Saturday, May 1, 2021

Bengali Current Affairs 2nd May, 2021

 

Bengali Current Affairs 2nd May, 2021

1. কোন রাজ্য সরকার সরকারি ও বেসরকারি হসপিটালে অক্সিজেন যোগান দিতে "oxygen on wheels" ইনিশিয়েটিভ লঞ্চ করল? 

ⓐ কর্ণাটক 

ⓑ হরিয়ানা✓ 

ⓒ মধ্যপ্রদেশ 

ⓓ দিল্লি

2. বাজাজ অটোর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ নীরাজ বাজাজ ✓

ⓑ রাহুল বাজাজ  

ⓒ অজয় বাজাজ 

ⓓ বিজয় বাজাজ

3. ভারতের কোথায় প্রথম 3D printed বাড়ি তৈরি হল?

ⓐ IIT Delhi 

ⓑIIT Kanpur

ⓒ IIT Madras✓ 

ⓓ IIT  Bombay

4.সম্প্রতি প্রয়াত উড়িয়া লেখক মনোজ দাস আর কোন ভাষায় লেখালেখি করতেন?

ⓐ বাংলা

ⓑ হিন্দি

ⓒ ইংরেজি✓

ⓓ মারাঠি

5.ভারতের ফাইন্যান্স সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অজয় শেঠ

ⓑ টি.ভি. সোমানাথন✓

ⓒ অনিল সুর

ⓓ মণিশঙ্কর বেরা

 

6.মহাকাশের আবর্জনা পরিষ্কার করতে পৃথিবীর কক্ষপথে ‘NEO-01’ নামে প্রোটোটাইপ রোবট লঞ্চ  করলো কোন দেশ?

ⓐ চীন✓

ⓑ জাপান

ⓒ রাশিয়া

ⓓ ভারত

 

7.সম্প্রতি বিমলা সিং কাপুর কোন হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ কলকাতা হাইকোর্ট

ⓑ বোম্বে হাইকোর্ট

ⓒ ছত্তিশগড় হাইকোর্ট✓

ⓓ মাদ্রাজ হাইকোর্ট


8.Tata Motors-এর নতুন গ্লোবাল ডিজাইন হেড হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Martin Uhlarik (মার্টিন উহালারিক)✓

ⓑ Nick Roland

ⓒ Ram Bouchar

ⓓ Leo Montle


9.সম্প্রতি পাবলিক জায়গায় যেকোনো ধরনের মুখ ঢাকা পোশাক ব্যান করলো কোন দেশ

ⓐ বাংলাদেশ

ⓑ ইরান

ⓒ নেপাল

ⓓ শ্রীলংকা✓

10.ভারতকে কত গুলো অক্সিজেন কনসেনট্রেটর দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)?

ⓐ ৩০০টি

ⓑ ৩০০০টি

ⓒ ৫০০০টি

ⓓ ৪০০০টি✓


11.আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়?

ⓐ ১৫ই জুন

ⓑ ১লা মে✓

ⓒ ৫ই মে

ⓓ ১০ই মে


12.প্রেগন্যান্ট মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার চালু করলো কে?

ⓐ NAVY

ⓑ NSM

ⓒ NNM

ⓓ NCW✓





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...