Monday, September 23, 2019

Current affairs of August 2019


         



          Current affairs of August 2019



1. সম্প্রতি কোন রাজ্যের সচিবালয় বা সেক্রেটারিয়েট ভবনের নতুন নাম 'লোক সেবা' রাখা হল?
উড়িষ্যা।                           Study With Ishany

2. 2019 সালের রোমান ম্যাগসেসে পুরস্কার এ ভূষিত হলেন কে?
রাবিশ কুমার

3. সম্প্রতি এপিজে আবদুল কালাম পুরস্কারে কে ভূষিত হলেন?
কে শিবান( ইসরোর চেয়ারম্যান)

4. সম্প্রতি ভারতের কোন ব্যাঙ্ক চীনের' CNAPS' payment system এর সাথে যুক্ত হলো?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
                                             Study With Ishany

5. কোথায় ৫২ তম ASEAN সামিট অনুষ্ঠিত হবে? ব্যাংকক

6. সম্প্রতি কোথায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 150 তম গান্ধী জয়ন্তী তে মহাত্মা গান্ধীর এবং খাদির   স্মরনার্থী  উৎসব পালন করবে ?
গাম্বিয়া

7. সম্প্রতি Malabar Gold and Diamonds  কোন ভারতীয় অভিনেতা কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করবে ?
অনিল কাপুর

8. সম্প্রতি কোন রাজ্য ' Save Green Stay Clean' 'নামে ক্যাম্প চালু করল ?
পশ্চিমবঙ্গ                           Study With Ishany

          
9. সম্প্রতি কাকে 'বীর চক্র 'প্রদান করা হলো?
অভিনন্দন বর্তমান

10. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি " Order of Zayed" সম্মানে ভূষিত হলেন । এটি কোন দেশ থেকে দেওয়া হল ?
UAE

          
11. সম্প্রতি কে লাইফটাইম ক্যাটাগরিতে  "দ্রোণাচার্য " পুরস্কার পেল?
মেজবান পাটেল                   Study With Ishany

12. একটি গুরুত্বপূর্ণ বই' "Second Night '" লেখক কে?
রাজিব ডোগরা

13. জাতীয় উপজাতি উৎসব 'আদি মহোৎসব' কোথায় শুরু হল?
লে লাদাখ

14. 370 ধারা বাতিল  হওয়াতে ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি?
28 এবং 9   (নতুন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু-কাশ্মীর এবং লাদাখ)
                                           Study With Ishany

15. 'Best Female Asian  Athlete Award' কে ভূষিত হলেন?
মেরি কম

16. বিশ্ব ব্যাংক দ্বারা প্রকাশিত GDP  রাঙ্কিং এ ভারতের স্থান কত ?
    7

17. নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে কে শপথ নিলেন?
RN Ravi                          Study With Ishany

18. 2019 এর জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড সেরা অভিনেতা কে হলেন ?
আয়ুষ্মান খুরানা এবং ভিকি কৌশল

19. 2019 এর জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী কে হলেন?
কীর্তি সুরেশ (তেলেগু ফিল্ম মহান্তি)


             National film award 2019
20.  Best director: Aditya Dhar( for the movie uri: the surgical strike)

21.  Best Hindi film : Andhadhun

22.  Best popular film :Badhaai ho

23.  Best feature film :Helaru ( Gujarati)

24. ভারতীয় ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে পুনরায় কে নিযুক্ত হলেন?
রবি শাস্ত্রী                        Study With Ishany

25. অ্যামাজন রেইন ফরেস্ট যেখানে বিশ্বের 20% অক্সিজেন উৎপন্ন হয়  সেই জঙ্গলে ষোলো দিন ধরে আগুন জ্বলছিল, জঙ্গলটা কোন মহাদেশ অবস্থিত?
দক্ষিণ আমেরিকা

26. ইন্ডিয়ান এয়ার ফোর্স এর প্রথম মহিলা ফ্লাইট কমান্ডার কে হলেন?
Shaliza Dhami

27. 2019 এ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে কে পেলেন ?
বজরং পুনিয়া এবং দীপা মালিক

28. '2019 ভারতরত্ন' পুরস্কারে কোন প্রাক্তন রাষ্ট্রপতি ভূষিত হলেন?
প্রণব মুখার্জি

29. গিনির সর্বোচ্চ সম্মান 'National Order of Merit' এ কে  সম্মানিত হলেন?
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

30. ভারতে প্রথম Under water মেট্রো কোথায় চালু হতে চলেছে?
কলকাতা                          Study With Ishany

31. প্রথম IPS officer এর নাম কি যিনি " Tenzing Norgay National Adventure Award "  দ্বারা সম্মানিত হলেন ?
অপর্ণা কুমার

32. দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে কোন নাম রাখা হবে?
অরুণ জেটলি স্টেডিয়াম

33. কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'The King Hammad Order of The Renaissance' পুরষ্কার প্রদান করে সম্মানিত করল ?
বাহরিণ

34. কোন রাজ্য থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং রাজ্যসভার সদস্য হয়ে নির্বাচিত হয়েছেন?
রাজস্থান

35. Indian National Science Academy প্রথম মহিলা সভাপতি কে হলেন ?
চন্দ্রিমা সাহা

36. গ্রিনপিস ডাটা অনুযায়ী সালফার ডাই-অক্সাইড নির্গমন তালিকায় প্রথম স্থান কোন দেশ আছে ?
ভারত

37. ভারতে নতুন ডিফেন্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন?
অজয় কুমার                     Study With Ishany

38. ভারতীয় ক্রিকেট টিমের বোলিং কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
রমেশ পাওয়ার

39. ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
বিক্রম রাঠোর

40. প্রথম ক্রিকেটার হিসেবে এক দশকে কুড়ি হাজার রান কে করলেন ?
বিরাট কোহলি

41. ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন?
রাজিব গুহ

42. Miss England 2019 শিরোপায় কে ভূষিত হলেন?
ভারতীয় বংশোদ্ভূত ভাষা মুখার্জি

43. 2019 সালে "ভারত গৌরব অ্যাওয়ার্ডে" কে ভূষিত হলেন?
প্রাক্তন ক্রিকেটার কপিল দেব
                                           Study With Ishany

44. Global Innovation Index ,2019 ভারতের স্থান কত?
52    ( প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড)

45. 'Charlie Chaplin award 2019' কে পেলেন?
ব্রিটিশ অভিনেতা Steev Coogan

Pdf link
https://drive.google.com/file/d/10CkZDlBFCPXgkdBSWvy_MHif6jprIpH7/view?usp=drivesdk



  

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...