Friday, October 11, 2019

Current affairs of September 2019





Current affairs of September 2019
১) পাকিস্তান ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?

মিসবা-উল-হক

২) স্বচ্ছ ভারত অভিযানের জন্য Global Goalkeeper Award এ কে সম্মানিত হলেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি.    
     
৩) ভারতের কোন রাজ্য 2020 সাল কে yaar of
Artificial Intelligence ( AI) হিসেবে পালন করবে?

তেলেঙ্গানা

৪) ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে light combat aircraft (LCA) Tejas এ কে উড়তে চলেছেন?

Rajnath Singh

৫) ইন্ডিয়ান এয়ার ফোর্স এর প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন?

রাকেশ কুমার সিং ভাদুরিয়া

৬) Indian International Science festival(IISF) 5th edition কোথায় অনুষ্ঠিত হবে?

কলকাতা

৭) Director General of Health Services পদে কে নিযুক্ত হলেন?

সঞ্জয় ত্যাগী

৮) প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির Principal Secretary হিসেবে কে নিযুক্ত হলেন?

প্রমদ কুমার মিশ্র      
            
৯) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে  প্রথম বোলার হিসেবে 100 টি উইকেট সম্পূর্ণ কে করলেন?

Lasith Malinga

১০) parliamentary standing committee চেয়ারম্যান হিসেবে কে  নিযুক্ত হলেন?

বিজয় সাই রেড্ডি

১১) International Monetary Fund ( IMF) মুখ্য পদে কে নিযুক্ত হলেন?

ক্রিস্টালিনা জর্জিভা

১২)  ওয়ার্ল্ড বক্সিং চাম্পিয়নশিপ প্রথম ভারতীয় হিসেবে কে সিলভার মেডেল পেলেন?

Amit panghal

১৩) আন্তর্জাতিক শান্তি দিবস 2019 এর থিম কি ছিল?

Climate Action for Peace

১৪) পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হলেন?

রাজীব সিনহা.      
          
১৫) 2019 এ দাদাসাহেব ফালকে আওয়ার্ড কে সম্মানিত হচ্ছেন?

অমিতাভ বচ্চন

১৬) উপজাতি সম্প্রদায়ের প্রথম মহিলা পাইলট হিসেবে কে নিযুক্ত হলেন ?

উড়িষ্যার অনুপ্রিয়া লাকরা

১৭) বিশ্ব সাক্ষরতা দিবস 2019 এর থিম কি ছিল?

Literacy and multilingualism

১৮) রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন ?

কলরাজ মিশ্র     

                 
১৯) IMD World Digital Competitiveness Ranking 2019 ভারতের রেঙ্ক কত?

44


২০) Gauri Lankesh National Award কে সম্মানিত হলেন?

Ravish Kumar


২১) Indian air Force এর vice chief পদে কে নিযুক্ত হলেন?

Air Marshal Harjit Singh Arora


২২) প্রথম ছাত্রী হিসেবে president of India prize 2019 কে পেল?

কবিতা গোপাল       

           
২৩) ভারতের কোন কোম্পানি United Nations Global climate action award পেল?

ইনফোসিস


২৪) MP Birla Memorial Award 2019 কে পেলেন?

Thanu padmanabhan


২৫) World Rabies day  (28 th September )থিম কি ছিল?

Rabies : vaccinate to eliminate


২৬) Daughter of the Nation উপাধিতে কে সম্মানিত হলেন?

লতা মঙ্গেসকার          Study With Ishany


২৭) কেরালা র নতুন রাজ্যপাল কে হলেন?

আরিফ মহাম্মদ খান


২৮) মোটর স্পোর্টস বিভাগের সর্বপ্রথম অর্জুন পুরস্কার কে পেল?

গৌরভ গিল


২৯)" A short history of Indian railways "বইটি কে লিখলেন?

রাজেন্দ্র বি আকলেকার


৩০) 'Being Gandhi ' শিরোনামে বইটি কে লিখলেন?


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...