Saturday, November 16, 2019

শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব



শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব

কেন্দ্রীয় টেট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তর

                             
১) একজন সৃজনশীল শিক্ষার্থী বলা যায় তাকে যে:

ক) চিত্রাঙ্কনে অত্যন্ত প্রতিভাবান
খ) খুবই বুদ্ধিমান
গ) পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করতে সক্ষম
ঘ)বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে এবং সমস্যা সমাধান করতে দক্ষ√


২) শিক্ষার্থীরা একে অন্যের থেকে পৃথক:

ক) বৃদ্ধি ও বিকাশের  নীতির দিক থেকে
খ) বিকাশের হারের দিক থেকে√
গ) বিকাশের ক্রমের দিক থেকে
ঘ) বিকাশের সাধারন ক্ষমতার দিক থেকে

৩) ধারণার বিকাশ প্রাথমিকভাবে কিসের অংশ?

ক) আবেগের বিকাশ
খ) বৌদ্ধিক বিকাশ√
গ) শারীরিক বিকাশ
ঘ) সামাজিক বিকাশ

৪) গভীরতম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ ঘটে:

ক) ব্যক্তির সমগ্র জীবনব্যাপী
খ) বয়ঃসন্ধির সময়√
গ) শৈশবে
ঘ) প্রাপ্তবয়স্ক অবস্থায়


৫) শিক্ষার্থীরা যা শিখেছি তা মনে আনা বা স্মরণ করতে তাদের সাহায্য করা গুরুত্বপূর্ণ কারণ:

ক) শ্রেণিকক্ষে কোন নির্দেশ দানের ক্ষেত্রে এটি সুবিধাজনক প্রারম্ভ
খ) আগে থেকে জানা কোন বিষয়ে নতুন তথ্য সংযোগ শিক্ষাকে ত্বরান্বিত করে√
গ) পুরনো পড়ায় ঝালিয়ে নেওয়ার এটি কার্যকরী পদ্ধতি
ঘ) এটি শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়িয়ে শিক্ষাকে দৃরতা দেয়


৬) সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন:

ক) সরাসরি শিক্ষাদান ও সরাসরি প্রশ্ন করা
খ) বিষয়ানুগ প্রশ্ন
গ) সীমা মুক্ত প্রশ্ন√
ঘ) অত্যন্ত শৃংখলাবদ্ধ শ্রেণিকক্ষ

৭) ছাত্রদের শিক্ষার ফাক গুলি নির্ধারণের পরের কর্তব্য:

ক) উপযুক্ত সংশোধন মূলক ব্যবস্থা গ্রহন√
খ) ক্রমাগত নিবিড় অনুশীলন
গ) সমস্ত পাঠ গুলির সুসংবদ্ধ পুনঃ পাঠ
ঘ) ফাক নির্ধারণের পাওয়া তথ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জানানো


৮) শিক্ষার একটি বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য নয়?

ক) শিক্ষা একটি পদ্ধতি যা আচরণের মধ্যস্থতা করে
খ)শিক্ষা অর্জন করা যায় নির্দিষ্ট অভিজ্ঞতার মধ্য দিয়ে
গ) আচরণের চর্চাই শিক্ষা√
ঘ) না শেখাও শিক্ষার একটি অংশ


৯) শিক্ষার্থীদের নিজস্ব  বিধি বা self-regulation হলো:

ক) নিজেদের শিক্ষাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা√
খ) ছাত্রদের আচরণের বিধি প্রণয়ন
গ) ছাত্র সংগঠন কর্তৃক প্রস্তুত করার নিয়ম ও বিধি
ঘ) নিজের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ


১০) নিচের কোনটি 'বোঝানোর জন্য শিক্ষাদান 'কে নির্দেশ করেনা:

ক) ছাত্রদের নিজের ভাষায় কোনো ঘটনা বা ধারণাকে ব্যাখ্যা করতে বলা
খ) কোন নীতি কিভাবে কাজ করে তা বোঝাতে উদাহরণের ব্যবহার করতে ছাত্রদের শেখানো
গ) নিল মিল দেখে সদৃশ্যতা নিরূপণ করতে ছাত্রদের শেখানো
ঘ) বিচ্ছিন্ন ঘটনায় পদ্ধতি স্মরণে রাখতে ছাত্রদের সমর্থ করা√


১১) শিক্ষা সম্বন্ধে নিচের কোনটি সঠিক?

