Wednesday, July 7, 2021

Bengali Current Affairs 5th July, 2021

 

Bengali Current Affairs 5th July, 2021

1. সম্প্রতি কে উত্তরাখণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন?

ⓐ রাঘবেন্দ্র সিং চৌহান

ⓑ ত্রিবেন্দ্র সিং রাওয়াত 

ⓒ পুষ্কর সিং ধামি✓

ⓓ কৈলাস চৌহান 

2. সম্প্রতি "Sea Breaker " নামে মিসাইল সিস্টেম লঞ্চ করলো কোন দেশ?

ⓐ চীন 

ⓑ জাপান 

ⓒ আমেরিকা 

ⓓ ইজরাইল✓

3. ভারতীয় রেল কোথায় প্রথম ফ্রেশ ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম স্থাপন করল?

ⓐ কলকাতা 

ⓑ ব্যাঙ্গালোর✓

ⓒ মুম্বাই 

ⓓ জয়পুর 

4. আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয় প্রত্যেক বছর কোন দিন?

ⓐ 1 জুলাই 

ⓑ 2 জুলাই 

ⓒ 3 জুলাই

ⓓ 4 জুলাই ✓

5. সম্প্রতি সুমিত মালিককে দুই বছরের জন্য ব্যান করা হয়েছে, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ কুস্তি✓

ⓑ সাঁতার

ⓒ গলফ 

ⓓ হকি 

6. কোন রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য "Evolution Scheme"  লঞ্চ করল?

ⓐ আসাম  

ⓑ উত্তর প্রদেশ 

ⓒ মহারাষ্ট্র✓

ⓓ বিহার 

7. "Nathuram Godse: The True Story of Gandhi's Assassin"  বইটি কে লিখেছেন?

ⓐ শশী থারুর 

ⓑ বরিয়া মজুমদার 

ⓒ ধবল কুলকার্নি✓

ⓓ বিজয় চৌহান 

8. Health ATM স্থাপন করতে চলেছে কোন রাজ্য সরকার? 

ⓐ মধ্যপ্রদেশ 

ⓑ উত্তর প্রদেশ✓

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ গুজরাট


9. প্রয়াত হলেন এম. প্রসন্নন । তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? 

ⓐ ফুটবল ✓

ⓑ ক্রিকেট 

ⓒ হকি 

ⓓ গলফ 


10. ইনস্টাগ্রামে highest paid ভারতীয় হলেন কে?

ⓐ বিরাট কোহলি✓

ⓑ অমিতাভ বচ্চন 

ⓒ মুকেশ আম্বানি 

ⓓ সনু সুদ 


11. কোন দিনটি "আন্তর্জাতিক সমবায় দিবস" হিসেবে পালিত হয়?

ⓐ 1 জুলাই 

ⓑ 2 জুলাই 

ⓒ 3 জুলাই✓

ⓓ 4 জুলাই  

12. কে ভারতীয় নৌসেনা অ্যাথলিট হিসেবে টোকিও অলিম্পিক 2021 এ কোয়ালিফাই করল?

ⓐ যুবিন মেহতা 

ⓑ শেখর আদ্ভানি 

ⓒ এম পি জাবির ✓

ⓓ রেহান মন্ডল 

13. কোন দিনটি প্রতিবছর আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে পালিত হয়?

ⓐ 1 জুলাই 

ⓑ 2 জুলাই 

ⓒ 3 জুলাই✓

ⓓ 4 জুলাই 

14. টোকিও প্যারা অলিম্পিকের পতাকা বাহক হিসেবে কার নাম ঘোষণা করা হলো? 

ⓐ মারিয়াপ্পান থাঙাভেলু ✓

ⓑ ভাস্কর শর্মা 

ⓒ সাজন প্রকাশ 

ⓓ নরেন্দ্র ত্রিপাঠী 


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...