Tuesday, September 24, 2019

80 টি গুরুত্বপূর্ণ জিকে



                  ৮০ টি গুরুত্বপূর্ণ জিকে



1. ব্যাঙ্গালুরু শহরের জনক কে? 
উঃ রামাকৃষ্ণ বালিগা। 

2. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ আয়নো স্তর থেকে।    Study with Ishany

3. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও। 
উঃ ধানের খড়। 

4. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ 1:2,50,000

4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লেখ। 
উঃ পেরাম্বুর।              Study with Ishany

6. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ হিমরেখা। 

7.   বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ। 
উঃ হিমাচল প্রদেশ। 

8.  চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ লোয়েস। 

9. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ? 
উঃ নাইট্রোজেন।

10. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ সিয়াচেন।                    Study with Ishany

11. 'ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি' তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। 

12. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ স্তূপ পর্বত। 

13.  কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ মরু মাটিতে।               Study with Ishany

14. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ গম। 

15. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ দক্ষিণ ভারতে। 

16. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ পশ্চিমবঙ্গে। 

17.  ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উঃ পর্যায়ন। 

18. ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?
উঃ ঘন লাল (Dark Red)।

19. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ পলিমৃত্তিকা। 

20.  দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ আনাইমুদি।             Study with Ishany


21. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
উঃ মন্থকূপ।



21. ভারতের জীবনরেখা কাকে বলা হয়? 
উঃ রেলপথকে (Indian Railways) ।

22. উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? 
উঃ জলপথকে। 

23. ‘জলপাই এর দেশ’ কাকে বলা হয়? 
উঃ স্পেন। 

24.দেশের বৃহত্তম কাগজকল রয়েছে কোথায়? 
উঃ বল্লালপুর (মহারাষ্ট্র)।       Study with Ishany

25. OPEC এর সদর দপ্তর কোথায়? 
উঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা-তে। 

26. পৃথিবীর কোন দেশে কোনো রেলপথ নেই? 
উঃ ভুটান ও আফগানিস্তান। 

27. ভারতের গভীরতম বন্দর কোনটি? 
উঃ ওড়িশার পারাদ্বীপ। 

28. ভারতের হাইটেক বন্দর বলা হয় কাকে? 
উঃ মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু বন্দর। 

29. ভারতের একটি নদী বন্দরের নাম কী? 
উঃ কলকাতা বন্দর।       Study with Ishany

30. ভারতের দীর্ঘতম খালপথ কোনটি? 
উঃ তামিলনাড়ুর বাকিংহাম। 

31. বিশ্বের দীর্ঘতম খালপথ কোনটি? 
উঃ সুয়েজ খাল। 

32. বিশ্বের সর্ববৃহৎ উপগ্রহহীন দূরদর্শন কোনটি? 
উঃ ভারতের জাতীয় দূরদর্শন। 

33. ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা কোনটি? 
উঃ Press Trust of India (PTI) ।

34. বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? 
উঃ চিকাগো।                    Study with Ishany

35. বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি? 
উঃ নিউইয়র্ক। 

36. ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? 
উঃ বাংগাড। 

37. পৃথিবীতে প্রথম সবুজ বিপ্লব হয় কোথায়? 
উঃ মেক্সিকো। 

38. ভারতের মক্কা কাকে বলা হয়? 
উঃ সুরাট। 

39. চির বসন্তের শহর কাকে বলা হয়? 
উঃ ব্যাঙ্গালুরু। 

40.  রূপান্তরিত মূল কোনটি?
 : মিষ্টি আলু।

41.  পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?
 : ঈস্ট।                            Study with Ishany

42. বাংলাদেশের জাতীয় ফল কী?
 : কাঁঠাল।

43.  বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
 : পানি-তাপ-বায়ু।

44. পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?
 : জবা।

45.  ব্যাঙের ছাতা এক ধরনের-
 : ছত্রাক জাতীয় উদ্ভিদ।

46. সবচেয়ে বড় ঘাস-
 : বাঁশ।

47.  সয়াবিন কি জাতীয় শস্য?
 : তেল জাতীয়।

48. পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
: তিন প্রকার।

49. কোনটি অপুষ্পক উদ্ভিদ?
 : ব্যাঙের ছাতা।

50. মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে উদ্ভিদ কেমন দেখায়?
 : পাতা হলুদ দেখায়।          Study with Ishany

51.  কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
 : ফসফরাস।

52. কীসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
: সালফার।

53.  ক্লোরোফিলের মধ্য কোন ধাতব আয়ন আছে?
 : ম্যাগনেসিয়াম।

54. গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?
: অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য।

55. পাতা পীতবর্ণ ধারণ করে কীসের অভাবে?
: নাইট্রোজেনের।

56.  ক্লোরোফিল অণুর উপাদান কী?
: ম্যাগনেসিয়াম।

57. গাছের খাদ্যতালিকায় আছে-
 : N, P, K, S & Zn.           Study with Ishany

58. কীসের অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে?
: ম্যাগনেসিয়াম এবং লৌহ।

59.  উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
: নাইট্রোজেন।


60. বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ টমাস আলবা এডিসন

61. ঘাস কাটার যন্ত্রের নাম কি?
উত্তরঃ লন মেয়ার।

62. সাইকোলজি (Psychology) কি?
উত্তরঃ মনোবিদ্যা।

63.বোটানি (Botany) কি?
উত্তরঃ উদ্ভিদ বিদ্যা।

64.বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তরঃ তিহানে-১।           Study with Ishany

65. বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি?
উত্তরঃ লাইব্রেরি অফ কংগ্রেস।

66. বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি?
উত্তরঃ নীল তিমি।

67. পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তরঃ ২১ শে জুন।

68. পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।

69.সর্বত্র দিন রাত্রি সমান কবে?
উত্তরঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

70.বিশ্বের উল্লেখ্য যোগ্য ট্যাবলেট কম্পিউটারের নাম কি কি?
উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।

71.অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে।

72. ঘূর্ণিঝড় "আইলা"র অর্থ কি?
উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরণের প্রানী।                                Study with Ishany

73.ক্যাসেট আবিষ্কার করেন কে?(অডিও)
উত্তরঃ ফিলিপস কোম্পানী

74. ক্যাসেট আবিষ্কার করেন কে?(বিডিও)
উত্তরঃ সনি কোমাপানী

75. দোলক ঘড়ি আবিষ্কার করেন কে?
উত্তরঃ সি.হাইজেন্স,

76. ভারী পানির সংকেত কি?
উত্তরঃ D2O

77. আমরা যে চক দিয়ে লিখি তা কিসের তৈরী?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) চুনাপাথর।

78.চুনের পানি বা চুনের সংকেত কি?
উত্তরঃ Ca(OH)।            
                                        Study with Ishany
                                        
79. কম্পিউটার সিস্টেম প্রসেসর কে কি বলা হয়?
উত্তরঃ ব্রেইন

80. সবচেয়ে বড় ঘাস কি?
উত্তরঃ বাঁশ

81. একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
উত্তরঃ পাঁচটি

82. একটি রানী মৌমাছি কত বার ডিম পাড়ে?
উত্তর ১০০০ বার


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...