Bengali Current Affairs 23rd August, 2021
1. কোন দিনটি প্রত্যেক বছর "World Renewable Energy Day" (নবীকরণ যোগ্য শক্তি দিবস) হিসেবে পালিত হয়?
ⓐ ২২শে আগস্ট
ⓑ ২০শে আগস্ট✓
ⓒ ১৯শে আগস্ট
ⓓ ১৬ ই আগস্ট
2. কোন দিনটি প্রত্যেক বছর "World Mosquito Day" হিসেবে পালিত হয়?
ⓐ ২২শে আগস্ট
ⓑ ২০শে আগস্ট✓
ⓒ ১৯শে আগস্ট
ⓓ ১৬ ই আগস্ট
3. ভোজ্য তেল আমদানির উপর ভারী নির্ভরতা কমাতে, মন্ত্রিসভা কোন তেলের জন্য একটি নতুন মিশন অনুমোদন করেছে ?
A. এপ্রিকট অয়েল
B. পাম অয়েল✓
C. নারকেল তেল
D. কর্ন অয়েল
4. কোথায় ভারতের প্রথম “স্মগ টাওয়ার” নির্মিত হল ?
A. তামিলনাড়ু
B. মহারাষ্ট্র
C. দিল্লি✓
D. রাজস্থান
5. কোন দেশ ভারতের সাথে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করলো ?
A. পাকিস্থান
B. আমেরিকা
C. আফগানিস্তান✓
D. চীন
6. ভারত ও কোন দেশের মধ্যে “জায়ের-আল-বাহার” সৈন্য অভ্যাস আয়োজিত হল ?
A. কাতার✓
B. ইরাক
C. কাজাখস্তান
D. সৌদি আরব
7. সম্প্রতি 5th BRICS শিল্প মন্ত্রীদের বৈঠকে কে সভাপতিত্ব করেছেন?
A. পীযূষ গোয়েল✓
B. অশ্বিনী বৈষ্ণব
C. রাজিব চন্দ্রশেখর
D. এর কোনোটিই নয়
8. সম্প্রতি আয়ুষ্মান ভারত অধিকার পত্র কে চালু করেছে?
A. নরেন্দ্র মোদি
B. পীযূষ গোয়েল
C. মনসুখ মান্দাভিয়া ✓
D. এর কোনোটিই নয়
9. শান্তিলাল জইন কোন ব্যাংকের MD & CEO পদে নিযুক্ত হলেন?
ⓐ SBI
ⓑ ICICI BANK
ⓒ Indian Bank✓
ⓓ Allahabad Bank
10. Ismail Sabri Yaakob( ইসমাইল সাবরি ইয়াকুব) কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন?
ⓐ মালয়েশিয়া ✓
ⓑ শ্রীলংকা
ⓒ সৌদি আরব
ⓓ নেপাল
11. সম্প্রতি ভারত কোন দেশের নাগরিকদের জন্য e-visa সুবিধা শুরু করেছে?
A. চীন
B. ফ্রান্স
C. আফগানিস্তান✓
D. এর কোনোটিই নয়
12. Hurun Global 500 most valuable companies list 2021 তালিকার শীর্ষে অবস্থিত কোনটি?
ⓐ Reliance
ⓑ Microsoft
ⓒ Amazon
ⓓ Apple ✓
13.. ভারতের প্রথম EV Friendly Highway কোনটি ?
ⓐ দিল্লি - চন্ডিগড় ✓
ⓑ মুম্বাই - নাগপুর
ⓒ দিল্লি - আমেদাবাদ
ⓓ কলকাতা - বেনারস
14. নিম্নের কোন সংস্থা Small Business Loans Initiative লঞ্চ করল?
ⓐ Facebook ✓
ⓑ WhatsApp
ⓒ Instagram
ⓓ Google
15. কোন দিনটি সংস্কৃত দিবস হিসেবে পালিত হয়?
ⓐ 21 আগস্ট
ⓑ 22 আগস্ট ✓
ⓒ 23 আগস্ট
ⓓ 24 আগস্ট
No comments:
Post a Comment