Wednesday, October 13, 2021

Bengali Current Affairs 8th October, 2021

 

Bengali Current Affairs 8th October, 2021

1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন?

[A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট
[B] অধ্যাপক ডেভিড ম্যাকমিলান
[C] আব্দুলরজাক গুরনাহ্‌✓
[D] উপরের কেউ নয়

2. “World Space Week 2021 (WSW)” কবে পালিত হবে?

[A] 4-6 অক্টোবর
[B] 4-10 অক্টোবর✓
[C] 5-10 অক্টোবর
[D] 7-13 অক্টোবর

3. সম্প্রতি কর্নেল মামাডি দুম্বায়া কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ?

A) দক্ষিণ কোরিয়া
B) গিনি✓
C) অস্ট্রিয়া
D) ইজরায়েল

4. ‘ Wetlands of India’ ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

[A] নরেন্দ্র মোদী
[B] রাজনাথ সিং
[C] অনুরাগ ঠাকুর
[D] ভূপেন্দ্র যাদব✓

5. বিশ্বজুড়ে ‘World Habitat Day’ কবে পালিত হয়?

[A] 1 অক্টোবর
[B] অক্টোবর মাসের প্রথম রবিবার
[C] 3 অক্টোবর
[D] অক্টোবর মাসের প্রথম সোমবার✓

6. সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে GST সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা?

A) ১.১২ লক্ষ কোটি
B) ১.১৭ লক্ষ কোটি✓
C) ১.১৪ লক্ষ কোটি
D) ১.২৩ লক্ষ কোটি

7. Military Nursing Service (MNS)-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

A) অজিত সরকার
B) সুদীপ ঘোষ
C) স্মিতা দেবরানী✓
D) মোহিনী নায়ার

8. কোন রাজ্যের ‘Wada Kolam Rice’ GI ট্যাগ পেয়েছে?

[A] মধ্যপ্রদেশ
[B] মহারাষ্ট্র✓
[C] মনিপুর
[D] নাগাল্যান্ড

9. সম্প্রতি, Abiy Ahmed কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?

[A] ইকুয়েডর
[B] অস্ট্রিয়া
[C] আলজিরিয়া
[D] ইথিওপিয়া✓

10. 130 তম ডুরান্ড কাপ ফুটবল ট্রফি জয়লাভ করলো কোন দল ?

[A] FC Hyderabad
[B] Mohammedan Sporting
[C] FC Jamshedpur
[D] FC Goa✓

11. ভারতে কবে ‘Ganga River Dolphin Day’ পালিত হয়?

[A] 3 অক্টোবর 

[B] 5 অক্টোবর✓

[C] 7 অক্টোবর

[D] 9 অক্টোবর

12. 2022 সালের জানুয়ারি মাসে 56th National Cross Country Championship হোস্ট করতে চলেছে ভারতের কোন রাজ্য?

A) মনিপুর
B) গুজরাট
C) মেঘালয়
D) নাগাল্যান্ড✓

13. Automotive Skills Development Council (ASDC)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

A) বিনোদ বিহারী চৌধুরী
B) নিকুঞ্জ সংঘি
C) বিনোদ আগার্বাল✓
D) ধ্রুব রাঠি

14. সম্প্রতি প্রথম জাতীয় সমবায় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

A)  ভােপাল
B) নয়াদিল্লি✓
C) ভুবনেশ্বর
D) এর কোনটিই নয়

15.  সম্প্রতি ভারতের কোন প্রতিষ্ঠান কর্নিয়া প্রতিস্থাপন এর প্রথম বিকল্প টি তৈরি করেছে? 

A) IIT দিল্লি

B) IIT খড়গপুর 

C) IIT হায়দ্রাবাদ ✓

D) কোনটি নয় 


Bengali Current Affairs 7th October, 2021

 Bengali Current Affairs  7th October, 2021

1. 2021 সালে পদার্থবিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন?

A) স্যুকোরো মানাবে

B) ক্লস হাসেলম্যান

C) জিওর্জিও পারিসি

D) উপরের সকলে ✓

2. 2021 সালে রসায়নে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন?

