Monday, September 23, 2019

30 টি গুরুত্বপূর্ণ জিকে

                 


                      30 টি গুরুত্বপূর্ণ জিকে


১) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে?
জিংক

২) ভারতের অর্থনীতির প্রকৃতি কিরূপ ?
মিশ্র

৩) বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত

৪) গণপরিষদের শেষ অধিবেশন কবে হয় ?
1950 সালের 24 শে জানুয়ারি

৫) কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ?
শুক্র

৬) কল্পনা লাজমি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
সিনেমা

৭) ভিনিগারে কোন জৈব পদার্থ থাকে?
 অ্যাসিটিক অ্যাসিড

৮) জীব বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে ?
এন্টোমলজি

৯) বংশগতির একক কি?
 জিন

১০) রুই মাছের দেহে কোন ধরনের  লেজ দেখা যায়?
হোমো সার্কেল

১১) শিঙি মাছ কে কি বলা হয় ?
 ক্যাটফিস

১২) সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোথায়? সবুজ আলোয়

১৩) যেসকল প্রাণীদের রক্ত ঠান্ডা তাদের কি বলে? এন্ডোথার্ম

১৪) হাঙ্গরের দেহে কোন ধরনের আশ দেখতে পাওয়া যায় ?
প্লাকয়েড

১৫) বিহারের কোন চিত্রকলা প্রসিদ্ধি ?
মধুবনি

১৬) পাটলিপুত্র কোথাকার রাজধানী ছিল ?
মগদের

১৭) কোন মাছ ইলেকট্রিক শক দেয় ?
ইল মাছ

১৮) কোন প্রাণীর তিনটি হার্ট আছে ?
ক্যাটল মাছ

১৯) কোন মাছ মুখের মধ্যে ডিম পাড়ে?
 তেলাপিয়া

২০) কোন প্রাণীর দুধ সবচেয়ে মিস্টি?
হাতি

২১) সাগর গাভী নামে পরিচিত কোন প্রাণী?
ডুগং

২২) কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে?
 বাদুড়

২৩) বিশ্বের দ্রুততম সাপ কোনটি ?
আফ্রিকান কালো মাম্বা

২৪) কোন প্রাণীর তিনটি চোখ আছে?
 গিরগিটি

২৫) ক্যাঙ্গারু কিসের উপর ভর দিয়ে লাফায়?
 লেজের ওপর

২৬) কোন প্রাণীর হাঁটুতে কান থাকে?
 ফরিংয়ের

২৭) কোন পাখি কখনো ভূভাগের জল পান করে না? চাতক

২৮) কোন পাখি পাথর ও লোহার টুকরো খায়?
 অস্ট্রিচ

২৯) কোন প্রাণী ত্বক দ্বারা জল পান করে?
মোলক

৩০) ক্লোভ অয়েল পাওয়া যায় কোন গাছে ?
লবঙ্গ

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...