Saturday, May 1, 2021

Bengali Current Affairs 30th April, 2021

 

Bengali Current Affairs 30th April, 2021

1.কলকাতা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ গোকুল দাস

ⓑ রাজেশ বিন্দাল✓

ⓒ মহেশ ভূপতি

ⓓ সঞ্জয় সমাদ্দার


2.প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক গুলোর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদাধিকারী ব্যক্তির কার্যকালের মেয়াদ কত বছর করলো রিজার্ভ ব্যাঙ্ক?

ⓐ ১২ বছর

ⓑ ১৩ বছর

ⓒ ১০ বছর

ⓓ ১৫ বছর✓


3.National Commodity and Derivatives Exchange (NCDEX)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ শলিল যাদব

ⓑ অরুণ রাস্তে✓

ⓒ মনোরঞ্জন খান্দেকার

ⓓ বিপুল শর্মা


4.সম্প্রতি প্রয়াত Krishnamurthy Santhanam (কৃষ্ণমূর্তি সান্থানম) কে ছিলেন?

ⓐ পরমাণু বিজ্ঞানী ✓

ⓑ সঙ্গীত শিল্পী

ⓒ চিত্রকর

ⓓ প্রাক্তন উপরাষ্ট্রপতি


5. ‘Covid Emergency Loan Scheme’ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ হরিয়ানা✓

ⓑ দিল্লি

ⓒ পাঞ্জাব

ⓓ মহারাষ্ট্র


6.World Cities Cultural Forum (WCCF)-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ পিযুষ গোয়েল

ⓒ অরবিন্দ কেজরীওয়াল✓

ⓓ নির্মলা সিথারামন


7. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন হ্রদের ডলফিন সংখ্যা গত এক বছরে দ্বিগুণ হয়েছে?

[A] সম্বর 

[B] চিলকা✓ 

[C] টিটিকাকা 

[D] উলার 


8. সম্প্রতি প্রকাশিত, “The Tale of the Horse: A History of India on Horseback” পুস্তকটি কে লিখেছেন?

[A] বিক্রম শেঠ

[B] যশস্বিনী চন্দ্রা✓

[C] অমিতাভ ঘোষ

[D] সতীশ চন্দ্রা


9. সম্প্রতি বৈজ্ঞানিকরা মিল্কিওয়ে আকাশগঙ্গা একটি ক্ষুদ্রতম ব্ল্যাকহোল আবিষ্কার করেছেন , এর নাম কি রাখা হয়েছে ?

[A] Blacksmith 

[B] The Unicorn ✓

[C] Galaxy 

[D] Fine Hole 

❖ পৃথিবী থেকে এর দূরত্ব 1500 আলোকবর্ষ।

10. কোন শহরে “Commonwealth Games 2022” অনুষ্ঠিত হবে?

[A] টোকিও, জাপান

[B] বার্মিংহাম, ইংল্যান্ড✓

[C] লুসানে, সুইজারল্যান্ড

[D] দিল্লী, ভারত


11. Afghanistan Cricket Board (ACB) -এর নতুন CEO পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] মোহাম্মদ বেজোম

[B] ইরফান পাঠান

[C] আলী খাঁ

[D] হামিদ সিনবাড়ি✓


12. নিম্নলিখিত কোন ভারতীয় গণিতজ্ঞের মৃত্যু বার্ষিকী 26 এপ্রিল তারিখে পালিত হয়?

[A] আর্যভট্ট

[B] সত্যেন্দ্রনাথ বোস

[C] প্রশান্ত চন্দ্র মহলানবীশ

[D] শ্রীনিবাসন রামানুজন✓


13. সম্প্রতি কোন বিদেশী ক্রিকেটার PM Care Fund -এ 50 হাজার মার্কিন ডলার দান করেছে?

[A] Kieron Polard

[B] AB de Villiers

[C] Kane Williamson

[D] Pat Cummins✓


14. বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্ট্যাডিয়াম কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?

[A] মেঘালয়

[B] অরুণাচল প্রদেশ

[C] হিমাচল প্রদেশ✓

[D] উত্তরাখন্ড



16. সম্প্রতি কোন রাজ্য ই-পঞ্চায়েত পুরষ্কার 2021 পেল? 

ⓐ উত্তর প্রদেশ ✓

ⓑ মহারাষ্ট্র 

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ উড়িষ্যা


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...