Sunday, December 15, 2019

WBSI PRELIMINARY GK PART SOLVE 15th December, 2019




WBSI PRELIMINARY GK PART SOLVE
              15th December, 2019
১) প্যালিঅন্তলোজি কোন বিষয়ের অধ্যায়ন?
উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম
২) নিউটনের প্রথম গতিসূত্র টি পরিচিত হয়েছে
জড়তার মূলনীতি
৩) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল
13th April,1919
৪) ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন
সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্য
দ্বারা
৫) বীরবলের আসল নাম কি ছিল?
মহেষ দাস
৬) হীরা শক্ত হওয়ার কারণ
B) সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ
৭) লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময় কাল হলো
A) 60 মিনিট।      Study with Ishany
৮) নিম্নলিখত বিভাগের কোনটি থেকে ভারত তার GDP  সর্বাধিক অংশ লাভ করে?
B) সেবা ক্ষেত্র
৯) পাকৃতিক নির্বাচন আইন যার সাথে সম্পর্কিত-
A)ডারউইন
১০) কোনটি ডায়াবেটিস আক্রন্ত ব্যক্তির প্রয়োজন?
C)ইনসুলিন
১১)Letters from a father to daughter - বই টি কার লেখা?
জহরলাল নেহেরু
১২) আফ্রিকা ইউরোপ থেকে বিভক্ত হোয়েছে যার দ্বারা
ভূমধ্যসাগর        Study with Ishany
১৩) রাশিয়াতে অনুষ্ঠিত ফিফা২০১৮ কোন দেশ জিতেছে?
ফ্রান্স
১৪) কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বানিজ্যিক ব্যাংক?
ভারতীয় স্টেট ব্যাংক
১৫) নিম্নলখিত একক গুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়?
অ্যাংস্ট্রম
১৬) আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়?
জেনেভা
১৭) ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায়?
দেরাদুন
১৮ ) গরুর দুধে কোন ভিটামিন আছে?
ভিটামিন বি
১৯) কুঞ্জরানি দেবী নামটি জড়িত
ভারত্তলোন
২০) ভারতের আয় কর হল    Study with Ishany
প্রত্যক্ষ এবং প্রগতিশীল
২১) ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য
৭৫১৬.৬ কিলোমিটার
২২) কোনটি নাইট্রোজন ফিক্সিং ব্যাকটেরিয়া?
রাইজোবিয়াম
২৩) কোন কনাটি সালক সংশ্লেষ ক্রিয়ায় সাহায্য করে?
ক্লোরোপ্লাস্ট
২৪) পৃথিবীর শুষ্ক তম মরুভূমি
আটাকামা
২৫) কোনটি ভেক্টর রাশি
বল
২৬)১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময়
পেশোয়া কে ছিলেন?
বালাজি বাজিরাও
২৭) জলদাপাড়া অভ্যারন্ন টি অবস্থিত
পশ্চিমবঙ্গ
২৮) সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থের উন্নতি করতে সাহায্য করে কারণ
অতি বেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন D তে রূপান্তরিত করে
২৯) পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্ম গ্রহন করে?
হুগলি জেলা
৩০) সার্ক এর সদস্য নয়?Study with Ishany
মায়ানমার
৩১) ন্যাটো NATO   সম্পূর্ণ রূপ টি কি?
North Atlantic Treaty Organization
৩২) দ্রোণাচার্য পুরষ্কার দেওয়া হয়
প্রশিক্ষক দের
৩৩) মাতাতিলা জল বিদ্যুৎ প্রকল্প টি কোন নদীর ওপর?
উত্তর প্রদেশে বেতোয়া নদীর উপর
৩৪) গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থার নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অরথনীতিবিদ?
-আন্তর্জাতিক মুদ্রা তহবিল
৩৫)" লীলাবতী" লিখেছেন-
ভাস্করাচার্য
৩৬) সূর্য কোনটি থেকে শক্তি অর্জন করে?
নিউ ক্লিয়ার ফিউশন
৩৭)" অ্যাথলিট ফুট" রোগ টি যার দ্বারা সৃষ্ট
ছত্রাক
৩৮) বাতাসে শব্দের বেগ
৩৩২ মিটার/ সেকেন্ড        Study with Ishany
৩৯) রকেটের কাজ যে নীতির ওপর ভিত্তি করে হয়
নিউটনের সূত্র
৪০) বানিজ্যিক সার গুলিতে কোন মৌল টি থাকার সম্ভাবনা সবচেয়ে কম
সিলিকন
৪১) নিচের কোনটি র ঘনত্ব সবচেয়ে বেশি?
হীরক
৪২) লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট  সূচক হিসেবে উল্লেখ করা হয়
ফুটসি FTSE
৪৩) নিম্নিখিত নোবেল গ্যাস গুলির মধ্যে যেটি বায়ু মন্ডল অনুপস্থিত সেটি হল
রেডন
৪৪) ট্রাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস১৯৮৪ সালের অলিম্পিক গেমস এ কোটি সর্ণপদক জিতেছিলেন?
চারটি                Study with Ishany
৪৫) কোনটি রিজার্ভ ব্যাংক এর কাজ নয়?
সাধারণ মানুষের আমানত গ্রহনকারী
৪৬) কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হল
রেগুর
৪৭) কোন সিলা লিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি" দেবনামপিয়ে" দিয়ে নয়?
মাস্কি
৪৮) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কণা নয়?
ডেল্টা


https://drive.google.com/file/d/1tcUKZk-gTeGILUCfQgFgXci0CzSpUgvy/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...