H/W 22nd November, 2020
১) আসামের নতুন চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?
- জিষ্ণু বড়ুয়া
২) কোন শহরে রানী পদ্মাবতীর একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে?
- ভূপাল
Bengali Current Affairs 23rd November, 2020
1.‘বিশ্ব টেলিভিশন দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
ⓐ ২০শে নভেম্বর
ⓑ ২১শে নভেম্বর✓
ⓒ ২২শে নভেম্বর
ⓓ ২১শে অক্টোবর
▣ ১৯৯৬ সালে এই দিনটি পালনের ঘোষণা করে জাতি সংঘ।
▣ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড-এর টেলিভিশন আবিষ্কারের দিনটি ছিলো ২১ নভেম্বর। তার প্রতি শ্রদ্ধা রেখে ১৯৯৬ সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
2. সম্প্রতি India-Thai Coordinated Patrol (CORPAT)-এর কততম সংস্করণ অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান নেভি ও রয়াল থাই নেভির মধ্যে?
ⓐ ২৯তম
ⓑ ৩০তম✓
ⓒ ২৫তম
ⓓ ৩১তম
▣ থাইল্যান্ডের রাজধানী : ব্যাংকক
▣ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী :প্রযুত চান-ও-চা
▣ থাইল্যান্ডের মুদ্রা : বাট
3. ভারত ও কোন দেশের প্রধানমন্ত্রী Rupay Card Phase -ll লঞ্চ করল?
ⓐ নেপাল
ⓑ ভুটান✓
ⓒ বাংলাদেশ
ⓓ শ্রীলংকা
▣ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রীর লোটে শেরিং যৌথভাবে Rupay Card Phase -ll লঞ্চ করল।
4. কোন দিনটি প্রতিবছর World Fisheries Day হিসেবে পালিত হয়?
ⓐ 19 নভেম্বর
ⓑ 20 নভেম্বর
ⓒ 21 নভেম্বর✓
ⓓ 22 নভেম্বর
▣ এবছর চতুর্থবার World Fisheries Day পালন করা হলো।
5. কোন দিনটি বিশ্ব দর্শন দিবস ( World Philosophy Day) হিসেবে পালিত হয়?
ⓐ 19 নভেম্বর✓
ⓑ 20 নভেম্বর
ⓒ 21 নভেম্বর
ⓓ 22 নভেম্বর
▣ ইউনেস্কো ২০০২ সাল থেকে ‘বিশ্ব দর্শন দিবস’ পালন করে আসছে।
▣ প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার দর্শন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ দিবসটি পালন করা হয়।
▣ এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- “The importance of philosophy in times of crisis” অর্থাৎ “সংকটে দর্শনের প্রয়োজনীয়তা”।
▣ UNESCO full form : United Nations Educational, Scientific and Cultural Organization
6.মেঘালয়ের পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নতির জন্য ১২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে কোন সংস্থা?
ⓐ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
ⓑ বিশ্ব ব্যাঙ্ক✓
ⓒ আন্তর্জাতিক মুদ্রা তহবিল
ⓓ জাতি সংঘ
▣ হেডকোয়াটার- ওয়াশিংটন
▣ প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৪৪
▣ বর্তমান প্রেসিডেন্ট- ডেভিড মালপাস
▣ মেঘালয়ের রাজধানী- শিলং
▣ মুখ্যমন্ত্রী- কনরাড সাংমা
▣ রাজ্যপাল- সত্যপালমালিক
7.২০৩০ সাল থেকে সমস্ত ডিজেল ও পেট্রোলচালিত গাড়ি বিক্রি ব্যান করবে কোন দেশ?
ⓐ যুক্তরাষ্ট্র
ⓑ যুক্তরাজ্য✓
ⓒ ফ্রান্স
ⓓ জাপান
▣ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়েই যুক্তরাজ্য গঠিত
▣ রাজধানী- লন্ডন
▣ মুদ্রার নাম- পাউন্ড স্টারলিং
▣ প্রধানমন্ত্রী- বরিস জনসন
8.প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘দিব্যাঙ্গজন শক্তিকরণ যোজনা’ লঞ্চ করছে কোন রাজ্য?
ⓐ হরিয়ানা
ⓑ পাঞ্জাব✓
ⓒ গুজরাট
ⓓ উত্তরপ্রদেশ
▣ রাজধানী- চন্ডিগড়
▣ মুখ্যমন্ত্রী- Amarinder Singh
▣ রাজ্যপাল- V. P. Singh Badnore
9.নবগঠিত ১৭তম বিহার বিধানসভার স্পিকার হিসাবে শপথ গ্রহণ করলেন কে?
ⓐ ফাগু চৌহান
ⓑ জিতন রাম মানঝি✓
ⓒ দ্রৌপদী মুর্মু
ⓓ কণিষ্ক চোপড়া
▣ তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী(২৩তম) ছিলেন
▣ ২০১৪ সালের ২০শে মে থেকে ২০১৫ সালের ২০শে ফেব্রুয়ারী পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী পদে ছিলেন
▣ বিহারের রাজধানী- পাটনা
▣ বর্তমান মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার
▣ রাজ্যপাল- ফাগু চৌহান
10. ‘World’s Best Cities 2021’ তালিকায় শীর্ষস্থানে আছে কোন শহর?
ⓐ দিল্লি
ⓑ লন্ডন✓
ⓒ প্যারিস
ⓓ ওসাকা
▣ এই তালিকায় ভারতের একটিই শহর স্থান পেয়েছে, সেটি হল দিল্লি, যার স্থান ৬২
11. "Reporting India : My seveny years Journey as a journalist বইটির লেখক কে?
ⓐ রাজনাথ সিং
ⓑ প্রেম প্রকাশ✓
ⓒ অজিত বন্দোপাধ্যায়
ⓓ কিরেন রিজিযু
12. কোন নন ব্যাংকিং সংস্থা American express (Amex) কার্ড লঞ্চ করল?
ⓐ MobiKwik✓
ⓑ Muthoot finance Limited
ⓒ Cholamandalam
ⓓ কোনোটিই নয়
▣ Mobikwik Founded : April 2009
▣ CEO: Bipin Preet Singh
▣ Headquarters : Gurugram
▣ Founder : Bipin Preet Singh, Upasana taku
13. 2020 সালে নির্মাতা হিসেবে JNA Award জিতল?
ⓐ Tata motors Limited
ⓑ Emerald Jewel Industry India Limited✓
ⓒ Hindustan Unilever Limited
ⓓ ITC
▣ JNA Award হল গহনা ও রত্ন ব্যবসার অন্যতম সম্মানজনক পুরস্কার।
14. National newborn week (জাতীয় নবজাতো সপ্তাহ ) হিসেবে পালিত হল-
ⓐ 15 থেকে 21 নভেম্বর✓
ⓑ 16 থেকে 22 নভেম্বর
ⓒ 15 থেকে 22 ডিসেম্বর
ⓓ 2 থেকে 9 নভেম্বর
▣ সদ্যোজাত শিশুর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবংসদ্যোজাত শিশুর মৃত্যু হার কমানোর সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর এই সপ্তাহ পালিত হয়।
▣ Theme 2020 : Quality Equity Dignity for every newborn at every health facility and everywhere.
Question of the Day
১) কোন মালায়লাম লেখক সাহিত্যে JCB Prize 2020 পেলেন?
২) Sasindran Kallinkeel(সাসিন্দ্রন কলিনকিল) -এর রচিত উপন্যাস ‘Rasaathi’(রসাতী ) কোন সম্প্রদায়ের উপর লেখা?
।।
No comments:
Post a Comment