Sunday, November 17, 2019

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা সাহিত্যের ইতিহাস

১)বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে  ?
রবীন্দ্রনাথ ঠাকুর
                     
২)সমরেশ বসুর প্রথম লিখিত উপন্যাসের নাম কি?
নয়নপুরের মাটি

৩)সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তরঙ্গ

৪)জগদ্দল উপন্যাসের রচয়িতা কে?
সমরেশ বসু  (1966 খ্রিস্টাব্দে)

৫)গোগল চরিত্রের সৃষ্টিকর্তা কে?
সমরেশ বসু

৬)সমরেশ বসু যান্ত্রিক জীবনের যন্ত্রণা নিয়ে কোন উপন্যাস লিখেছেন?
ওদের বলতে দাও ,ছায়া ঢাকা মন, পথিক

৭)'তুঙ্গভদ্রার তীরে 'কোন সাহিত্যিকের রচনা?
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

৮)বাংলা সাহিত্যে আধুনিকতার জনক কে?
মাইকেল মধুসূদন দত্ত

৯)মধ্যযুগের প্রথম কবি কে?
বড়ু চন্ডীদাস

১০)রাজ শেখর বসুর অভিধান সংকলিত গ্রন্থের নাম কি?
চলন্তিকা( রচনাকাল 1937 খ্রিস্টাব্দ)

১১)ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা কে?
সত্যজিৎ রায়

১২)টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা কে?
নারায়ন গঙ্গোপাধ্যায়

১৩)'ভুবন সোম 'উপন্যাসটির লেখক কে?
বলাইচাঁদ মুখোপাধ্যায়

১৪)রাজ শেখর বসুর প্রথম ছোট গল্পের নাম কি?
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড।   (পরশুরাম ছদ্মনাম 1922 সালে তিনি এটি রচনা করেন।এই ছোটগল্পটি ভারত বর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল)

১৫)বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাসের নাম কি?
সাড়া (এটি প্রগতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল)

১৬)'ঘুম নেই 'কাব্য গ্রন্থটি কে লিখেছেন?
সুকান্ত ভট্টাচার্য

১৭)'শেষ প্রশ্ন 'কার রচিত উপন্যাস?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৮)অচিন্ত্যকুমার সেনগুপ্ত কোন কাব্য গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান?
উত্তরায়ন

১৯)কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ' বিশ্বকবি 'সম্মানে ভূষিত করেন?
ব্রহ্মবান্ধব উপাধ্যায়

২০)'চন্দ্রহাস 'কার ছদ্মনাম?
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

২১)বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
পশ্চাৎপট (এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন)

২২)বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা  প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
মালঞ্চ পত্রিকা

২৩)বিভূতিভূষণের তৃণাঙ্কুর কি জাতীয় রচনা?
দিনলিপি জাতীয় রচনা (রচনাকাল 1943 খ্রিস্টাব্দ)

২৪)কারা ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি দেয়?
সংস্কৃত কলেজ


২৫)প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাসের নাম কি?
 পাঁক (রচনাকাল 1926 খ্রিস্টাব্দ)

২৬)ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি?
প্রেমেন্দ্র মিত্র

২৭)পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী অংশের নাম কি?
অপরাজিতা

২৮)পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ কোথায় বসে লেখেন?
বিহারের ভাগলপুর

২৯)পথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
বিচিত্রা

৩০)বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে গীতার অনুশীলন তত্ত্বের কথা রয়েছে?
আনন্দমঠ উপন্যাসে

৩১)'মাকু 'উপন্যাসের রচয়িতা কে?
লীলা মজুমদার ( 1969 খ্রিস্টাব্দে)

৩২)রবীন্দ্রনাথের 'অভিলাষ 'কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
তত্ত্ববোধিনী পত্রিকা

৩৩)'বর্তিকা 'নামক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
মহাশ্বেতা দেবী

৩৪)মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত রচনা নাম কি?
রবীন্দ্রনাথের ছেলেবেলা (এটি 1939 খ্রিস্টাব্দে রং মশাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল)

৩৫)তারাশঙ্করের কোন  গ্রন্থে মৃত্যুচেতনা প্রকাশিত হয়েছে?
আরোগ্য নিকেতন (রচনাকাল 1953 খ্রিস্টাব্দ)

৩৬)'নারীর মূল্য 'গ্রন্থের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (তিনি গ্রন্থটি অনিলা দেবী ছদ্মনামে রচনা করেছেন)

৩৭)'চিত্রগুপ্তের ফাইল 'কার গল্পগ্রন্থ?
সতীনাথ ভাদুড়ী

৩৮)বিভূতিভূষণ এর প্রথম প্রকাশিত গল্পের নাম কি?
উপেক্ষিতা

৩৯)বিভূতিভূষণের রচিত একটি শিশু সাহিত্যের নাম বল।
চাঁদের পাহাড়।  (রচনাকাল 1937 খ্রিস্টাব্দ)

