Wednesday, October 7, 2020

Bengali Current Affairs 8th October, 2020

 


Bengali Current Affairs 8th October, 2020

1. পদার্থবিজ্ঞানে 2020 সালে কাদের নোবেল পুরস্কার দেওয়া হবে?

ⓐ আন্দ্রেয়া মিয়া গেজ

ⓑ রজার পেনরোজ

ⓒ রেইনহার্ড গেঞ্জেল

ⓓ উপরের সব কটি✓

 মহাবিশ্বের অন্যতম বিস্ময় ব্ল্যাকহোলের গঠনে সাধারণ আপেক্ষিকতার ভূমিকা নিয়ে গবেষণার জন্য  তারা নোবেল পুরস্কার পেলেন। 

 নোবেল পুরস্কারের অর্ধেকটা পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক রজার পেনরোজ।  বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে। 

 তাঁরা দুজন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারী এক ধরনের বস্তু (সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট) আবিষ্কার করেছেন৷

 2019সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল জয় করেছিলেন জেমস পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ


2. রসায়ন শাস্ত্রে 2020 সালে কাদের নোবেল পুরস্কার দেওয়া হবে?

ⓐ এমমানুয়েল চার্পেনিয়ার

ⓑ জেনিফার এ দৌদনা

ⓒ রেইনহার্ড গেঞ্জেল

ⓓ a এবং b উভয়✓


 রসায়ন শাস্ত্রে এবারের নোবেল পুরস্কার পেলেন একজন মার্কিন ও একজন ফরাসি বিজ্ঞানী। 

 পুরস্কারপ্রাপ্ত দুজন হলেন ফরাসি নাগরিক এমমানুয়েল চার্পেনিয়ার এবং মার্কিন নাগরিক জেনিফার এ দৌদনা

 ২০১৯ সালে রসায়ন শাস্ত্রে  নোবেল পুরস্কারজন পেয়েছিলেন বি. গুডএনাফ, এম. স্ট্যানলি হুইটিংহ্যাম,আকিরা ইয়োশিনো  


3 .‘World Space Week’ পালন করা হয় কবে?

ⓐ ১লা অক্টোবর-৬ই অক্টোবর

ⓑ ৪ঠা অক্টোবর-১০ই অক্টোবর✓

ⓒ ৩রা অক্টোবর-৯ই অক্টোবর

ⓓ ৬ই অক্টোবর-১৩ই অক্টোবর

 ২০২০ সালের থিম হলো-‘Satellites Improve Life.’


4.ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ‘SS Kalpana Chawla Cargo Spacecraft’ লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা?

ⓐ ISRO

ⓑ NASA✓

ⓒ ESA

ⓓ JAXA

 NASA-এর পুরো কথা- National Aeronautics and Space Administration

 হেডকোয়াটার- ওয়াশিংটন

 প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর

 বর্তমান অ্যাডমিনিস্টেটর- Jim Bridenstine


5. "Discovering The Heritage of Assam" বইটির লেখক কে?

ⓐ পদ্মপাণি বোরা✓

ⓑ রাকেশ বউরা

ⓒ রিতেশ বড়ুয়া

ⓓ বিমল জানা

 The Union Minister of State (Independent Charge) Development of North Eastern Region (DoNER), Dr Jitendra Singh has released a Coffee Table Book on “Discovering the Heritage of Assam”, written by Padampani Bora and having foreword by Amitabh Bachchan.  

 বইটিতে আসামে বসবাসরত বিভিন্ন জাতিগত উপজাতি এবং উপশ্রেণীর ঐতিহ্য, বিশ্বাস চিত্রিত হয়েছে।

 পদ্মপাণি বোরার এই বইটি অসমের অনাবৃত বিষয়গুলির মহিমা ও গৌরব বুঝতে সাহায্য করবে।

 লেখক পদ্মপাণি বোরা পেশায় Indian Revenue Service (IRS-2009 batch) এর একজন কর্মকর্তা ,কিন্তু কয়েক বছর ধরে নিজেকে একজন দক্ষ লেখক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

6.বায়ু দূষণ রোধ করতে ‘Yudh Pradushan ke Virudh’ ক্যাম্পেইন লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ মহারাষ্ট্র

ⓑ দিল্লি✓

ⓒ কর্নাটক

ⓓ কেরালা

 মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল

 রাজ্যপাল- অনিল বৈজাল

7. ‘গ্রাম সম্পর্ক অভিযান’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Punjab National Bank✓

ⓑ Small Finance Bank

ⓒ State Bank of India

ⓓ ICICI Bank


 হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৮৯৪ সালের ১৯শে মে

 বর্তমান CEO- S. S. Mallikarjuna Rao


8.Forbes’ Highest-paid Actors of 2020 তালিকায় প্রথমস্থানে আছে কোন অভিনেতা?

