Monday, October 5, 2020

Bengali Current Affairs 6th October, 2020

 


Bengali Current Affairs 6th October, 2020

1.কোন সংস্থা Covid-19 vaccine portal লঞ্চ করল?

ⓐ AIIMS

ⓑ WHO

ⓒ ICMR✓

ⓓ CSRI

ICMR full form: Indian Council of Medical Research

 ICMR Headquarter: New Delhi

 Leader: Balram Bhargava

 Founder: Government of India

 Founded: 1911


2.পেনশন সাবমিশন এবং ট্র্যাক করতে 'কৃতজ্ঞতা' পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ আসাম✓

ⓑ মনিপুর

ⓒ গুজরাট

ⓓ মেঘালয়

 রাজধানী- দিসপুর

 মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

 রাজ্যপাল- জগদীশ মুখী


3.উত্তর বঙ্গোপসাগরে ভারতীয় নেভির সাথে 'বঙ্গ সাগর' নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কোন দেশ?

ⓐ মায়ানমার

ⓑ বাংলাদেশ✓

ⓒ শ্রীলংকা

ⓓ অস্ট্রেলিয়া

 এই দ্বিপাক্ষীয়  সামুদ্রিক নৌ-মহড়া বঙ্গসাগর উত্তর বঙ্গোপসাগরে 13 ই অক্টোবর থেকে 5 ই অক্টোবর অনুষ্ঠিত হবে।

 এবারে দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে

 রাজধানী- ঢাকা

 মুদ্রার নাম- টাকা

 প্রধানমন্ত্রী- শেখ হাসিনা


4.সম্প্রতি প্রয়াত পুষ্পা ভাবে কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সাংবাদিকতা

ⓑ সঙ্গীত

ⓒ সমাজকর্মী✓

ⓓ পরিবেশকর্মী

 তিনি রাষ্ট্র সেবা দলের সঙ্গে যুক্ত ছিলেন

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮১ বছর


5.সম্প্রতি 'গান্ধী আওয়ার্ড' এর জন্য মনোনীত হলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ সঞ্জয় সিং✓

ⓒ সুজয় মেহতা

ⓓ অরবিন্দ কেজরিয়াল

 তিনি রাজ্য সভার সদস্য এবং আম আদমি পার্টির নেতা।


6.কারাবন্দীদের জন্য 'রেডিও প্রিজন' লঞ্চ করলো কোন জেল?

ⓐ সবরমতি সেন্ট্রাল জেল✓

ⓑ কলকাতা জেল

ⓒ আন্দামান জেল

ⓓ তিহার জেল

 এটি আহমেদাবাদে অবস্থিত।

 শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য কারাবন্দীদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।


7.কোন মাসকে বক্ষ ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালন করা হয়?

ⓐ সেপ্টেম্বর

ⓑ অক্টোবর✓

ⓒ নভেম্বর

ⓓ মার্চ


8.কোন রাজ্য কৃষকের বাড়িতে সার এবং কীটনাশক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ গুজরাট

ⓒ পাঞ্জাব

ⓓ হরিয়ানা

 মুখ্যমন্ত্রী- জগন মোহন রেড্ডি

 রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন


9.তফশিলী জাতভুক্ত শিক্ষার্থীদের জন্য Ambedkar Social Innovation Incubation Mission লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ অর্জুন মুন্ডা

ⓒ থাওয়ারচাঁদ গেহলট✓

ⓓ কিরেন রিজিজু

 তিনি বর্তমানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী।


10.সম্প্রতি কী নামে ইন্ডিয়ান কোস্ট গার্ডের পেট্রোলচালিত জাহাজটি কলকাতা থেকে যাত্রা শুরু করলো?

ⓐ ইন্দিরা

ⓑ সংকল্প

ⓒ কনকলতা বড়ুয়া✓

ⓓ কাদম্বরী

 ইন্ডিয়ান কোস্ট গার্ডের হেড কোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৭৮ সালের ১৮ই আগস্ট

 বর্তমান ডিরেক্টর জেনারেল- কৃষ্ণস্বামী নটরাজন


11. 2020 সালের 2 অক্টোবর স্বচ্ছ ভারত মিশন কত বছর পূর্ণ হল?

ⓐ 3 বছর

ⓑ 6 বছর✓

ⓒ 8 বছর

ⓓ 4 বছর

 স্বচ্ছ ভারত অভিযান ২০১৪ খ্রিষ্টাব্দে ভারত সরকার দ্বারা প্রচলিত একটি জাতীয় প্রকল্প যার মাধ্যমে দেশের ৪০৪১টি শহরের সড়ক এবং পরিকাঠামোকে পরিষ্করণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে।

 ২০১৪ খ্রিষ্টাব্দের ২রা অক্টোবর নূতন দিল্লির রাজঘাট সমাধি পরিসরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রাস্তা পরিষ্কার করেন।

 স্বচ্ছ ভারত অভিযানের স্লোগান-one step towards cleanliness


12. সুইডেনে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ Tanmaya Lal✓

ⓑ Rajesh Khullar

ⓒ Sameer Kumar Khare

ⓓ Pritam Gupta

 সুইডেন এর রাজধানী: স্টকহোম৷ 

 সুইডেনের প্রধানমন্ত্রী :স্তেফান লোফভেন

 সুইডেনের মুদ্রা : Swedish krona


13.  Indo American chamber of commerce ( IACC) এর নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হলেন?

ⓐ অংশুমান শর্মা

ⓑ শ্রী অপূর্ব চন্দ্র

ⓒ রমেশ গুপ্ত

ⓓ পূর্ণচন্দ্র রাও সুরাপানেনি✓

 IACC প্রতিষ্ঠা: 1968


14. কে Indian newspaper society এর সভাপতি পদে নিযুক্ত হলেন?

ⓐ Sushil Gupta

ⓑ Ramesh Gupta

ⓒ L.Adimoolam✓

ⓓ Apurva Chandra

 The Indian Newspaper Society (INS) acts as the central organization of the Press of India.

 The society was founded February 27, 1939; 81 years ago

Headquarters :Rafi Marg, New Delhi









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...