Tuesday, September 24, 2019

70 টি গুরুত্বপূর্ণ জিকে

        


                 70 টি গুরুত্বপূর্ণ জিকে




1. পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি?
= ডেনমার্ক।

2. মেরি কম কোন রাজ্যের জ?
= মনিপুর।                     Study with Ishany

3. ভারতবর্ষের মঙ্গল অভিযান কবে শুরু হয়?
= 24 শে সেপ্টেম্বর , 2014

4. মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত?
= ভয়গাই।

5. অজন্তা গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত?
= মহারাষ্ট্র।

6. কুঞ্জিলাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
= কর্ণাটক।

7. ডাম্বুলার স্বর্ণমন্দির কোন দেশে অবস্থিত?
= শ্রীলঙ্কা।

                              Study with Ishany
                              
8.অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরের নাম কি?
= সিডনি।

9. প্রথম দাদাসাহেব পুরস্কারজয়ী মহিলার নাম কি?
= দেবিকা রনি।

10.  ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
= উত্তরাখণ্ড।


11.কোন প্রানী বাচ্চা জন্মদিয়েই মারা যায়?
উওর- মাকড়সা
-
12.মৌমাছির রাণী কতটি ডিম দেয়?
উওর- ৩০ হাজার
-
13.কোন প্রানীর পেটে বাচ্চা রাখার থলে আছে?
উওর- ক্যাংগারু
-
14.শীত নিদ্রা আসে কোন প্রানীতে?
উওর- ব্যাঙে।                  
                                -Study with Ishany
                                
15.কোন স্তন্যপায়ী প্রানী ডিম পাড়ে?
উওর- প্লাটিপাস
-
16.বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম কি?
উওর- গোলিয়েথ মাকড়সা
-
17.ম্যালেরিয়া শব্দের অর্থ কি?
উওর- দূষিত বাতাস
-
18.চোখের পানি কেন সৃষ্টি হয়?
উওর- ল্যাক্সিম গন্থির জন্য
-
19. কচু খেলে কেন গলা চুলকায়?
উওর- ক্যালসিয়াম অক্সালেট
-
20.মানুষ কেন কালো হয়?
উওর- মেলানিনের জন্য
                                
                                      Study with Ishany
                                      
21 : এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
উত্তর : ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.)।

22 : এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তর : সালউইন

23.এশিয়ার দীর্ঘতম নদীগুলোর নাম কী?
উত্তর : ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রহ্মপুত্র (২৭০০ কি.মি.)।

24 : ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত?
উত্তর : সানপো।

25: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর : কাস্পিয়ান সাগর, (১, ৪৩, ২৪৪ বর্গ কি.মি.)।

                                    Study with Ishany
                                    
26 : এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর : বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার)।

27 : দক্ষিণ এশিয়ার আয়তন কত?
উত্তর : ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি.।

 28: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : ভারত।

29 : দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শেষ কোনটি?
উত্তর : বাংলাদেশ।

30 : এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি?
উত্তর : এভারেস্ট।

31 : এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি?
উত্তর : লোহিত সাগর।

 32: এভারেস্টের উচ্চতা কত?
উত্তর : ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায়।

 33: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তর : গডউইন অষ্টিন

                                        Study with Ishany
                                        
34.গুগল এর প্রকৃত নাম কি?
উ: ব্যাকরাব।

35.বিশ্বের কোন নগরটি দুই মহাদেশে
অবস্থিত?
উ: ইস্তাম্বুল।

36.কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি?
উ: বালি।

37.টাচ স্ক্রিন মোবাইল আবিষ্কার করেন কে?
উ: স্টিভ জবস।

38.চির বসন্তের নগরী বলা হয় কাকে?
উ: কিটো।

39.বাংলা কার্টুন 'মিনা' কোন শিল্পীর
সৃষ্টি?

উ: মুস্তফা মনোয়ার।         
                                        Study with Ishany
40.জাতিসংঘের পতাকার রং কি?
উ: হালকা নীল।

41.লাল গ্রহ বলা হয় কাকে?
উ: মঙ্গল গ্রহকে।

42.'লিটল বয়' কি?
উ: পারমানবিক বোমা।

43.জলপাই গাছ কিসের প্রতীক?
উ: শান্তির।

44.ATM এর পূর্ণ রুপ কি?
উ: Automated Teller Machine.

45.অলিম্পিক গেমসের প্রতিকে কয়টি বৃত্ত
আছে?
উ: ৫ টি।

                                 Study with Ishany

46.বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ AG 600 কোন দেশের তৈরি.?
---চীন। 


47.  কোন বিজ্ঞানী প্রথম ' লাইসোজোম ' আবিস্কার করেন ?

উঃ বিজ্ঞানী ডি ডুভে [ ১৯৫৫ সালে ]

48.- কোন পতঙ্গ জলে ডিম পাড়ে ?

উঃ ড্রাগন ফ্লাই

49.পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?

উঃ কাইটিন

50.ফ্লোরিজেন - কি ?
                                    Study with Ishany
উঃ উদ্ভিদ হরমোন

51.বাষ্পমোচন হার মাপার যন্ত্রের নাম কি ?

উঃ গ্যানং পোটোমিটার

52. কোষ প্রাচীরের মূল উপাদান কি ?

উঃ সেলুলোজ

53.র‍্যাফাইড কোথায় দেখতে পাওয়া যায় ?

উঃ কচু ও ওলে

54.বেট্রোভাইরাসের উদাহরন কি ?

উঃ এইচ আই ভি

55. পৃথিবীর বৃহত্তম ফল কোনটি ?

উঃ Lodoicea

56.Sycon কোন জাতীয় প্রানী ?

উঃ স্পঞ্জ।                         Study with Ishany

57.মাছির লার্ভাকে কি বলে ?

উঃ ম্যাগট

58.মূলে কাঁটা থাকে কোন গাছে ?

উঃ নারকেল

59. ফিতাকৃমি যুক্ত শুয়রের মাংসকে কি বলে ?

উঃ মিসলী পোর্ক

60.গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কোথা থেকে ক্ষরিত হয় ?

উঃ মস্তিস্কের হাইপোথ্যালামাস থেকে

61.মানব শরীরে দৈনিক কত কোটি কোষ জন্মায় ?

উঃ প্রায় ২০০ কোটি কোশ জন্মায় ও মারা যায়

62.কাপড় কাচার সোডার পুরো নাম কি ?

উঃ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট

                                        Study with Ishany

63.জেরফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?

উঃ ভিটামিন A -র

64.ডিএনএ -এর নক্সা কারা কতসালে তৈরি করেন ?

উঃ ওয়াটসন ও ক্রিক ১৯৫৩ সালে

65.কোন এককোষী উদ্ভিদ খালিচোখে দেখা যায় ?

উঃ অ্যাসিটাবুলারিয়া

66.হামের জন্য কোন ভাইরাস দায়ী ?

উঃ রুবেলা

67.২০ টি আমাইনো আসিডের জন্য ক'টি কার্যকারী কোডন আছে ?

উঃ ৬১ টি।                    
                                         Study with Ishany
                                  
68.লাইকেন কোন প্রকার দূষণের সূচক ?

উঃ বায়ু দূষন

69.আদিমতম স্তন্যপায়ী কোনটি ?

উঃ Echidna

70.Leptotyphlops কি ?

উঃ পৃথিবীর সবথেকে ছোট সাপ

71. সার হিসাবে ব্যাবহার করা হয় কোন ফার্ন কে ?

উঃ অ্যাজোলা

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...