Wednesday, March 3, 2021

General Science পর্ব -১৬ Topic - রসায়নবিদ্যা (অ্যাসিড, ক্ষার এবং লবণ)


General Science   পর্ব -১৬
Topic - রসায়নবিদ্যা (অ্যাসিড, ক্ষার এবং লবণ)
  
১) অ্যাসিডের সঙ্গে ক্ষার এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ?

ক) এস্টার
খ) অ্যালকোহল
গ) লবণ ✓
ঘ) কোনোটিই নয়


২) নিচের কোনটিতে ম্যালিক এসিড পাওয়া যায়?

ক) আপেল ✓
খ) ভিনিগার
গ) দুধ
ঘ) লেবু

৩) নিচের কোনটিতে টারটারিক অ্যাসিড থাকে?

ক) আপেল
খ) তেতুল✓
গ) কমলালেবু 
ঘ) টমেটো

৪)  চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়?

ক) অক্সালিক অ্যাসিড
খ) নাইট্রিক অ্যাসিড
গ) বোরিক অ্যাসিড ✓
ঘ) কোনোটিই নয়

৫) ফরমিক অ্যাসিড কোথায় পাওয়া যায়?

ক) লাল পিঁপড়ে ✓
খ) ফ্যাট
গ) ভিনেগার
ঘ) কমলালেবু

৬) প্রশম দ্রবণের pH হলো -

ক) 8
খ) 5
গ) 7✓
ঘ) 13

৭) ভিটামিন সি এর উৎস হল-

ক) নাইট্রিক অ্যাসিড
খ) এসকরবিক অ্যাসিড✓
গ) অক্সালিক অ্যাসিড
ঘ) ম্যালিক এসিড

৮) দ্রবণের লাল লিটমাসের পেপার ডোবালে যদি বর্ণ পরিবর্তিত হয়ে নীল বর্ণে পরিণত হয় তাহলে ওই দ্রবন টি হলো-

ক) ক্ষার ✓
খ) অ্যাসিড
গ) লবণ
ঘ) কোনোটিই নয়

৯) নোংরা পাত্র পরিষ্কার করার জন্য কোন অ্যাসিডব্যবহৃত হয়?

ক) বোরিক অ্যাসিড
খ) ফরমিক অ্যাসিড
গ) অক্সালিক অ্যাসিড ✓
ঘ) কোনোটিই নয়

১০) ওয়াইন এর (Wine) pH মান কত?

ক) 6.5
খ) 2.8✓
গ) 8.5
ঘ) 7.0

১১) ক্ষারীয় দ্রবণের pH এর মান কত?

ক) < 7
খ) 7
গ) >7✓
ঘ) কোনোটিই নয়

১২) মানুষের রক্তের pH মান কত?

ক) 8.25-8.35
খ) 7.35-7.45
গ) 4.0-4.5
ঘ) 6.45-6.55

১৩) সমুদ্রের লবণাক্ত জলের pH মান কত?

ক) 8.5 ✓
খ) 2.6
গ) 3.0
ঘ) 2.5

১৪) যে দ্রবণ নীল লিটমাস এর বর্ণ লাল বর্ণে পরিণত করে তা হল-

ক) অ্যাসিড ✓
খ) ক্ষার
গ) প্রশম
ঘ) লবণ

১৫) দুধের pH মান কত?

ক) 2.4
খ) 3. 8
গ) 6.6✓
ঘ) 8.8

১৬) নিচের কোনটিতে অ্যাসিডিক হাইড্রোজেন বর্তমান?

ক) অ্যাসিটিলিন✓
খ) ইথেন
গ) বেনজিন
ঘ) মিথেন

১৭) লেড অ্যাসিড ব্যাটারীতে কোন অ্যাসিড থাকে?

ক) অক্সালিক অ্যাসিড
খ) নাইট্রিক অ্যাসিড
গ) সালফিউরিক অ্যাসিড ✓
ঘ) হাইড্রোক্লোরিক অ্যাসিড

১৮) ভিনেগারের রাসায়নিক নাম কি? WBCS prelims 2018

ক) সোডিয়াম নাইট্রেট
খ) লঘু  অ্যাসিটিক অ্যাসিড ✓
গ) ক্লোরাইড অব লাইম
ঘ) ক্যালসিয়াম


১৯) ফেনোফথ্যালিন এর সঙ্গে কি মিশিয়ে বিলীয়মান রং তৈরি করা যায় ? Miscellaneous 2013

ক) কার্বন ডাই অক্সাইডের মিশ্রিত জল
খ) সালফিউরিক অ্যাসিড
গ) কস্টিক সোডার লঘু দ্রবণ
ঘ) অ্যামোনিয়ার লঘু দ্রবন ✓


২০) কোন অ্যাসিড এককভাবে সোনাকে দ্রবীভূত করতে পারে?

ক) নাইট্রিক অ্যাসিড✓
খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
গ) সেলেনিক অ্যাসিড
ঘ) অম্লরাজ


২১) কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে কোন পদার্থ কে কাঁচের পাত্রে রাখা যায় না ?

ক) নাইট্রিক অ্যাসিড
খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
গ) হাইড্রোফ্লুরিক অ্যাসিড✓
ঘ) সালফিউরিক অ্যাসিড


২২) রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো- WBCS prelims 2017

ক) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড✓
খ) সোডিয়াম স্যালিসাইলেট
গ) মিথাইল স্যালিসাইলেট
ঘ) ইথাইল স্যালিসাইলেট


২৩) কোন বস্তু উত্তপ্ত  হওয়ার ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? WBCS prelims 2018

ক) গ্রাফাইট
খ) জিপসাম✓
গ) জিংক
ঘ) লেড


২৪) অ্যাসিড বৃষ্টির মূল কারণ কি? WBCS main 2018

ক) কার্বন
খ) নাইট্রোজেন অক্সাইড ✓
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ)  জল

২৫) নিচের কোনটি কার্বলিক অ্যাসিড? WBCS main 2018

ক) বেনজয়িক
খ) থ্যালিক এসিড
গ) ফেনল ✓
ঘ) মিথেন




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...