A) অধ্যাপক বেঞ্জামিন লিস্ট

B) অধ্যাপক ডেভিড ম্যাকমিলান

C) অধ্যাপক বেঞ্জামিন লিস্ট ও অধ্যাপক ডেভিড ম্যাকমিলান✓

D) উপরের কেউ নয়

3.সম্প্রতি উত্তরপ্রদেশের প্রথম পলিউশন কন্ট্রোল টাওয়ারটি কোথায় তৈরি করা হবে?

A) নয়ডা✓

B) গোরখপুর

C) লখনৌ

D) কানপুর 

4.ভারতের Chief Hydrographer হিসাবে নিযুক্ত হলেন কে?

A) অমিত দেব

B) শিভংক মিত্তাল

C) অধীর আরোরা✓

D) সন্দীপ সিং

5. 2021 সালের “Digital Quality of Life Index” অনুযায়ী ভারতের ৱ্যাঙ্ক কত ?

A. 59 তম✓

B. 61 তম

C. 66 তম

D. 69 তম

6. সম্প্রতি কোন দেশে  গান্ধি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে? 

A) দক্ষিণ আফ্রিকা 

B) পাকিস্তান 

C) বাংলাদেশ✓

D) শ্রীলংকা 

7. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল গোরক্ষা সচেতনতা অভিযান শুরু করেছেন?

A) হরিয়ানা 

B) পাঞ্জাব ✓

C) মহারাষ্ট্র 

D) গুজরাট 

8. সম্প্রতি কোন রাজ্য সরকার প্যাকেজড মিনারেল ওয়াটার নিষিদ্ধ করেছে?



9. ভারতের প্রথম সাউন্ডপ্রুফ হাইওয়ে সম্প্রতি কোন রাজ্যে নির্মিত হল ?

A. উত্তর প্রদেশ

B. মধ্যপ্রদেশ ✓

C. অন্ধ্রপ্রদেশ

D. অরুণাচল প্রদেশ

10. কোন রাজ্যের ‘Chinnor Rice’ GI ট্যাগ পেয়েছে?

[A] উত্তর প্রদেশ

[B] উত্তরাখন্ড

[C] মনিপুর

[D] মধ্যপ্রদেশ✓

11. সম্প্রতি, প্রকাশিত ‘A Taste of the Liverpool Way A Recipe for Success’ পুস্তকটি কে লিখেছেন?

[A] অমৃতা সেন

[B] মোনা নেম্মর✓

[C] পদ্মা ভারতী

[D] ঝুম্পা লাহিড়ী

12. কোন রাজ্য সরকার “Clean India Programme”  শুরু করেছে?

[A] বিহার

[B] উত্তরপ্রদেশ✓

[C] গুজরাট

[D] পশ্চিমবঙ্গ


13. কোন সংস্থাকে “Right Livelihood Award 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে?

[A] Sulabh International

[B] Vindhyan Ecology and Natural History Foundation (VENHF), Mirzapur

[C] Legal Initiative for Forest and Environment (LIFE), Delhi✓

[D] Give Me Trees Trust, Delhi

14. Edayur Chilli এবং Kuttiattoor Mango সম্প্রতি GI ট্যাগ পেয়েছে। এগুলি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] তামিলনাড়ু

[C] কেরালা✓

[D] কর্ণাটক

15. সম্প্রতি কোন রাজ্যের সাদা পেঁয়াজ GI ট্যাগ পেয়েছে?

A) বিহার 

B) মধ্যপ্রদেশ 

C) মহারাষ্ট্র✓

D) রাজস্থান



Bengali Current Affairs 6th October, 2021

 Bengali Current Affairs  6th October, 2021

1. বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়?

ⓐ 3 অক্টোবর 

ⓑ 4 অক্টোবর 

ⓒ 5 অক্টোবর✓

ⓓ 6 অক্টোবর

2. 2021 সালে চিকিৎসাবিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন?

