Bengali Current Affairs 22nd July, 2021
1.নভজোত সিং সিধু কোন রাজ্যের কংগ্রেস দলের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ পাঞ্জাব✓
ⓑ হরিয়ানা
ⓒ গুজরাট
ⓓ রাজস্থান
2. কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট স্পিডের রেকর্ড করলো?
ⓐ ভারত
ⓑ চীন
ⓒ রাশিয়া
ⓓ জাপান✓
3. Apple কোম্পানিকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি হলো কোনটি?
ⓐ LG
ⓑ Xiaomi✓
ⓒ OnePlus
4. কোন দিনটি প্রত্যেক বছর "Science Exploration Day হিসেবে পালিত হয়?
ⓐ 18 জুলাই
ⓑ 19 জুলাই
ⓒ 20 জুলাই✓
ⓓ 21 জুলাই
5. কোন দেশে বিশ্বে প্রথম Monkey-B ভাইরাস দ্বারা মৃত্যু হয়েছে?
ⓐ চীন✓
ⓑ জাপান
ⓒ বাংলাদেশ
ⓓ ইন্দোনেশিয়া
6. কাকে "মোহনবাগান রত্ন পুরস্কার" দ্বারা সম্মানিত করা হলো?
ⓐ শিবাজী ব্যানার্জি✓
ⓑ শিবদাস ব্যানার্জি
ⓒ শৈবাল ঘোষ
ⓓ তুহিন গঙ্গোপাধ্যায়
7. বিশ্বে প্রথম Carbon Border Tax জারি করতে চলেছে কোন সংস্থা?
ⓐ আমেরিকা
ⓑ ইউরোপিয়ান ইউনিয়ন✓
ⓒ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ⓓ জাতি সংঘ
8. International Chess Day পালন করা হয় কবে?
ⓐ ১৯শে জুলাই
ⓑ ২১শে জুলাই
ⓒ ১৮ই জুলাই
ⓓ ২০শে জুলাই✓
9. দেশের প্রথম হাইকোর্ট হিসেবে কোন হাইকোর্ট ইউটিউবে লাইভ বিচারপ্রক্রিয়া সম্প্রচার করল?
ⓐ গুজরাট✓
ⓑ কলকাতা
ⓒ উত্তর প্রদেশ
ⓓ কর্ণাটক
10. British Grand Prix 2021 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?
ⓐ Lewis Hamilton✓
ⓑ Charles Leclerc
ⓒ Valtteri Bottas
ⓓ এদের কেউ নন
11. টোকিওতে 'অলিম্পিক লরেল' পুরস্কারে ভূষিত হবেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুস, তিনি কোন দেশের বাসিন্দা?
ⓐ ভারত
ⓑ বাংলাদেশ✓
ⓒ পাকিস্তান
ⓓ শ্রীলঙ্কা
12.ভারতের কোন রাজ্যে প্রথম Monk Fruit চাষ করা হচ্ছে?
ⓐ অরুনাচল প্রদেশ
ⓑ অন্ধ্র প্রদেশ
ⓒ হিমাচল প্রদেশ✓
ⓓ আসাম
13.জার্মানিতে অনুষ্ঠিত Sparkassen Trophy জিতলো কোন ভারতীয় দাবাড়ু?
ⓐ বিশ্বনাথন আনন্দ✓
ⓑ নিহাল সারিন
ⓒ অভিমন্যু মিশ্র
ⓓ কোণেরু হাম্পী
14. Internet and Mobile Association of India (IAMAI)-র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সঞ্জয় কোঠারি
ⓑ সঞ্জয় গুপ্ত✓
ⓒ সুকুমার গুপ্ত
ⓓ অনীশ রঞ্জন দাস
15. সাইবার সিকিউরিটি ফার্ম RiskIQ-কে ৫০০ মিলিয়ন ডলারে কিনে নিল কোন কোম্পানী?
ⓐ ফেসবুক
ⓑ গুগল
ⓒ মাইক্রোসফট✓
ⓓ অ্যাপেল
No comments:
Post a Comment