৪০)মানিক বন্দ্যোপাধ্যায় একটি ভৌতিক গল্পের নাম বলুন।
নমুনা

৪১)মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক গ্রন্থের নাম বলুন।
ছোট বকুলপুরের যাত্রী

৪২)বাংলার মোপাসাঁ কাকে বলা হয়?
প্রভাত কুমার মুখোপাধ্যায়

৪৩)তারাশঙ্কর তার 'রসকলি 'গ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর

৪৪)তারাশঙ্করের একটি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম বলুন।
আমার সাহিত্য জীবন

৪৫)তারাশঙ্করের একটি কাব্যগ্রন্থের নাম বলুন।
ত্রিপত্র

৪৬)তারাশঙ্করের প্রথম উপন্যাসের নাম কি?
চৈতালি ঘূর্ণি


৪৭)বিভূতিভূষণের ধর্মতলার খেতাল চন্দ্র মেমোরিয়াল স্কুল এর অভিজ্ঞতা পাওয়া যায় কোন  উপন্যাসে?
অনুবর্তন

৪৮)বিভূতিভূষণের কোন উপন্যাসে মহাযুদ্ধ ,দুর্ভিক্ষের কথা জানা যায়?
অশনি সংকেত (রচনাকাল 1959 খ্রিস্টাব্দ)

৪৯)কল্লোলের কুলবর্ধন কাকে বলা হয়?
মানিক বন্দ্যোপাধ্যায় (অচিন্ত্যকুমার তাকে এই উপাধি দিয়েছিলেন)

৫০)মানিক বন্দ্যোপাধ্যায়ের 'অতসীমামী 'গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
বিচিত্রা পত্রিকা (1929 খ্রিস্টাব্দে)

৫১)মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি নাটকের নাম বলুন।
ভিটেমাটি (রচনাকাল 1946 খ্রিস্টাব্দ)

৫২)মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি?
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

৫৩)লাঙ্গল পত্রিকার সম্পাদক কে?
নজরুল ইসলাম।এছাড়াও তিনি ধুমকেতু ,গণবাণী পত্রিকার সম্পাদনা করেছেন।

৫৪)রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন গ্রন্থ রচনা করেন?
বঙ্গলক্ষীর ব্রত কথা

৫৫)তারাশঙ্করের সাহিত্য রচনার সূত্রপাত কোন বিষয় দিয়ে?
তর্পণ নাটক দিয়ে (এটি একটি মারাঠি নাটক যা, 1921 সালে রচিত)

৫৬)তারাশঙ্করের কোন উপন্যাস যীশুখ্রীষ্ট প্রচারিত কল্যাণের আদর্শ নিয়ে রচিত?
সপ্তপদী (রচনাকাল 1957 খ্রিস্টাব্দ)

৫৭)পাগলা দাশু চরিত্র সৃষ্টি কর্তা কে?
সুকুমার রায়

৫৮)' কাকাবাবু ' চরিত্রের সৃষ্টিকর্তা কে?
সুনীল গঙ্গোপাধ্যায়

৫৯)সত্যেন্দ্রনাথ কে' ছন্দের রাজা 'কে বলতেন?
রবীন্দ্রনাথ ঠাকুর

৬০)'জাগরি 'বইটির লেখক কে?
উঃ সতীনাথ ভাদুড়ি

৬১)'প্রথম আলো 'বইটির লেখক কে?
উঃসুনীল গঙ্গোপাধ্যায় 

৬২)'পথের পাঁচালি 'বইটির লেখক কে?
উঃবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৬৩)'মেঘদূত 'বইটির লেখক কে?
উঃকালিদাস

৬৪)'দেবদাস 'বইটির লেখক কে?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

৬৫)'পবিত্র পাপী 'বইটির লেখক কে?
উঃনানক সিং

৬৬)'নারী 'বইটির লেখক কে?
উঃহুমায়ুন আজাদ

৬৭)'গোদান 'বইটির লেখক কে?
উঃ মুন্সি প্রেমচন্দ

৬৮)'লজ্জা ' বইটির লেখক কে?
উঃ তসলিমা নাসরিণ

৬৯)'আওয়ার ফ্লিমস দেওয়ার ফ্লিমস ' বইটি লেখক কে?
উঃ সত্যজিৎ রায়

৭০)'দ্বিখন্ডিত 'বইটির লেখক কে?
উঃ তসলিমা নাসরিণ

৭১)বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উঃ চন্দ্রাবতী

৭২)বাংলা আধুনিক কবিতার প্রর্বতক কে?
উঃ মাইকেল মধুসূধন দত্ত

৭৩)বাংলা সনেটের রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূধন দত্ত

৭৪)যুগসন্ধিক্ষণের কবি কে?
উঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