ⓐ ডেভিড জুলিয়াস

ⓑ আর্দেম পাতাপাউশিয়ান

ⓒ থমাস পার্লমান

ⓓ ডেভিড জুলিয়াস এবং আর্দেম পাতাপাউশিয়ান

3. National Securities Depositories Ltd (NSDL)-এর MD & CEO পদে নিযুক্ত হলেন কে?

A) পদ্মজা চুন্দুরু✓

B) জি.ভি. নাগেশ্বরা

C) দিনদয়াল শর্মা

D) গার্গী মুখার্জি

4. World Animal Day পালন করা হয় কত তারিখ?

A) ২রা অক্টোবর

B) ৩রা অক্টোবর

C) ৪ঠা অক্টোবর✓

D) ৫ই অক্টোবর

5. সম্প্রতি, কবে ‘International Day of Older Persons 2021’ পালিত হয়েছে?

[A] 30 সেপ্টেম্বর

[B] 1 অক্টোবর ✓

[C] 2 অক্টোবর

[D] 3 অক্টোবর

6. Indian Society of Advertisers (ISA)-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?

A) মণিশঙ্কর দাস

B) বিজয় চৌধুরী

C) অভীক সরকার

D) সুনীল কাটারিয়া✓

7. Piramal Pharma Limited-এর বেবী প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?

A) করিনা কাপুর✓

B) দীপিকা পাদুকোন

C) ঐশ্বর্য্য রাই বচ্চন

D) মাধুরী দীক্ষিত

8. ভারতে সবথেকে বৃহত্তম ‘Creator Education Program’ লঞ্চ করলো কোন কোম্পানী?

A) ফেসবুক✓

B) গুগল

C) মাইক্রোসফট

D) টুইটার

9. Producers Guild of India-র প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে?

A) পরেশ রাওয়াল

B) অনুরাগ বসু

C) সিদ্ধার্থ রায় কাপুর✓

D) রাজ কাপুর

10. কোন রাজ্যের চিফ সেক্রেটারী হিসাবে খাসি সম্প্রদায়ের প্রথম মহিলা নিযুক্ত হলেন?

A) মনিপুর

B) নাগাল্যান্ড

C) মেঘালয়✓

D) অরুনাচল প্রদেশ

11. বিশ্বের বৃহত্তম খাদি ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় উদ্বোধন করা হলো?

A) লে✓

B) শ্রীনগর

C) কার্গিল

D) নিউ দিল্লি

12. প্রথম Andhra Pradesh Amateur Golf Tournament জিতলেন কোন গল্ফ খেলোয়াড়?

A) অরুণ ভাটি

B) সৌরভ ভট্টাচার্য্য✓

C) রোহণ ধোলে

D) কেউই নয়

13. সম্প্রতি, প্রকাশিত “Chronicles from the Land of the Happiest People on the Earth” পুস্তকটি লিখেছেন? 

[A] Ruskin Bond

[B] Angelina Jolie

[C] Mark Zuckerberg

[D] Wole Soyinka (ওলে সোয়েঙ্কা)✓

14. উত্তরপ্রদেশের One District One Product Scheme-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?

A) দীপিকা পাডুকোন

B) কঙ্গনা রানাউত✓

C) প্রিয়াঙ্কা চোপড়া

D) ঐশ্বর্য্য রাই বচ্চন

15.ভারতের নতুন স্পোর্টস সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

A) অনুরাগ ঠাকুর

B) রবি মিত্তাল

C) ধর্মেন্দ্র প্রধান

D) সুজাতা চতুর্বেদি✓


Bengali Current Affairs 5th October, 2021

Bengali Current Affairs  5th October, 2021

1. সম্প্রতি শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার ২০২১ জিতলেন আসামের কোন বৈজ্ঞানিক?

A)  বিনয় কুমার সাইকিয়া✓

B) গৌড় মোহন পাহাড়ি

C) বিপ্লব সর্দার

D) প্রশান্ত বর্মন

2. LIC-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিলেন কে?

A) মিনি ইপে

B) বি. সি. পটনায়েক✓

C) এম. আর. কুমার

D) এদের কেউই নয়

3. ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপী বলে টেস্ট ম্যাচ খেলল কোন দেশের সাথে?

