গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়ে থাকে।

❖ 2020 সালে গান্ধীজীর 151 তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।


3. ‘International Day For Older Persons’ হিসাবে কোন দিনটি পালন করা হয়?

ⓐ ৩০শে সেপ্টেম্বর

ⓑ ১লা অক্টোবর✓

ⓒ ২রা অক্টোবর

ⓓ ৩রা অক্টোবর

২০২০ সালের থিম ছিল-'Pandemics: Do They Change How We Address Age and Ageing?'


4.‘Human by Nature Print Campaign’ -এর জন্য ‘PATA(Pacific Asia Travel Association) Grand Award 2020’ জিতলো কোন রাজ্যের পর্যটনশিল্প?

ⓐ আসাম

ⓑ মহারাষ্ট্র

ⓒ কেরালা✓

ⓓ গুজরাট

রাজধানী- তিরুবন্তপুরম

 মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan

 রাজ্যপাল- Arif Mohammad Khan

Kerala Tourism’s ‘Human by Nature Print Campaign’ bagged the Prestigious Pacific Asia Travel Association (PATA) Grand Title Winner 2020 for Marketing.

 The PATA Awards are supported and sponsored by Macao Government Tourist Office (MGTO).

 এই পুরস্কার তিনটি বিভাগে দেয়া হয়ে থাকে -

Marketing, Sustainability, Human Capital Development

 PATA Grand Title Winner 2020 for Marketing : ‘Human by Nature Print Campaign’ by Kerala Tourism, India

 PATA Grand Title Winner 2020 for Sustainability : ‘Anurak Community Lodge’ by YAANA Ventures, Thailand

PATA Grand Title Winner 2020 in Human Capital Development : ‘Unleashing Greatness’ by MGM China, Macao, China

 Pacific Asia Travel Association (PATA) Chairman : Chris Bottrill (ক্রিস বট্রিল)

 Pacific Asia Travel Association Headquarter : Bangkok , Thailand


5.Film and Television Institute of India (FTII)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কোন চলচ্চিত্র নির্মাতা?

ⓐ জোয়া আখতার

ⓑ শেখর কাপুর✓

ⓒ করণ জোহর

ⓓ একতা কাপুর

এনার আগে এই পদে ছিলেন-BP Singh

 হেডকোয়াটার- পুনে

 প্রতিষ্ঠা সাল- ১৯৬০


6.অনলাইন প্রপার্টিজ রেজিস্ট্রেশনের জন্য ‘Dharani’-নামে পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ কর্নাটক

ⓑ তেলেঙ্গানা✓

ⓒ অন্ধ্রপ্রদেশ

ⓓ পশ্চিমবঙ্গ

রাজধানী- হায়দ্রাবাদ

 মুখ্যমন্ত্রী- কে চন্দ্রশেখর রাও

 রাজ্যপাল- তামিলিসই সৌন্দরারাজন


7.National Security Guard-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অনুপ সিং

ⓑ সুরজিত সিং দেশাল✓

ⓒ রাকেশ আস্থানা

ⓓ করমবীর সিং

তিনি Indo-Tibetan Border Police-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত আছেন, সেহেতু অতিরিক্ত দায়িত্ব হিসাবে এই পদে নিযুক্ত হলেন।

 National Security Guard-এর হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৮৬ সালের ২২শে সেপ্টেম্বর


8.মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য ‘Operation My Saheli’-নামে প্রোজেক্ট লঞ্চ করলো কোন রেলওয়ে জোন?

ⓐ দক্ষিন-পূর্ব রেলওয়ে✓

ⓑ দক্ষিন-পশ্চিম রেলওয়ে

ⓒ উত্তর-পূর্ব রেলওয়ে

ⓓ উত্তর-পশ্চিম রেলওয়ে

হেডকোয়াটার- গার্ডেন রিচ, কলকাতা

কার্য শুরু- ১৯৫৫

 দক্ষিণ পূর্ব রেলওয়ে জেনারেল ম্যানেজার - সঞ্জয় কুমার মহান্তি


9. International coffee Day কবে পালন করা হয়?

ⓐ 30সেপ্টেম্বর

ⓑ 28 সেপ্টেম্বর

ⓒ 1 অক্টোবর✓

ⓓ 29 সেপ্টেম্বর

আন্তর্জাতিক কফি দিবস বিশ্বের কোনো কোনো অঞ্চলে কফি দিবস বা কোথাও কোথাও জাতীয় কফি দিবস নামেও পরিচিত।

 বিশ্ব ব্যাপী এই দিনটি ২৯ সেপ্টেম্বর তারিখে পালিত হয়ে থাকে। 

 2015 সালে প্রথম এই দিনটি উদযাপন করা হয়।


10.মাধ্যমিকে ৭৫%-এর অধিক নাম্বার প্রাপকদের ‘Anundoram Borooah Award 2020’ প্রদান করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ আসাম✓

ⓒ ত্রিপুরা

ⓓ উড়িষ্যা

রাজ্যের মোট ১৬,৯৪৪ জন শিক্ষার্থী এই পুরস্কার পেল।

 রাজধানী- দিসপুর

 মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

 রাজ্যপাল- জগদীশ মুখী


11.দেশের মোট ২০০০টি গ্রামে ‘Sanitation Literacy Campaign’ লঞ্চ করছে কোন সংস্থা?

ⓐ UNEP

ⓑ NABARD✓

ⓒ WHO

ⓓ SBI

❖ NABARD-এর পুরো কথা- National Bank for Agriculture and Rural Development

প্রতিষ্ঠা সাল- ১৯৮২ সালের ১২ই জুলাই

 বর্তমান চেয়ারম্যান- Harsh Kumar Bhanwala


12.India Cements Ltd. (ICL)-এর ডিরেক্টর হিসাবে পুনরায় নিযুক্ত হলেন কে?

ⓐ কৃষ্ণা গোপীনাথ

ⓑ রূপা গুরুনাথ✓

ⓒ রূপসা মুখার্জি

ⓓ মনীষা কৃষ্ণমূর্তি

হেডকোয়াটার- চেন্নাই

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৬


13. সম্প্রতি DRDO কোথা থেকে সুপারসনিক ব্রহ্মন্স ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এর সকল পরীক্ষা করলো?

ⓐ চাঁদিপুর

ⓑ লে

ⓒ মুম্বাই

ⓓ বালাসোর✓

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে 2005 সালে তৈরি হওয়া ব্রহ্মস মিসাইল যেটি আগে পরীক্ষায় অসফল হয়েছিল, সেটি নতুন প্রযুক্তিতে আরো শক্তিশালী করে তোলা হয়েছে।

 ব্রহ্মস শব্দের থেকে দ্রুতগতিতে 400 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে।


14. Bengal Peerless Housing Development Company Limited এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ সৌরভ গাঙ্গুলী✓

ⓑ রাহুল দ্রাবিড়

ⓒ মহেন্দ্র সিং ধোনি

ⓓ সচিন তেন্দুলকার

Residential Project Abhidipta 2 এর প্রচার এর নেতৃত্ব দেবেন তিনি।

বর্তমানে BCCI এর সভাপতি পদে নিযুক্ত আছেন সৌরভ গাঙ্গুলী।

❖ 2004 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান।









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...