Bengali Current Affairs 6th August, 2021
1. টোকিও অলিম্পিকে "পুরুষ সিঙ্গেল টেনিস" প্রতিযোগিতায় "আলেকজান্ডার জেবরেভ" কোন পদক জিতলেন?
ⓐ স্বর্ণ ✓
ⓑ রৌপ্য
ⓒ ব্রোঞ্জ
ⓓ None
2. সম্প্রতি "নিকোল পসিনিয়ান" কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?
ⓐ আর্মেনিয়াম ✓
ⓑ মালি
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ কিউবা
3. ভারত ও কোন দেশের মধ্যে হলদিবাড়ি- চিলাহাটি রেল পরিষেবা চালু হলো?
ⓐ নেপাল
ⓑ বাংলাদেশ✓
ⓒ ভুটান
ⓓ চীন
4. ভারত সরকার প্রাক-স্কুল শিশুদের জন্য কোন উদ্যোগ শুরু করেছে?
ⓐ SAFAL
ⓑ NDEAR
ⓒ Vidya Pravesh✓
ⓓ Academic Bank of Credit System
5. ভারত জুড়ে নিম্নলিখিত কোন দিবসটি 1লা আগস্ট তারিখে পালিত হয়?
ⓐ Women Safety Day
ⓑ Science Advancement Day
ⓒ Postal Day
ⓓ Muslim Wome’s Rights Day✓
6. রাম নাথ কোবিন্দ, কোন রাজ্যের পাঁচ দিবসীয় যাত্রায় আছেন?
ⓐউড়িষ্যা
ⓑরাজস্থান
ⓒতামিলনাড়ু✓
ⓓমধ্যপ্রদেশ
7. নিম্নলিখিত, কোন দিবসটি ভারত জুড়ে 3রা আগস্ট -এ পালিত হয়?
ⓐPostal Service Day
ⓑPublic Service Day
ⓒWomen Safety Day
ⓓHeart Transplant Day✓
8. কোন দেশ 3-17 বছর বয়সি শিশুদের জন্য Covid-19 টিকাকরন শুরু করেছে?
ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র
ⓑ সংযুক্ত আরব আমিরাত✓
ⓒ চীন
ⓓ নেপাল
9. সম্প্রতি, কবে “National Sisters Day” পালিত হয়েছে?
ⓐ 1 আগস্ট✓
ⓑ 2 আগস্ট
ⓒ 3 আগস্ট
ⓓ 4 আগস্ট
10. সম্প্রতি, কবে মুন্সী প্রেমচাঁদ -এর 141তম জন্মবার্ষিকী পালিত হয়েছে?
ⓐ30শে জুলাই
ⓑ31শে জুলাই✓
ⓒ1লা জুলাই
ⓓ2রা জুলাই
11.টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা বক্সার লাভলিনা বোরগহেন কোন পদক জিতলেন?
ⓐ স্বর্ণ
ⓑ রুপা
ⓒ ব্রোঞ্জ ✓
ⓓ none
12. পৃথিবীর প্রথম কমার্শিয়াল রি প্রোগ্রামেবল স্যাটেলাইট "Eutetsat Quantum " লঞ্চ করল কোন স্পেস এজেন্সি?
ⓐ ISRO
ⓑ NASA
ⓒ ESA✓
ⓓ None
13. সম্প্রতি কোন ব্যাংক "Dukandar Overdraft Scheme" লঞ্চ করল?
ⓐ Bandhan Bank
ⓑ HDFC Bank ✓
ⓒ PNB
ⓓ ICICI Bank
14. কে সবচেয়ে কম বয়সে K2 আরোহন করে রেকর্ড করলেন?
ⓐ শেহরজে কাশিফ✓
ⓑ ফজলুল হক
ⓒ অংশুমান শ্রীবাস্তব
ⓓ None
15. সমুদ্রে ভাসল ভারতে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ । জাহাজ টির নাম কি?
ⓐ সাগর
ⓑ বিক্রান্ত✓
ⓒ অভয়
ⓓ পৃথ্বী
No comments:
Post a Comment