A) দক্ষিণ আফ্রিকা

B) নিউজিল্যান্ড

C) অস্ট্রেলিয়া✓

D) ওয়েস্ট ইন্ডিজ

4. পিঙ্ক বল টেস্টে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করলেন কে?

A) শেফালী বর্মা

B) স্মৃতি মন্ধনা✓

C) ঝুলন গোস্বামী

D) মিথালি রাজ

5.“Hwasong-8”-নামে হাইপারসোনিক মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ?

A) চীন

B) জাপান

C) উত্তর কোরিয়া✓

D) দক্ষিণ কোরিয়া

6. সাম্প্রতিক Women’s National Boxing Championships অনুষ্ঠিত হতে চলেছে কোন রাজ্যে?

A) উত্তরপ্রদেশ

B) পাঞ্জাব

C)রাজস্থান

D) হরিয়ানা✓

7. ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভাইস চিফ হিসাবে নিযুক্ত হলেন কে?

A) বিবেক রাম চৌধুরী

B) রাকেশ আস্থানা

C) কুলদীপ যাদব

D) সন্দীপ সিং✓

8. “Smart Villages: Bridging the Global Urban-Rural Divide” শিরোনামে বই লিখলেন কে?

A) মনোজ মিত্র

B) শ্রীধর ভেমবু✓

C) শ্রীধর শ্রীপদ

D) অরুন্ধতী রায়

9. নমামি গঙ্গে প্রোগ্রামের ম্যাসকট হিসাবে ঘোষিত হলো কোন কমিক চরিত্র?

A) ছোটা ভিম

B) চাচা চৌধুরী✓

C) পরমাণু

D) শক্তিমান

10. ISSF Junior World Championship-এ ভারতের মানু ভাকের কোন মেডেল জিতলো?

A) সোনা✓

B) রূপো

C) ব্রোঞ্জ

D) মেডেল পায়নি

11. International Coffe Day কবে পালিত হয়?

[A] 1 অক্টোবর✓

[B] 2 অক্টোবর

[C] 3 অক্টোবর

[D] 4 অক্টোবর

12. সম্প্রতি, 2 অক্টোবর তারিখে মহাত্মা গান্ধীর কত তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে? 

[A] 150 তম

[B] 151 তম

[C] 152 তম✓

[D] 153 তম

13. সম্প্রতি, 2 অক্টোবর তারিখে লাল বাহাদুর শাস্ত্রী কত তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে? 

[A] 115 তম

[B] 117 তম

[C] 118 তম✓

[D] 119 তম

14. সম্প্রতি মুখ্যমন্ত্রী পর্যটন উদ্যোগ সম্বল যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

A) উত্তরপ্রদেশ

B) গুজরাট

C) মধ্যপ্রদেশ

D) রাজস্থান✓

15. সাম্প্রতিক ঘূর্ণিঝড় শাহীনের নাম প্রস্তাব করেছে কোন দেশ?

A) বাংলাদেশ

B) থাইল্যান্ড

C) পাকিস্তান

D) কাতার✓

♣  শাহীন একটি আরবী শব্দ , যার অর্থ বাজ পাখি।

♣ রাজধানী : Doha

♣ মুদ্রা : Riyal



Bengali Current Affairs 4th October, 2021

 Bengali Current Affairs  4th October, 2021

1. UNHCR Nansen Refugee Award 2021 – এর বিজেতা কে?

[A] Disha Foundation

[B] Jeel Albena Association for Humanitarian Development (Yemen)✓

[C] Red Cross Societies

[D] Society for Humanitarian Solidarity (Yemen)

2. সম্প্রতি কোন প্রদেশ কংগ্রেস দলের সভাপতি নভজোৎ সিং সিধু তার পদ থেকে পদত্যাগ করেছেন?

ⓐ পাঞ্জাব✓

ⓑ ঝারখান্ড 

ⓒ উত্তর প্রদেশ 

ⓓ বিহার

3. “International Day of Awareness of Food Loss and Waste 2021” -এ কবে পালিত হয়েছে? 

