Tuesday, October 6, 2020

Bengali Current Affairs7th October, 2020

 


Bengali Current Affairs 7th October, 2020

1.বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়?

ⓐ ৫ই সেপ্টেম্বর

ⓑ ৫ই অক্টোবর✓

ⓒ ৫ই জুন

ⓓ ৫ই মার্চ

২০২০ সালের থিম হলো- "Teachers: Leading in Crisis, Reimagining the Future"


2. 2020সালে চিকিৎসা ক্ষেত্রে কাদের নোবেল পুরস্কার দেওয়া হবে?

ⓐ হার্ভে জে অল্টার

ⓑ চার্লস এম রাইস

ⓒ মাইকেল হোগটন

ⓓ উপরে সবাই✓

 চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী হার্ভি জে অল্টার, মাইকেল হোগটন ও চার্লস এম রাইস

 ‘হেপাটাইটিস সি ভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য আবিস্কারে জন্য’ হার্ভি জে অল্টার, মাইকেল হোগটন ও চার্লস এম রাইসকে যৌথভাবে নোবেলে ভূষিত করা হয়েছে।

 নোবেল জুরি বোর্ড জানিয়েছে, আমেরিকান হার্ভি জে অল্টার একা পুরস্কারের অর্ধেক এবং অধ্যাপক চার্লস এম রাইস ও ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হোগটন দুইজনে মিলে পাবেন বাকি অর্ধেক।

 তিনজনকে ‘রক্তজনিত হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে নির্ধারিত অবদানের জন্য’ সম্মানিত করা হয়েছে। এটি একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা। যা সারাবিশ্বের মানুষের মধ্যে সিরোসিস এবং লিভারের ক্যানসার সৃষ্টি করে।

 এ তিন বিজ্ঞানী দুরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বের করেছেন। যা থেকে রক্ত পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিস্কার সম্ভব হয়েছে।

 ২০১৯ সালে চিকিৎসায় নোবেল পান তিনজন। তারা হলেন- উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।  অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেওয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে গতবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পান মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী।


2.সম্প্রতি 'One Nation One Ration Card' স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হলো কোন দুটি রাজ্য?

ⓐ কেরালা ও তামিলনাড়ু

ⓑ তামিলনাড়ু ও অরুণাচল প্রদেশ✓

ⓒ হিমাচল প্রদেশ ও সিকিম

ⓓ আসাম ও ত্রিপুরা

 তামিলনাড়ুর রাজধানী : চেন্নাই

 তামিলনাড়ুর রাজ্যপাল : বানওয়ারীলাল পুরোহিত

 তামিলনাড়ু মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি কে. পালানিসামি

 অরুণাচল প্রদেশের রাজধানী : ইটানগর

 অরুণাচল প্রদেশের রাজ্যপাল : B. D. Mishra

 অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী: প্রেমা খান্ডু

 অরুণাচল প্রদেশের রাষ্ট্রীয় পাখি : গ্রেট হর্নবিল

 রাষ্ট্রীয় বৃক্ষ : হোলোঙ

 রাষ্ট্রীয় ফুল : রেটুসা


3.National Institute Of Naturopathy-এর ট্রাইবাল ইউনিট স্থাপিত হল কোথায়?

ⓐ মুম্বাই

ⓑ পুনে✓

ⓒ নিউ দিল্লি

ⓓ লক্ষ্ণৌ


4.অন্যান্য ভাষার সাথে সাথে এবার সংস্কৃত ভাষায় সরকারী প্রেসের সংবাদ ও মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ করবে কোন রাজ্য?

ⓐ পাঞ্জাব

ⓑ গুজরাট

ⓒ উত্তর প্রদেশ✓

ⓓ পশ্চিমবঙ্গ

 রাজধানী- লক্ষ্ণৌ

 মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


5.পঞ্চায়েত গুলোকে ডিজিটাল করতে 'গ্রাম দর্শন' প্লাটফর্ম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ পাঞ্জাব

ⓑ হরিয়ানা✓

ⓒ আসাম

ⓓ উরিশ্যা

 রাজধানী- চন্ডিগড়

 মুখ্যমন্ত্রী- মনোহরলাল খট্টার

 রাজ্যপাল- সত্যদেব নারায়ণ আর্য


6.International Online Shooting এ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতল কে?