৭৫)কথোপকথন এর গ্রন্থকার কে?
উঃ উইলিয়াম কেরি

৭৬)হুতোম প্যাঁচার নকসা-এর রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ

৭৭)বাংলা সাহিত্যের জনক কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

৭৮)বাংলা গদ্যের জনক কে?
উঃ ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর

৭৯)রবীন্দ্রনাথ ঠাকুর নজরূলকে কোন নাটক উৎসর্গ করেছিল?
উঃ বসন্ত

৮০)শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক
বাজেয়াপ্ত হয়েছিল?
উঃ পথের দাবী

৮১)ধনধন্যে পুষ্প ভরা, আমাদের এই বসুনধরা এটা কার রচনা?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়

৮২)'পথের প্যাঁচালি 'কার রচনা?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৮৩)নজরূলের প্রথম উপন্যাস ও কবিতার নাম কি?
উঃ মৃত্যুক্ষুধা(উপন্যাস) মুক্তি (কবিতা)

৮৪)নজরূলের 'সঞ্চিতা 'কাকে উৎসর্গ করেছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর কে

৮৫)'নক্সী কাঁথার মাঠ 'কাব্যেটি কার রচয়িতা?
উঃ জসিম উদ্দিন

৮৬)বিভূতিভূষণ বন্ধ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি?
উঃপথের পাঁচালি

৮৭)পথের পাঁচালি কত সালে প্রকাশিত হয়?
উঃ 1929 সালে

৮৮)জীবনানন্দ দাসের প্রথম কাব্যের নাম কি?
উঃ ঝরা পালক

৮৯)ঝরা পালক কত সালে প্রকাশিত হয়?
উঃ 1928 সালে

৯০)'পদ্মা নদীর মাঝি 'উপন্যাসটি কার রচনা?
উঃ মানিক বন্ধ্যোপাধ্যায়

৯১)পদ্মা নদীর মাঝি উপন্যাস টি কবে প্রকাশিত হয়?
উঃ1936 সাল

৯২)বেগম সুফিয়া কামালের প্রথম গল্প কোনটি?
উঃ কেয়ার

৯৩)মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ও প্রধান মহিলা কবি কে?
উঃ চন্দ্রাবতী

৯৪)আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উঃ স্বর্ণকুমারী দেবী

৯৫)বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে?
উঃ স্বর্ণকুমারী দেবী

৯৬)বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকে?
উঃ মীর মশাররফ হোসেন

৯৭)আধুনিক বাংলার গীতিকাব্যে প্রথম ও প্রধান কবি কে?
উঃ বিহারীলাল চক্রবর্তী 

৯৮)মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উঃ ভরতচন্দ্র

৯৯)বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
উঃ ভরতচন্দ্র

১০০)বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম কবি কে?
উঃ ঈশ্বচন্দ্র গুপ্ত

১০১)বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
উঃ ডঃ দিনেশচন্দ্র সেন

১০২)বাংলা সাহিত্যের প্রথম/আদি কবি কে?
উঃ লুইপা

১০৩)বাংলায় পদাবলির প্রথম কবি কে?
উঃ চন্ডীদাস

১০৪)বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূধন দত্ত

১০৫)কাব্য রচনাকারী প্রথম মুসলিম কে?
উঃ মোজাম্মেল হক

১০৬)বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূধন দত্ত

১০৭)বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উঃমাইকেল মধুসূধন দত্ত

১০৮)বাংলা ভাষায় প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী কে?
উঃ কাজী নজরূল ইসলাম

১০৯)বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?
উঃ প্রমথ চৌধুরী 

১১০)বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এর নাম কি এবং এটা কার রচয়িতা?
উঃ আলালের ঘরে দুলাল এবং এর রচয়িতা প্যারীচাঁদ (1858)

১১১)বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী প্রধান কাব্য কি?
উঃঅগ্নিবীণা (1922)

১১২)বাংলা ছাপার অক্ষরে প্রথম মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই এর নাম কি?
উঃ কথোপকথন (1801)

১১৩)প্রথম বাংলা সবাক চিত্র এর নাম কি?
উঃ জামাই ষষ্ঠী (1931)

১১৪)ছাপা অক্ষরে প্রথম বইটির নাম কি?
উঃ কৃপা শাস্ত্রের অর্থভেদ

১১৫)সর্বপ্রথম বাংলা প্রকাশিত সংবাদ পত্রিকা দিকদর্শন কত সালে প্রকাশিত হয়?
উঃ 1818 সালে

১১৬)প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন?
উঃ চন্দ্রাবতী

১১৭)মধুমালতী কাব্যের অনুবাদক কে?
উঃ মহম্মদ কবির

১১৮)মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে?
উঃ হিন্দি

১১৯)অরণ্যক উপন্যাসের রচয়িতা কে?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


https://drive.google.com/file/d/1iv2EdtewwP7Jo2RWkZVUUaqvOURqp_yA/view?usp=drivesdk








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...