[A] 29 সেপ্টেম্বর✓

[B] 30 সেপ্টেম্বর

[C] 1 অক্টোবর

[D] 2 অক্টোবর

4. কোন দেশের উপ-রাষ্ট্রপতি 1-4 অক্টোবর 2021 -এ ভারত সফরে এসেছেন?

[A] আর্জেন্টিনা

[B] ব্রাজিল

[C] দক্ষিণ আফ্রিকা

[D] কলম্বিয়া✓

5. সম্প্রতি KVIC কোন রাজ্যে একটি “তুষার সিল্ক” সুতা উৎপাদন কেন্দ্র’ স্থাপন করেছে ?

A. কর্ণাটক

B. পশ্চিমবঙ্গ

C. গুজরাট

D. উড়িষ্যা✓

6. কাকে ” গ্লো বয়েল লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড 2021″ দ্বারা সম্মানীত করা হল ?

A. দীনেশ সাহারা✓

B. সামিরুল হাসান

C. কুলদ্বীপ যাদব

D. অজিত কুমার জৈন

7. কোন মন্ত্রণালয় প্রবীণ নাগরিকদের জন্য ভারতের প্রথম অল ইন্ডিয়া হেল্পলাইন ‘Elder Line’ চালু করেছে ?

A. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়

B. ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়

C. সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়✓

D. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়

8. সম্প্রতি কে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করলেন ?

A. ডাঃ হর্ষবর্ধন

B. মনসুখ মান্ডভিয়া

C. পীযূষ গোয়েল

D. নরেন্দ্র মোদী✓

9. সম্প্রতি কে “NIDHI 2.0” স্কিম লঞ্চ করলেন ?

A. এম ভেঙ্কাইয়া নাইডু

B. রামনাথ কবিন্দ

C. নরেন্দ্র মোদি

D. ওম বিড়লা✓

10. সম্প্রতি প্রকাশিত IIFL Hurun India Rich List  2021এ কে শীর্ষে রয়েছেন? 

ⓐ গৌতম আদানি 

ⓑ মুকেশ আম্বানি ✓

ⓒ শিভ নাদার 

ⓓ কোনোটিই নয় 

11. সম্প্রতি NABARD  কোন রাজ্যে চমরি গাই পালনের জন্য ঋণ প্রকল্প অনুমোদন করেছে?

ⓐ রাজস্থান

ⓑ চন্ডিগড় 

ⓒ অরুণাচল প্রদেশ✓

ⓓ হিমাচল প্রদেশ

12. কোন দেশ 2028 সালে চাঁদে  crew প্রোব পাঠাতে সক্ষম একটি রকেট উৎক্ষেপণ করবে?

ⓐ আমেরিকা 

ⓑ চীন✓ 

ⓒ জাপান 

ⓓ রাশিয়া 

13. সম্প্রতি নাজলা বাউডেন রোমধানে কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন?

ⓐ অস্ট্রিয়া 

ⓑ নামিবিয়া 

ⓒ টিউনিশিয়া✓

ⓓ মালি 

14. সম্প্রতি DRDO যে 'হাই স্পিড এক্সপ্যান্ডেবল এরিয়াল টার্গেট' ড্রোন এর যে সফল পরীক্ষা করলো তার নাম কি ?    

      (a) ABHAS

      (b) ABHYAS✓

      (c) SOHOJ

      (d) SHAKTI 

15. সম্প্রতি National basketball association এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন?

ⓐ সনু সুদ 

ⓑ রণবীর সিং✓ 

ⓒ বিরাট কোহলি 

ⓓ অক্ষয় কুমার


Bengali Current Affairs 3rd October, 2021

 

Bengali Current Affairs  3rd October, 2021

1. কোন রাজ্য পন্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী কে স্মরণ করে “গরিব কল্যাণ দিবস” পালন করলো ?

