Bengali Current Affairs 26th September, 2021
1.ভারতে ২০৮০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করার ঘোষণা করলো কোন দেশ?
ⓐ শ্রীলঙ্কা
ⓑ বাংলাদেশ✓
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ থাইল্যান্ড
2. IPL-এ একটি টিমের হয়ে ২০০টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হলেন কে?
ⓐ সুরেশ রায়না
ⓑ রোহিত শর্মা
ⓒ বিরাট কোহলি✓
ⓓ এম.এস. ধোনী
3.কোন সংস্থার সহায়তায় বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘Space Challenge’ লঞ্চ করলো CBSE?
ⓐ ISRO✓
ⓑ NADA
ⓒ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
ⓓ SpaceX
4. Beijing 2022 Winter Olympics- অফিসিয়াল মোটো হিসাবে ঘোষিত হলো কোনটি?
ⓐ United By Emotions
ⓑ Catch the Globe
ⓒ We are in Peace
ⓓ Together for a Shared Future✓
5. বৃহত্তম আমদানিকারক দেশের তালিকায় ভারতের বর্তমান স্থান কত?
ⓐ তৃতীয়
ⓑ সপ্তম
ⓒ অষ্টম✓
ⓓ পঞ্চম
6.সম্প্রতি কোন দেশ IPL খেলা সম্প্রচার ব্যান করলো?
ⓐ পাকিস্তান
ⓑ বাংলাদেশ
ⓒ আফগানিস্তান✓
ⓓ সংযুক্ত আরব আমিরাত
7. Ministry of Civil Aviation-এর সেক্রেটারী পদে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজীব বানসাল✓
ⓑ সুরেশ নারায়ণ
ⓒ জ্যোতিরাদিত্য সেন
ⓓ মনোজ বেশরা
8. কে আগামী তিন বছরের জন্য International Monetary Fund এর নির্বাহী পরিচালক উপদেষ্টা (advisor to executive director) পদে নিযুক্ত হলেন ?
ⓐ Rudra Das
ⓑ Arindom Awasthi
ⓒ Simanchala Dash
ⓓ suchismita Das✓
9. Bah Ndaw কোন দেশের অন্তবর্তীকালীন রাষ্ট্রপতি( Interim president) পদে নিযুক্ত হলেন ?
ⓐ Mali✓
ⓑ Lebanon
ⓒ Belgium
ⓓ Ghana
10. Reserve Bank of India কাকে Punjab and Maharashtra co-operative Bank এর new administrator পদে নিযুক্ত করলেন ?
ⓐ Rudrendra Das
ⓑ Prateek khullar
ⓒ Ajay Kumar Bhalla
ⓓ A.K. Dixit✓
11. Central Pollution Control Board (CPCB) 23 September কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল ?
ⓐ 40 তম
ⓑ 41 তম
ⓒ 42 তম
ⓓ 46 তম✓
12. Emmy award 2020 এ বছর কততম ?
ⓐ 72 তম ✓
ⓑ 74 তম
ⓒ 73 তম
ⓓ 75 তম
13. কোন রাজ্য “ইলেকট্রনিক পার্ক নির্মাণ করবে ?
ⓐ উত্তরপ্রদেশ✓
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ গুজরাট
ⓓ মধ্যপ্রদেশ
14. কোন রাজ্য ” Tea Park ” গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ?
ⓐ কর্ণাটক
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ মেঘালয়
ⓓ আসাম✓
15. কোন ভারতীয় সংবাদ সংস্থা 2021 সালের “Free Media Pioneer” পুরষ্কার জিতলো ?
ⓐ NDTV
ⓑ The Print
ⓒ The Wire✓
ⓓ WION
No comments:
Post a Comment