ⓐ অভিনব বিন্দ্রা

ⓑ বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান✓

ⓒ সৌরভ শর্মা

ⓓ সুজন কুমার

 সে ১৬ বছর বয়সী ভারতীয় শ্যুটার।


7.Forbes’ highest-paid actress of 2020 তালিকায় প্রথমস্থানে কোন অভিনেত্রী?

ⓐ সোফিয়া ভার্গারা✓

ⓑ সেলেনা গোমেজ

ⓒ এলিসা কাথবেট

ⓓ ইমিলি ব্লান্ট

 তিনি আমেরিকান-কলম্বিয়ান অভিনেত্রী।

 তাঁর বার্ষিক উপার্জন ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।


8.সম্প্রতি প্রয়াত মিষ্টি মুখার্জি, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত

ⓑ নৃত্য

ⓒ অভিনয়✓

ⓓ টেবিল টেনিস

'Kaanchi: The Unbreakable' ছবির মাধ্যমেই বলিউডে তাঁর প্রবেশ।

 হিন্দির পাশাপাশি বাংলা এবং তেলেগু ছবি ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ২৭ বছর


9.‘2020 Right Livelihood Award’ পাচ্ছেন কয়টি দেশের সমাজকর্মী?

ⓐ ৫টি

ⓑ ৪টি✓

ⓒ ৩টি

ⓓ ২টি

পাচ্ছেন বেলারুসের Ales Bialiatski (অ্যালেস বিয়ালিয়াটস্কি), ইরানের Nasrin Sotoudeh (নাসরিন সোতৌদেহ), যুক্তরাষ্টের Bryan Stevenson (ব্রায়ান স্টিভেনসন) এবং নিকারাগুয়ার Lottie Cunningham Wren(লটি কানিংহাম ওয়ারেন)


10.‘The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids’ শিরনামে শিশুদের জন্য প্রথম বই লিখলেন কে?

ⓐ বিষ্ণু কেতন

ⓑ আনন্দ নীলাকান্তন✓

ⓒ অরুন্ধতী রায়

ⓓ সুশোভন বক্সী


11. কোন সংস্থা "Delhi Meerut regional rapid transit system (RRTS) এর জন্য 500 মিলিয়ন ডলার লোন অনুমোদন করলো? 

ⓐ World Bank

ⓑ NDB✓

ⓒ ADB

ⓓ AIIB

 NDB full form : New Development Bank

 Headquarters location: Shanghai, China

 Founder: BRICS

 Founded: 15 July, 2014

President : Marcos Prado Troyjo (মার্কোস প্রাদো ট্রয়জো)


12. বিরাট কোহলি ও সুরেশ রায়নার পর কোন ভারতীয় ব্যাটসম্যান তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে পাঁচ হাজার রান অতিক্রম করল (192 ম্যাচে)?

ⓐ আম্বাতি রাইডু

ⓑ মায়াঙ্ক আগারওয়াল

ⓒ রোহিত শর্মা✓

ⓓ হার্দিক পান্ডিয়া

রোহিত শর্মা 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান।


13. কোন মহিলা Military Nursing Services এর এডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন?

ⓐ প্রীতি সিং

ⓑ মনালি সিং

ⓒ সোনালী মন্ডল

ⓓ সোনালী ঘোষাল✓


14.সম্প্রতি 'One Nation One Ration Card' স্কিমের আওতায়
অন্তর্ভুক্ত হলো কোন দুটি রাজ্য?

ⓐ কেরালা ও তামিলনাড়ু
ⓑ তামিলনাড়ু ও অরুণাচল প্রদেশ
ⓒ হিমাচল প্রদেশ ও সিকিম
ⓓ আসাম ও ত্রিপুর

 তামিলনাড়ুর রাজধানী : চেন্নাই
 তামিলনাড়ুর রাজ্যপাল : বানওয়ারীলাল পুরোহি
 তামিলনাড়ু মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি কে. পালানিসামি
 অরুণাচল প্রদেশের রাজধানী : ইটানগর
 অরুণাচল প্রদেশের রাজ্যপাল : B. D. Mishra
 অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী: প্রেমা খান্ডু
 অরুণাচল প্রদেশের রাষ্ট্রীয় পাখি : গ্রেট হর্নবিল
 রাষ্ট্রীয় বৃক্ষ: হোলোঙ
 রাষ্ট্রীয় ফুল : রেটুসা








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...