Wednesday, October 16, 2019

আবগারি পুলিশ স্পেশাল এবং প্রাইমারি টেট

               আবগারি  পুলিশ স্পেশাল
                              এবং
                        প্রাইমারি টেট


সমার্থক শব্দ

১)  অংশুল- এর সমার্থক শব্দ কোনটি?

ক) অংশ যুক্ত 
খ) প্রভাব বিশিষ্ট√
গ) প্রভাব 
 ঘ)  ভাগ


২)  অকথন -এর সমার্থক শব্দ কি?

ক) কুকথা √
খ )কখনো বলা হয়নি  যা 
গ) কথার অতীত
ঘ) অনেক কথা


৩) অকারনি- এর সমার্থক শব্দ কি?

ক) যা করা যায় না
খ) অকারণ
গ) ব্যর্থতা
ঘ) আক্রোশ✓



৪) অকালজ -এর সমার্থক শব্দ লেখ

ক) সাদা
খ) কালো নয়
গ) কাল থেকে জাত
ঘ) অকালে জাত✓



৫) অাসান -এর সমার্থক শব্দ লেখ

ক) লাঘব✓
খ) আসছে যে
গ) আগত বছর
ঘ) বিশেষভাবে বসার আসন





বিপরীতার্থক শব্দ


৬) অকৃত্য- শব্দটির বিপরীত অর্থ লেখ

ক) কৃত্যের অযোগ্য
খ) করণীয়✓
গ) কুকার্য 
ঘ) কর্মহীনতা



৭) অখলা- বিপরীত অর্থ কি?

ক) সরলা
খ )খেলার যোগ্য
গ) জটিলা✓
ঘ) উচিত


৮) অগা -বিপরীত শব্দ লেখ

ক) চালাক
খ) বুদ্ধিমান✓
গ) দুরন্ত
ঘ)ধৈর্যশীল


৯) অনঘ- বিপরীত শব্দ লেখ

ক) শয়তান
খ) দুর্বৃত্ত
গ) অসৎ✓
ঘ) হীনজন


১০) অদেব- বিপরীত শব্দ লেখ

ক) ধর্মহীন
খ) ধার্মিক✓
গ) দেবতা
ঘ) অসুর





লিঙ্গ

১১) জ্ঞানবান- স্ত্রীলিঙ্গ কি হবে?

ক) জ্ঞানী
খ)  জ্ঞানবতী✓
গ) জ্ঞানস্বী
ঘ) জ্ঞানস্বিনী


১২) দোয়াত- কোন লিঙ্গ?

ক)  স্ত্রীলিঙ্গ
খ) পুংলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ✓
ঘ) উভয় লিঙ্গ


১৩) শিরোমণি -কোন লিঙ্গ?

ক) স্ত্রীলিঙ্গ
খ) পুং লিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ✓



১৪) কৃতদার -কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভয় লিঙ্গ
ঘ) নিত্য পুং✓


১৫) কাপুরুষ -কোন লিঙ্গ?

ক পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভয় লিঙ্গ
 ঘ) নিত্য পুং✓




বাগধারা


১৬) অহি-নকুল সম্পর্ক- প্রকৃত অর্থ কি?

ক) মুখ দেখাদেখি বন্ধ
খ)সুমধুর সম্পর্ক
গ) সব সময় আরে আরে চলা
ঘ) চির শত্রুর সম্পর্ক✓


১৭) অন্ধের যষ্টি- প্রকৃত অর্থ লেখ

ক) অন্ধের হাতে লাঠি
খ) পথ চলার জন্য হাতে রাখা অবলম্বন
গ) একমাত্র অবলম্বন✓
ঘ)  যে লাঠি দ্বারা আঘাত করা হয়


১৮) অন্ধকারে  ____________  শূন্যস্থানে কি হবে?

ক) ইট-পাটকেল ছোঁড়া
খ) হাতরে বেড়ানো
গ) ঢিল ছোড়া✓
ঘ) খেলা করা



১৯) অল্প বিদ্যা ভয়ংকরী -প্রকৃত অর্থ লেখ

ক) কম জানা লোক ভয়ঙ্কর
খ) সামান্য শিক্ষার বড়াই✓
গ) যে বিদ্যা কোন কাজে লাগে না
ঘ) যে বিদ্যা অকল্যাণকর


২০) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট -প্রকৃত অর্থ কি?

ক) বেশি সন্ন্যাসীতে ধর্ম নষ্ট করে
খ) অনেকের উপস্থিতিতে কাজ পণ্ড ✓
গ) সন্ন্যাসী ছাড়া গাজনের ক্ষতি
ঘ) কোনোটিই নয়




সমাস


২১) রবিশশী -কোন ধরনের সমাস?

ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) তৎপুরুষ
ঘ) দ্বন্দ্ব ✓


২২) হরগৌরী- ব্যাসবাক্য কি হবে?

ক) হরের গৌরী
খ) হর ও গৌরী✓
গ) যে হর সেই গৌরী
ঘ) হর গৌরীর সমাহার


২৩) নয় অতিদূর- সমাসবদ্ধ পদ কি হবে?

ক) অতিদূর
খ) নাতি দুর ✓
গ) নাদূর
ঘ) নয় দুর



২৪)  নরবানর -কোন ধরনের সমাস?

ক) দ্বন্দ্ব সমাস✓
খ) দ্বিগু সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মধারয় সমাস



২৫) গানবাজনা -ব্যাসবাক্য কি হবে?

ক) গানের বাজনা
খ) গান ও বাজনা✓
গ)  যা গান তাই বাজনা
ঘ) গান-বাজনা সমাহার


বাক্য পরিবর্তন


২৬) আমরা পরের উপকার করবো মনে করলেই উপকার করতে পারিনা- কোন ধরনের বাক্য?

ক) জটিল বাক্য✓
খ) সরল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য


২৭) ধনের ধর্মই অসাম্য -না-বাচক বাক্যে কি হবে?


ক) ধনের ধর্ম অসাম্য নয়
খ) ধনের ধর্মই সাম্য নয়✓
গ) ধনের ধর্মই  সাম্যের অভাব
ঘ) ধনের ধর্মই অসাম্য অসাম্য হীন


২৮) আমাদের ডাকের মধ্যে গরজ ছিল কিন্তু সত্য ছিল না - সরল বাক্যে লেখ

ক) আমাদের ডাকের মধ্যে গরজ থাকলেও  সত্য ছিল না✓
খ) আমাদের ডাকের মধ্যে গরজ এবং সত্য ছিল না
গ) আমাদের ডাকের গরজ ও ছিল সত্য ও ছিল


২৯) সেখানে কান্ডটা কি হচ্ছে সেটা জানা চাই- সরল বাক্যে লেখ লেখ

ক) সেখানকার কান্ডটা জানতে ইচ্ছুক
খ) সেখানকার কান্ডটা জানা চাই✓
গ) সেখানকার কান্ডটা যেন অজানা থাকে না


৩০) আমাদের সেই মনের ভাবের কোন পরিবর্তন হইল না -অস্তর্থক বাক্যে পরিণত করো

ক) আমাদের সেই মনের ভাবের কোন  অপরিবর্তন চোখে পড়ল না
খ) আমাদের সেই মনের ভাব অপরিবর্তিতই রইল✓
গ) আমাদের মনের ভাব পরিবর্তনীয় নয়


https://drive.google.com/file/d/1NLbSVogCWR68XDCiQU2COCalBnde86_V/view?usp=drivesdk


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...