Wednesday, October 13, 2021

Bengali Current Affairs 3rd October, 2021

 

Bengali Current Affairs  3rd October, 2021

1. কোন রাজ্য পন্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী কে স্মরণ করে “গরিব কল্যাণ দিবস” পালন করলো ?

A. উত্তরপ্রদেশ✓
B. গুজরাট
C. রাজস্থান
D. মহারাষ্ট্র

2. 'নিম্নলিখিত কোন ভারতীয় হকি খেলোয়াড় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন?

[A] বীরেন্দ্র লাকরা
[B] রুপিন্দর পাল সিং✓
[C] আকাশদীপ সিং
[D] গুরজান্ত সিং

3. সম্প্রতি, দিল্লি সরকার পর্যটন সম্পর্কিত কোন মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে?

[A] My Delhi
[B] Dekho Meri Dilli✓
[C] Tour Delhi
[D] Hamara Delhi

4. সম্পুর্ন সৌরশক্তি চালিত ভারতের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি ?

A. চেন্নাই সেন্ট্রাল✓
B. শিবাজী টার্মিনাল
C. জয়পুর রেলওয়ে স্টেশন
D. হাওড়া স্টেশন

5. উত্তর ভারতের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন Palmetum (পামটম) এর উদ্বোধন হলো কোন রাজ্যে ?

A. দিল্লি
B. পাঞ্জাব
C. রাজস্থান
D. উত্তরাখণ্ড✓

6. কোন সংস্থা ভারতে “Future Engineer Campaign” চালু করবে ?

A. Facebook
B. Amazon✓
C. Microsoft
D. Google

7. সম্প্রতি কে শিক্ষা উন্নয়নের জন্য 2021 ইয়াদান পুরস্কার পেয়েছে ?

A. রুক্মিণী ব্যানার্জি✓
B. মাধব চভান
C. এম আর কুমার
D. ফরিদা লাম্বে

8. সম্প্রতি কোন রাজ্যর সরকার 'হেলথ কেয়ার আপকে দ্বার' যােজনা শুরু করেছে? 

a. তামিলনাড়ু✓
b. হরিয়ানা
c. রাজস্থান
d. এর কোনটিই নয়

9. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম মহিলা সংখ্যাগরিষ্ঠ সংসদ নির্বাচিত করেছে? 

a. আইসল্যান্ড✓
b. ডেনমার্ক
c. আয়ারল্যান্ড
d. এর কোনটিই নয়

10. সম্প্রতি, প্রকাশিত “Samvidhan, Sanskriti and Rashtra” পুস্তকটি কে লিখেছেন?

[A] নিরুপমা রাও
[B] কালরাজ মিশ্রা✓
[C] অরুন্ধতী রাও
[D] কুলদ্বীপ যাদব

11. সম্প্রতি CSIR-এর ৮০ তম প্রতিষ্ঠা দিবস' কবে পালিত হয়েছে? 

a. 27 সেপ্টেম্বর
b. 28 সেপ্টেম্বর
c. 26 সেপ্টেম্বর✓
d. এর কোনটিই নয়

12. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিশুদের জন্য একটি ডিজিটাল আসক্তি-মুক্তি কেন্দ্র খােলার ঘােষণা করেছেন? 

a. মণিপুর
b. নাগাল্যান্ড 
c. কেরালা✓
d. এর কোনটিই নয়

13. সম্প্রতি অনুরাগ ঠাকুর দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর জন্য ট্রান্সমিটার অপারেশন কোথায় শুরু করেছেন?

a. লাদাখ✓
b. সিকিম
c. মণিপুর
d. এর কোনটিই নয়

14. সমগ্র বিশজুড়ে কবে ‘World Vegetarian Day’ পালিত হয়?

[A] 30 সেপ্টেম্বর
[B] 1 অক্টোবর✓
[C] 2 অক্টোবর
[D] 3 অক্টোবর

15. সম্প্রতি ইকবাল প্রীত সিং সাহােতা কোন রাজ্যের DGP-র  অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন?

a. পাঞ্জাব✓
b. হরিয়ানা
c. মহারাষ্ট্র
d. এর কোনটিই নয়

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...