ⓐ Jim Carrey

ⓑ Dwayne Johnson✓

ⓒ Tom Cruise

ⓓ Brad Pitt

 তিনি কানাডিয়ান-আমেরিকান অভিনেতা

 তাঁর উপার্জনের পরিমান ৮৭.৫ মিলিয়ন ডলার।


9.ভারতের প্রথম ১০০% সৌরবিদ্যুৎ চালিত এয়ারপোর্ট হলো কোনটি?

ⓐ মুম্বাই এয়ারপোর্ট

ⓑ পুদুচেরী এয়ারপোর্ট✓

ⓒ কলকাতা এয়ারপোর্ট

ⓓ লক্ষ্ণৌ এয়ারপোর্ট

  Lieutenant Governor : কিরণ বেদি 

 Chief Minister: V. Narayanasamy


10.সম্প্রতি প্রয়াত Anantkumar Surendraray Dave(অনন্তকুমার সুরেন্দ্রয় ডেভ),  কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সাংবাদিকতা

ⓑ বিচারপতি✓

ⓒ অভিনয়

ⓓ সঙ্গীত

 তিনি গুজরাট হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন।


11.কলকাতার ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কে?

ⓐ মমতা ব্যানার্জী

ⓑ পিযুষ গোয়েল✓

ⓒ জগদীপ ধনকর

ⓓ নরেন্দ্র মোদী

 তিনি ভারতের বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী।


12.করোনা ভাইরাস ছড়ানো রুখতে ‘No Mask, No Ride’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ দিল্লি

ⓓ মেঘালয়


 মূলত মহারাষ্ট্রের সংলি জেলার পুলিশ এই পদক্ষেপ নিয়েছেন।

 রাজধানী- মুম্বাই

 মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray

 রাজ্যপাল- Bhagat Singh Koshyari


13. World Animal Day কবে পালিত হয়?

ⓐ 2 অক্টোবর

ⓑ 3 অক্টোবর

ⓒ 4 অক্টোবর✓

ⓓ 5 অক্টোবর

 বিপন্ন প্রজাতির জীব জন্তু সুরক্ষা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

 বিশ্ব প্রাণী দিবস বিশ্বের সমুদয় প্রাণীকূলের অধিকার এবং কল্যাণের জন্য পালন করা একটি আন্তৰ্জাতিক দিবস, যা প্ৰতি বছর অক্টোবর মাসের ৪ তারিখে পালন করা হয়।


14 . কোন ব্যবসায়ী Indo - American Chamber of Commerce (IACC) দ্বারা lifetime achievement award 2020 তে ভূষিত হলো?

ⓐ রতন টাটা✓

ⓑ মুকেশ আম্বানি

ⓒ আজিম প্রেমজি

ⓓ রাধাকৃষ্ণ দামানি


15. World habitat day 2020 কবে পালিত হয়?

ⓐ 2 অক্টোবর

ⓑ 3 অক্টোবর

ⓒ 4 অক্টোবর

ⓓ 5 অক্টোবর✓

 প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এই দিবস পালিত হয়।

 উদ্দেশ্য : রাজ্যের শহর এবং নগরের উপযুক্ত বাসস্থানে প্রাথমিক অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা।

 Theme : " housing for all - a better urban future"


16. কোন রাজ্যের বিখ্যাত লঙ্কা " Dalle Khursani "  জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (G.I) ট্যাগ পেল?

ⓐ দার্জিলিং

ⓑ জম্মু-কাশ্মীর

ⓒ সিকিম✓

ⓓ ঝারখান্ড

 এই লঙ্কার দাম বর্তমানে বাজারে 480 টাকা কেজি।

  সিকিমের রাজধানী- গ্যাংটক

 সিকিমের মুখ্যমন্ত্রী : প্রেম সিং তামাং

সিকিমের রাজ্যপাল : গঙ্গা প্রসাদ













No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...