A. উত্তরপ্রদেশ✓
B. গুজরাট
C. রাজস্থান
D. মহারাষ্ট্র

2. 'নিম্নলিখিত কোন ভারতীয় হকি খেলোয়াড় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন?

[A] বীরেন্দ্র লাকরা
[B] রুপিন্দর পাল সিং✓
[C] আকাশদীপ সিং
[D] গুরজান্ত সিং

3. সম্প্রতি, দিল্লি সরকার পর্যটন সম্পর্কিত কোন মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে?

[A] My Delhi
[B] Dekho Meri Dilli✓
[C] Tour Delhi
[D] Hamara Delhi

4. সম্পুর্ন সৌরশক্তি চালিত ভারতের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি ?

A. চেন্নাই সেন্ট্রাল✓
B. শিবাজী টার্মিনাল
C. জয়পুর রেলওয়ে স্টেশন
D. হাওড়া স্টেশন

5. উত্তর ভারতের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন Palmetum (পামটম) এর উদ্বোধন হলো কোন রাজ্যে ?

A. দিল্লি
B. পাঞ্জাব
C. রাজস্থান
D. উত্তরাখণ্ড✓

6. কোন সংস্থা ভারতে “Future Engineer Campaign” চালু করবে ?

A. Facebook
B. Amazon✓
C. Microsoft
D. Google

7. সম্প্রতি কে শিক্ষা উন্নয়নের জন্য 2021 ইয়াদান পুরস্কার পেয়েছে ?

A. রুক্মিণী ব্যানার্জি✓
B. মাধব চভান
C. এম আর কুমার
D. ফরিদা লাম্বে

8. সম্প্রতি কোন রাজ্যর সরকার 'হেলথ কেয়ার আপকে দ্বার' যােজনা শুরু করেছে? 

a. তামিলনাড়ু✓
b. হরিয়ানা
c. রাজস্থান
d. এর কোনটিই নয়

9. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম মহিলা সংখ্যাগরিষ্ঠ সংসদ নির্বাচিত করেছে? 

a. আইসল্যান্ড✓
b. ডেনমার্ক
c. আয়ারল্যান্ড
d. এর কোনটিই নয়

10. সম্প্রতি, প্রকাশিত “Samvidhan, Sanskriti and Rashtra” পুস্তকটি কে লিখেছেন?

[A] নিরুপমা রাও
[B] কালরাজ মিশ্রা✓
[C] অরুন্ধতী রাও
[D] কুলদ্বীপ যাদব

11. সম্প্রতি CSIR-এর ৮০ তম প্রতিষ্ঠা দিবস' কবে পালিত হয়েছে? 

a. 27 সেপ্টেম্বর
b. 28 সেপ্টেম্বর
c. 26 সেপ্টেম্বর✓
d. এর কোনটিই নয়

12. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিশুদের জন্য একটি ডিজিটাল আসক্তি-মুক্তি কেন্দ্র খােলার ঘােষণা করেছেন? 

a. মণিপুর
b. নাগাল্যান্ড 
c. কেরালা✓
d. এর কোনটিই নয়

13. সম্প্রতি অনুরাগ ঠাকুর দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর জন্য ট্রান্সমিটার অপারেশন কোথায় শুরু করেছেন?

a. লাদাখ✓
b. সিকিম
c. মণিপুর
d. এর কোনটিই নয়

14. সমগ্র বিশজুড়ে কবে ‘World Vegetarian Day’ পালিত হয়?

[A] 30 সেপ্টেম্বর
[B] 1 অক্টোবর✓
[C] 2 অক্টোবর
[D] 3 অক্টোবর

15. সম্প্রতি ইকবাল প্রীত সিং সাহােতা কোন রাজ্যের DGP-র  অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন?

a. পাঞ্জাব✓
b. হরিয়ানা
c. মহারাষ্ট্র
d. এর কোনটিই নয়

Bengali Current Affairs 2nd October, 2021


Bengali Current Affairs  2nd October, 2021

1. International Translation Day পালন করা হয় কবে?

ⓐ ৩০শে সেপ্টেম্বর✓

ⓑ ১লা অক্টোবর

ⓒ ২৯শে সেপ্টেম্বর

ⓓ ২৮শে সেপ্টেম্বর

2.পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন?

