Monday, September 23, 2019

20 টি গুরুত্বপূর্ণ জিকে

                     

                         20 টি গুরুত্বপূর্ণ জিকে



১) সবচেয়ে হালকা ধাতু কোনটি?

ক) পারদ 
খ) সীসা 
গ) ম্যাঙ্গানিজ 
ঘ) লিথিয়াম✓           Study with ishany                 


২) শীতকালীন অলিম্পিক প্রথম কোন দেশে শুরু হয় ? 
ক) ফ্রান্স✓ 
খ) সুইজারল্যান্ড
গ) রাশিয়া 
ঘ) আমেরিকা


৩) কোন কংগ্রেসের নেতা কোনদিন কংগ্রেসের সভাপতি হন নি?

 ক) জহরলাল নেহেরু 
 খ) মতিলাল নেহেরু 
 গ) দাদাভাই নওরোজি 
 ঘ) বালগঙ্গাধর তিলক✓


৪) নিম্নলিখিত স্থান গুলির মধ্যে যেখান থেকে বুদ্ধের প্রথম মানুষরূপী অবতারের স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় সেটি হল 

ক) ভারহুত 
খ) মথুরা ✓                      Study with ishany               
 গ) সাঁচি 
 ঘ) অমরাবতী


৫) বাংলা গদ্য সাহিত্যের প্রথম বইটির নাম কি?

 ক) কথোপকথন ✓
 খ) জ্ঞান মঞ্জুরী 
 গ) সংবাদ কৌমুদি 
 ঘ) কোনোটিই নয়


৬) ভারতের চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে?

 ক) উত্তর প্রদেশ ✓
 খ) মধ্যপ্রদেশ 
 গ) মহারাষ্ট্র 
 ঘ) ঝাড়খন্ড


৭) অ্যানিবেসন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগদান করেন কবে?

ক) 1920
খ) 1921
গ) 1914✓
ঘ) 1922


৮) GST দিবস কবে পালন করা হয় ?

ক) 1 জুলাই ✓
খ) 1 আগস্ট                 Study with ishany               
গ) 1 সেপ্টেম্বর 
ঘ) 1 অক্টোবর


৯) ভারতের একমাত্র ওরাংওটাং সম্প্রতি মারা গেল। এই ওরাংওটাং এর নাম কি?

ক) টমি 
খ) বিনি ✓
গ) মফি 
ঘ) ওমিলি


১০) বিশ্ব দুগ্ধ দিবস কবে পালন করা হয়? 

ক) 1জুন ✓
খ) 2 জুন 
গ) 3 জুন 
ঘ) 4 জুন


১১) কোন রাজ্য সরকার সম্প্রতি একটি ওয়াটার মিউজিয়াম তৈরি করার কথা ঘোষণা করল?

ক) পশ্চিমবঙ্গ 
খ) দিল্লি✓
গ) পন্ডিচেরি 
ঘ) মহারাষ্ট্র



১২) অ্যামাজন ভারতের কোথায় বৃহত্তম ক্যাম্পাস করল?

ক) চেন্নাই 
খ) হায়দ্রাবাদ✓              Study with ishany               
গ) তিরুবনন্তপুরম
 ঘ) ব্যাঙ্গালোর


১৩) রাম ও রহিম একই ভগবানের দুই নাম- এটি কার বাণী?

ক) কবির ✓
খ) রামদাস
গ) চৈতন্য 
 ঘ) রামানুজ


১৪) তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ -

 ক) বাড়ে ✓
 খ) কমে 
 গ) অপরিবর্তিত থাকে 
 ঘ) কোনোটিই নয়


১৫) কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

ক)  1835 সালে✓
খ) 1860 সালে
গ) 1870 সালে
ঘ) 1840সালে


১৬) গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী সংযুক্ত জলাধার কি নামে পরিচিত?

ক) পদ্মা
খ) যমুনা
গ) মেঘনা✓
ঘ) কোনোটিই নয়


১৭) মন্দাকিনী ও অলকানন্দার নদীর নিলিত প্রবাহ কি নামে পরিচিত?

ক) রুদ্রপ্রয়াগ✓             Study with ishany               
খ) দেবপ্রয়াগ
গ) বিষ্ণপ্রয়াগ
ঘ) কোনটিই নয়


১৮) ভারতের রাষ্ট্রীয় পক্ষী ময়ূর ও রাষ্ট্রীয় পশু বাঘ কবে থেকে রাষ্ট্রীয় পক্ষী ও রাষ্ট্রীয় পশুর মর্যাদা লাভ করেছে?

ক) 1972
খ) 1973✓
গ) 1974
ঘ) 1975

১৯) বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণা কোথায় অবস্থিত?

ক) কানাডা
খ) ভেনেজুয়েলা✓
গ) আমেরিকা                 Study with ishany               
ঘ) ইতালি


২০) চুনাপাথর কে কত ডিগ্রী  সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়?

ক) 400 ডিগ্রী
খ) 600 ডিগ্রী
গ) 900ডিগ্রী✓
 ঘ)1200ডিগ্রী

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...