Friday, November 15, 2019

মনসামঙ্গল



মনসামঙ্গল

১) মনসামঙ্গল কাব্যের কবি ও তাদের কাব্য

কানা হরিদত্ত- পঞ্চদশ শতকের কবি। তার কাব্যের নাম কালিকাপুরাণ বা মনসামঙ্গল

বিজয় গুপ্ত- পঞ্চদশ শতকের কবি ।তাঁর কাব্যের নাম পদ্মপুরাণ।

নারায়ণ দেব -পঞ্চদশ শতকের কবি ।তাঁর কাব্যের নাম পদ্মপুরাণ।

বিপ্রদাস পিপলাই -পঞ্চদশ শতকের কবি ।তার কাব্যের নাম মনসা বিজয়।

ষষ্ঠীধর দত্ত - ষোড়শ শতকের কবি। তার কাব্যের নাম পদ্মপুরাণ।

তন্ত্র বিভূতি- সপ্তদশ শতকের কবি। তাঁর কাব্যের নাম পদ্মপুরাণ।         Study With Ishany

কেতকাদাস ক্ষেমানন্দ - সপ্তদশ শতকের কবি ।তার কাব্যের নাম ক্ষেমা নন্দী।

জগজ্জীবন ঘোষাল- অষ্টাদশ শতকের কবি ।
তার কাব্যের নাম মনসামঙ্গল।


২) মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
-কানা হরিদত্ত

৩) মনসামঙ্গল কাব্যের কয়টি ধারা?
-তিনটি ধারা- পূর্ববঙ্গ ,পশ্চিমবঙ্গ ,উত্তরবঙ্গ

৪) পূর্ববঙ্গের কবি কে কে ছিলেন?
-কানা হরিদত্ত ,বিজয়গুপ্ত ,নারায়ণ দেব প্রমূখ

৫) পশ্চিমবঙ্গের রাঢ় বঙ্গের কবি কে ছিলেন?
-বিপ্রদাস পিপলাই ,কেতকাদাস ক্ষেমানন্দ

৬) উত্তরবঙ্গের কবি কে ছিলেন?
-তন্ত্র বিভূতি ও জগজ্জীবন ঘোষাল

৭) কোন কবির কাব্যে চৈতন্য বন্দনা আছে?
-কেতকাদাস ক্ষেমানন্দ

৮) কেতকাদাস এর প্রকৃত নাম কি?
- ক্ষেমানন্দ                     Study With Ishany

৯) কেতকাদাসের কাব্যের কটি পালা?
-পাঁচটি পালা

১০) পূর্ববঙ্গে কার কাব্য ক্ষেমানন্দী নামে পরিচিত?
-কেতকাদাস ক্ষেমানন্দ

১১) পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন মনসামঙ্গল কাব্যের কবি কে?
-বিপ্রদাস পিপলাই

১২) বিপ্রদাস পিপলাই কোথায় জন্মগ্রহণ করেন?
-উত্তর 24 পরগনা জেলার বাদুড়া বটগ্রাম 

১৩) মনসা কে 'জাঙ্গুলী তারা 'বলা হয়েছে কোন গ্রন্থে?
-সাধন মালা গ্রন্থ

১৪) নারায়ন দেবের উপাধি কি ছিল?
-সুকবি বল্লভ

১৫) উনবিংশ শতাব্দীর দুজন মনসামঙ্গল কাব্যের কবি নাম লেখ।
- রঘুনাথ ও জগমোহন মিত্র

১৬) জাগরণ পালা কার লেখা?
-দ্বিজ বংশীদাস

১৭) অষ্টাদশ শতাব্দীর দুজন মনসামঙ্গল কাব্যের কবির নাম লেখ।
-জীবন মিত্র ও বিষ্ণু পাল

১৮) দ্বিজ বংশীদাস কোথাকার কবি?
-পূর্ববঙ্গের কবি             Study With Ishany

১৯) মনসার গান কোথায় ঝাপান নামে পরিচিত?
- পশ্চিমবঙ্গ

২০) মনসা মঙ্গলের কোন কবির উপাধি গুণরাজ খাঁ?
-ষষ্ঠীধর দত্ত

২১) বিজয়গুপ্তের মনসামঙ্গল কার সম্পাদনায় প্রকাশিত হয়?
-প্যারীমোহন দাশগুপ্ত

২২) মনসার পূজা প্রথম কোন ভাষাভাষী মানুষেরা শুরু করেন?
-দ্রাবিড় ভাষাভাষী

২৩) 'বিজয় গুপ্ত দেবতার মাহাত্ম্য রচনা করেন নাই, মানবের ই মঙ্গল গান গাহিয়াছেন' -কার কথা এটি?
-আশুতোষ ভট্টাচার্য

২৪) অস্ট্রিক দের ভাষাতে মনসা দেবী কে কি বলে?
-মনচআ মা

২৫) কোন কবি মনসামঙ্গল ও  ধর্মমঙ্গল দুই কাব্যই রচনা করেছেন?
-সীতারামদাস           Study With Ishany

২৬) জগজ্জীবন ঘোষাল কোথাকার কবি ছিলেন?
-উত্তরবঙ্গ

২৭) কার রচিত কাব্য প্রথম মুদ্রিত হয়?
-কেতকাদাস ক্ষেমানন্দ(1844 খ্রিস্টাব্দে)

২৮) মনসামঙ্গল কাব্যের রস কি?
-বীর রস ও করুণ রস

২৯) ধন্বন্তরি ওঝা কোন সাপের কামড়ে মারা যান?
-উদয় কাল

৩০) প্রাচীন গ্রিসের সর্প দেবীর নাম কি?
-মেডুসা


                  Study With Ishany


https://drive.google.com/file/d/1iFut7_qEFMIeYLXqS2iWV_oyJISV-mda/view?usp=drivesdk


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...