Monday, September 23, 2019

20 টি গুরুত্বপূর্ণ জিকে


                        20 টি গুরুত্বপূর্ণ জিকে




১) অপ্রচলিত শক্তির উৎস কোনটি?

ক) যান্ত্রিক শক্তি
খ) আলোকশক্তি
গ) ভূতাপ শক্তি✓
ঘ) তড়িৎ শক্তি


২) দিল্লি রাজ্যের জাতীয় পশু কোনটি?

ক) নীলগাই✓
খ) হরিণ
গ) সিরো
ঘ) গৌর


৩) রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় যে বেগের দারা তা হলো

ক) মুক্তিবেগ✓
খ) পরিক্রমণ বেগ
গ) আলোর বেগ
ঘ) কোনোটিই নয়


৪) মানুষের রক্তে লোহিত কণিকা কে আক্রমণ করে

ক) অ্যান্টিমিবা
খ) লিসম্যানিয়া
গ) জিয়ারডিয়া
ঘ) প্লাসমোডিয়াম✓


৫) হেমারফেস্ট বন্দর এ যে সময় মধ্যরাত্রে আকাশে সূর্য দেখা যায়

ক) মে মাস থেকে জুলাই মাস✓
খ) জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস
গ) ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস
ঘ)  জুন মাস থেকে আগস্ট মাস


৬) টিকাকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন?

ক) লুই পাস্তুর
খ) রোনাল্ড রস
গ) এডওয়ার্ড জেনার✓
ঘ) আলেকজান্ডার ফ্লেমিং


৭) তাজমহল যে শিলা দ্বারা গঠিত তা হল

ক) মার্বেল✓
খ) গ্রানাইট
গ) বেলে পাথর
ঘ)  চুনাপাথর


৮) উত্তর গোলার্ধের দিন সব চেয়ে বড় হয়

ক) 21 শে মার্চ
খ) 21জুন✓
গ') 22 শে ডিসেম্বর
ঘ) 23 সেপ্টেম্বর


৯) গ্যালেনা কার আকরিক?

ক) কপার
খ) জিংক
গ)  লেড✓
ঘ) অ্যালুমিনিয়াম


১০) জুপ্লাংকটন কে কি বলা হয়?

ক) প্রাথমিক খাদক✓
খ) বিয়োজক
গ) জারক
ঘ) উৎপাদক


১১) সেরিকালচার কথার অর্থ কি?

ক) মাছ চাষ
খ) মুক্তা চাষ
গ) আলু চাষ
ঘ) রেশম চাষ✓


১২)" লা " শব্দের অর্থ কি?

ক) গিরিপথ✓
খ) গিরিখাত
গ) গিরিশিখর
ঘ) কোনোটিই নয়


১৩) চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?

ক)  ফু- চু
খ) ওয়াং-চু✓
গ) দি-চু
ঘ) লি-চু


১৪) ডুংরি কোথায় দেখা যায়?

ক) পুরুলিয়া মালভূমি✓
খ) অযোধ্যা মালভূমি
গ) তরাই
ঘ) ডুয়ার্স


১৫) বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?

ক) ম্যাঙ্গালোর
খ) কোচি
গ) গয়া
ঘ) পোর্ট ব্লেয়ার✓


১৬) নিম্নলিখিত কোন নদীতে ডেল্টা দেখতে পাওয়া যায়?

ক) তাপ্তি✓
খ) নর্মদা
গ) মহানদী
ঘ) ভাগীরথী


১৭) সুভাষচন্দ্র বসুকে কে নেতাজি উপাধি দিয়েছেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মহতমা গান্ধী
গ) হিটলার✓
ঘ) সরদার বল্লভ ভাই প্যাটেল


১৮) জ্ঞানপীঠ পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়?

ক) সাহিত্য✓
খ) সঙ্গীত
গ) সিনেমা
ঘ) নৃত্য


১৯) আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

ক) মহারাষ্ট্র
খ) মধ্যপ্রদেশ
গ) উত্তর প্রদেশ✓
ঘ) গুজরাট


২০) সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

ক) হরিয়ানা
খ) জম্মু-কাশ্মীর✓
গ) হিমাচল প্রদেশ
ঘ) পাঞ্জাব

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...