Monday, July 5, 2021

Bengali Current Affairs 1st July, 2021

 


Bengali Current Affairs 1st July, 2021

1. প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষ্যে National Statistics Day পালন করা হয় কবে?

ⓐ ২৫শে জুন

ⓑ ১৫ই জুন

ⓒ ২৯শে জুন✓

ⓓ ৩০শে জুন

2. 2033 সালের মধ্যে মঙ্গলে Crewed Mission প্রেরণ করার কথা ঘোষণা করলো কোন দেশ ?

ⓐ চীন ✓

ⓑ রাশিয়া 

ⓒ জাপান 

ⓓ আমেরিকা 

3. সম্প্রতি প্রকাশিত "A Kashmiri Century: Portrait of a Society in Flux" বইটি কে লিখেছেন?

ⓐ খেমলতা ওয়াখলু (Khemlata Wakhlu)✓

ⓑ সুরেশ এন. প্যাটেল

ⓒ সুশীল চন্দ্র

ⓓ অশোক লবাসা

4. World Archery Worldcup 2021 – কোন শহরে শুরু হয়েছে?

ⓐ নিউ দিল্লী

ⓑ বেজিং

ⓒ টোকিও

ⓓ প্যারিস✓

5.সম্প্রতি, Archery World Cup 2021 -এ কে স্বর্ণপদক জিতেছে?

ⓐ প্রিয়াঙ্কা ত্যাগী

ⓑ দীপিকা কুমারী✓

ⓒ সুনিতা ঠাকুর

ⓓ হিমা দাস

6. কোন সংস্থা অগ্নি সিরিজের নতুন মিসাইল Agni Prime (P) -এর সফল পরীক্ষণ করেছে?

ⓐ ISRO

ⓑ DRDO✓

ⓒ BDL

ⓓ HAL

7.ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে কে.কে. ভেনুগোপালের কার্যকালের মেয়াদ কত বৃদ্ধি করা হলো?

ⓐ ৬ মাস

ⓑ ২ বছর

ⓒ ১ বছর✓

ⓓ ৩ বছর

8.সংযুক্ত আরব অমিরাতকে সরিয়ে ভারতের দ্বিতীয় Export Partner হলো কোন দেশ?

ⓐ চীন✓

ⓑ ইরাক

ⓒ সৌদি আরব 

ⓓ মালদ্বীপ

9. অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য ‘Cheer Up’ ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?

ⓐ রাজনাথ সিং

ⓑ নির্মলা সিথারামণ

ⓒ নরেন্দ্র মোদী

ⓓ কীরেণ রিজিজু✓

10.Japan Society of Civil Engineers’ Award জিতলো ভারতের কোন মেট্রো লাইন?

ⓐ কলকাতা মেট্রো

ⓑ দিল্লি মেট্রো✓

ⓒ মুম্বাই মেট্রো

ⓓ চেন্নাই মেট্রো

11. ঝাড়খন্ড স্টেট ক্রিকেট বোর্ড কোন শহরে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্ট্যাডিয়াম নির্মাণ করবে?

ⓐ Dumka

ⓑ Chatra

ⓒ Giridih

ⓓ Bokaro✓

12. National Dairy Development Board (NDDB) –এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন?

ⓐ হেমন্ত কুমার

ⓑ বর্ষা জোশি

ⓒ তাহিরা কশ্যপ

ⓓ মনীশ শাহ✓

13. কোন রাজ্য সরকার আসন্ন টোকিও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ীদের জন্য 3 কোটি টাকা নগদ পুরস্কারের ঘোষণা করেছে?

ⓐ হরিয়ানা

ⓑ অসম

ⓒ তামিলনাড়ু✓

ⓓ উড়িষ্যা


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...