ⓐ অধীর চৌধুরী

ⓑ পঞ্চানন কুন্ডু

ⓒ পিয়ালী সেনগুপ্ত✓

ⓓ মৌতৃষ্ণা পাত্র

3. IBSF 6-Red Snooker World Cup 2021 জিতলেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড়?

ⓐ আদিত্য মেহতা

ⓑ গীত শেঠি

ⓒ বিদ্যা পিল্লাই

ⓓ পঙ্কজ আদভানি✓

4. মিড-ডে-মিল যোজনার নাম পরিবর্তন করে কি রাখা হলো?

ⓐ PM মিড-ডে-মিল স্কিম

ⓑ PM Poshan Scheme✓

ⓒ PM মিড-ডে-মিল যোজনা 

ⓓ PM মিড-ডে-মিল ব্যবস্থা  

5. Fumio Kishida কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন?

ⓐ কানাডা

ⓑ জাপান✓

ⓒ অস্ট্রেলিয়া

ⓓ রাশিয়া

6. Press Trust of India (PTI)-এর চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে?

ⓐ গোপাল মন্ডল

ⓑ অভীক সরকার✓

ⓒ দেবব্রত সরকার

ⓓ পার্থ চ্যাটার্জি

7. IPL-এর ইতিহাসে একটি টিমের বিরুদ্ধে ১০০০ রান সম্পুর্ণকারী প্রথম ক্রিকেটার কে?

ⓐ বিরাট কোহলি

ⓑ সঞ্জু স্যামসন

ⓒ রোহিত শর্মা✓

ⓓ অশ্বিন

8. 2021 Ryder Cup জিতলো কোন দেশ?

ⓐ চীন

ⓑ আমেরিকা যুক্তরাষ্ট্র✓

ⓒ ইংল্যান্ড

ⓓ ইউরোপ

9. T20 World Cup-এর জন্য 'Live the Game' শিরোনামে থিম সং লঞ্চ করলো ICC; এই গানটি কে কম্পোজ করেছেন?

ⓐ সঞ্জয় সিং

ⓑ এ.আর. রহমান

ⓒ অমিত ত্রিবেদী✓

ⓓ কৌশিক বসু

10. সম্প্রতি, কবে ‘World Heart Day’ পালিত হয়েছে?

[A] 21 সেপ্টেম্বর

[B] 29 সেপ্টেম্বর✓

[C] 23 সেপ্টেম্বর

[D] 27 সেপ্টেম্বর

11. সম্প্রতি, কোন সংস্থা ‘Akash Prime Missile’ -এর সফল পরীক্ষণ করেছে?

[A] NASA

[B] DRDO✓

[C] BDL

[D] ISRO

 

12. ‘All India Management Association (AIMA)’ -এর নতুন অধ্যক্ষ পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] আদর্শ মিত্তল

[B] সারম পুনাওয়ালা

[C] হর্ষপতি সিঙ্ঘানিয়া

[D] সি. কে রঙ্গনাথন ✓

13. সম্প্রতি, 28 সেপ্টেম্বর তারিখে শহীদ ভগৎ সিং -এর কত তম জন্মবার্ষিকী পালিত হয়েছে?

[A 110 তম

[B] 112 তম

[C] 114 তম✓

[D] 116 তম

14. World Maritime Day 2021 কবে পালিত হয়েছে?

[A] 27 সেপ্টেম্বর

[B] 28 সেপ্টেম্বর

[C] 29 সেপ্টেম্বর

[D] 30 সেপ্টেম্বর✓

15. 'My Life in Full : Work, Family and Our Future'-শিরোনামে স্মৃতি গ্রন্থ লিখলেন কে?

ⓐ ইন্দ্রা নুয়ি✓

ⓑ রোশনি নাদার

ⓒ স্মৃতি জুবিন ইরানি

ⓓ নির্মলা সিথারামণ





,

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...