Saturday, April 24, 2021

Bengali Current Affairs 22nd April, 2021

 


Bengali Current Affairs 22nd April, 2021

1. কোন বিদেশী ব্যাঙ্ক ভারতে গ্রাহক পরিষেবা বন্ধ করার নির্নয় নিয়েছে?

[A] Abu Dhabi Bank

[B] DBS Bank

[C] Bank of America

[D] Citibank✓


2. সম্প্রতি কোন রাজ্য “জল জীবন মিশন” -এর অধীনে 2022 সালের মধ্যে 25 লক্ষ নল কানেকশন (Tap Water) দেওয়ার যোজনা শুরু করেছে?

[A] বিহার

[B] কর্ণাটক✓

[C] উত্তরপ্রদেশ

[D] মিজোরাম


3. সম্প্রতি মোবাইল ফোন নির্মাতা সংস্থা “Tecno” কাকে ভারতীয় ব্র্যান্ড এম্বাসেডর নিযুক্ত করেছেন?

[A] সোনু সুদ

[B] আয়ুষ্মান খুরানা✓

[C] বিরাট কোহলি

[D] সচিন টেন্ডুলকার


4. কোন অভিনেত্রী Champions of Change Award 2021 এ মনোনীত হলেন ?

      (a) অনুষ্কা শর্মা

      (b) বিদ্যা বালান

      (c) মাধুরী দীক্ষিত

      (d) হেমা মালিনী✓

5. গোয়া -এর নতুন রাজ্যপাল পদে কে নিযুক্ত হবেন?

[A] বেবি রানী মৌর্য

[B] সুনীল অরোরা✓

[C] অজয় শেঠ

[D] তরুণ বাজাজ

 

6. 2021 AIBA Youth World Boxing Championships কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে ? 

      (a) পোল্যান্ড✓

      (b) রাশিয়া

      (c) উওর কোরিয়া

      (d) জাপান


7. 110 কোটি টাকার RO-PAX জেটি প্রকল্প কোন রাজ্যের ধর্মা (Dhamra) নদীর উপর গড়ে উঠতে চলেছে ?    

      (a) ওড়িশা✓

      (b) কেরালা

      (c) গোয়া

      (d) উওরপ্রদেশ


8. Uttar Pradesh Public Service Commission (UPPSC) -এর নতুন অধ্যক্ষ পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] মুকুল সিংহল

[B] সুনীল শর্মা

[C] দীপিকা মিত্তল

[D] সঞ্জয় শ্রীনেত✓



9. কোন দেশ 2021 সালে চন্দ্র মিশন “Luna 25” লঞ্চ করবে?

[A] জাপান

[B] ভারত

[C] ফ্রান্স

[D] রাশিয়া✓


10. সম্প্রতি কোন সংস্থা “Future of Talent” রিপোর্ট প্রকাশ করেছে?

[A] Twitter

[B] Linkedin✓

[C] Facebook

[D] Flip


11. সম্প্রতি 20 এপ্রিল তারিখে কোন দিনটি পালিত হয়েছে?

[A] International Nurses Day

[B] International Day of Families

[C] World Asthma Day

[D] Chinese Language Day✓


12. সম্প্রতি প্রয়াত ফিল্মমেকার -এর নাম কী?

[A] যশ চোপড়া

[B] প্রহ্লাদ কেশব অত্রে

[C] শ্যাম বেনেগাল

[D] সুমিত্রা ভাবে✓ 


13. “National Civil Service Day” কবে পালিত হয়?

[A] 19 এপ্রিল

[B] 20 এপ্রিল

[C] 21 এপ্রিল✓

[D] 22 এপ্রিল


14.The Christmas Pig এই বইটির লেখক কে ?

      (a) জে কে রাউলিং✓

      (b) চেতন ভগত

      (c) অরুন্ধতী রায়

      (d) আমিশ ত্রিপাঠী


15. ডিজিটাল অর্থ প্রদানের সুবিধার্থে ভারতীয় জীবন বীমা নিগম(LIC) কোন ই-কমার্স কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো ?

      (a) Paytm✓

      (b) Bhim pay

      (c) Google pay

      (d) Amazon pay


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...