ক) শিশুদের ভুল থেকে বোঝা যায় যে কোন শিক্ষা লাভই হয়নি
খ) ইতিবাচক আবেগ ও শিক্ষার্থী সন্তুষ্টি যে পরিবেশে আছে সেখানেই শিক্ষা কার্যকরী হতে পারে√
গ) শিক্ষার কোন ধাপেই আবেগজনিত বিষয় শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করে না
ঘ) শিক্ষা মৌলিকভাবে একটি মানসিক কাজ


১২) মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট নির্দিষ্ট কিছু নীতির উপর নির্ভরশীল । নিচের কোনটি মানব উন্নয়নের নীতি নয়

ক) ধারাবাহিকতা
খ) ক্রমান্বয়তা
গ) সাধারন থেকে সুনির্দিষ্ট
ঘ) বিপরীত সম্ভাব্যতা√

১৩) অক্ষম বা পিছিয়ে পড়া ছাত্র দের জন্য কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সুসংগত শিক্ষা প্রকল্পের লক্ষ্য কোন ধরনের অক্ষম ছাত্রদের শিক্ষার সুযোগ দেওয়া:

ক) সাধারণ স্কুলের ছাত্র√
খ) বিশেষ বা স্পেশাল স্কুলের ছাত্র
গ) মুক্ত বা ওপেন স্কুলের ছাত্র
ঘ) ব্লাইন্ড রিলিফ অ্যাসোসিয়েশন স্কুলের ছাত্র


১৪) নিচের কোনটি কমবয়সী শিক্ষার্থীদের পড়ার বা রিডিং সমস্যাকে চিহ্নিত করে না:

ক) বর্ণ  ও শব্দ চেনার সমস্যা
খ) পড়া দ্রুততা ও সাবলীলতার সমস্যা
গ) শব্দ ও ধারণা বুঝতে পারার সমস্যা
ঘ) বানানের ধারাবাহিকতা রক্ষায় সমস্যা√


১৫) একজন শিক্ষক তার ক্লাসের বিশেষভাবে প্রতিভাবান শিশুদের তাদের যোগ্যতা অর্জন করাতে চান । লক্ষ্য পূরণে তিনি নিচের কোনটি করবেন না

ক) পড়াশোনার বাইরের কাজ গুলি তাদের উপভোগ করতে শেখাবেন
খ) চাপ সামলাতে শিশুদের শেখাবেন
গ) বিশেষ নজর দেওয়ার জন্য সহপাঠীদের থেকে তাদের আলাদা করবেন
ঘ) তাদের দক্ষতা বাড়াতে তাদের চ্যালেঞ্জ করবেন√



১৬) নিচের কোনটি গঠনমূলক মূল্যায়ন বা  ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর উপকরণ নয়:

ক) অ্যাসাইনমেন্ট
খ) মৌখিক প্রশ্ন
গ)  টার্ম টেস্ট√
ঘ) কুইজ ও খেলা


১৭) শিক্ষার্থীদের কখনোই উৎসাহিত করা যাবে না:

ক) ক্লাসের বাইরে ও ভেতরে যত বেশি সম্ভব প্রশ্ন করতে
খ)দলবদ্ধ কাজে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয়ভাবে মত বিনিময় করতে
গ) সহপাঠক্রমিক কাজে যত বেশি সম্ভব অংশগ্রহণ করতে
ঘ) শিক্ষক যেসব প্রশ্ন করতে পারেন তার সব উত্তর মনে রাখতে√


১৮) ইরফান খেলনা ভেঙে ফেলে ও বিচ্ছিন্ন করে উপকরণগুলি কে বুঝতে চায় ।এক্ষেত্রে আপনার কর্তব্য:

ক) ইরফান কে কখনোই খেলনা নিয়ে খেলতে দেবেন না
খ) সব সময় তার উপর নজর রাখবেন
গ) তার অনুসন্ধিতসা কে উৎসাহ দেবেন এবং তার উৎসাহকে ঠিক পথে পরিচালিত করবেন√
ঘ) খেলনা ভাঙ্গা যে উচিত নয় তা ইরফানকে বোঝানো

১৯) পুরুষরা সাধারণভাবে মহিলাদের চেয়ে বেশি বুদ্ধিমান -এই বক্তব্যটি:

ক) সঠিক
খ) সঠিক হতেও পারে
গ) লিঙ্গবৈষম্যকে সূচিত করে
ঘ) বুদ্ধির বিভিন্ন ক্ষেত্রে সঠিক√


২০) একটি শিশুর সঠিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হলো তার শারীরিক স্বাস্থ্যের বিকাশ -এই বাক্যটি

ক)ঠিক নয়, কারণ শারীরিক বিকাশ অন্যান্য ক্ষেত্রের বিকাশ কে প্রভাবিত করে না
খ)ভুল হতে পারে, কারণ বিকাশ ব্যক্তিবিশেষের ভিন্নতর হয়
গ) সঠিক ,কারণ বিকাশের ক্রমপর্যায় শারীরিক বিকাশ সবার আগে স্থান পায়
ঘ)সঠিক, কারণ শারীরিক বিকাশ অন্যান্য ক্ষেত্রের বিকাশের সঙ্গে আন্তঃসম্পর্ক যুক্ত√

https://drive.google.com/file/d/1iLYAti12IZsbOPIv7HhZcIvVPbBSWuE3/view?usp=drivesdk






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...