Tuesday, December 17, 2019

SLST/NET/SET। HISTORY SET-3



SLST/ NET/SET HISTORY MCQ
              আর্য সভ্যতা ও বৈদিক যুগ

১) বৈদিক সাহিত্যে রবি নদীর অপর নাম কি?

ক) পারুস্নি√
খ) চন্দ্রভাগা
গ) অর্জি রিয়া
ঘ) শতদ্রু

২)"আর্য "শব্দটির মূল অর্থ-

ক) একটি জাতি
খ) যাযাবর জাতি
গ) ভাষাগত গোষ্ঠী
ঘ) সদ বংশজাত ব্যক্তি√।       Study with Ishany


৩) নিম্নলিখিত কোন দেবদেবী সূর্যের সাথে সম্পর্কিত?

ক) অশ্বিন√
খ) পূষণ
গ) ইন্দিরা
ঘ) অরণ্যানী

৪) প্রাচীন ভারতের কোন লিপি ডানদিক থেকে বা দিকে লেখা হতো?

ক) ব্রাহ্মী
খ) নন্দন গিরি
গ) সারদা
ঘ) খরোষ্ঠী √

৫) কোন বেদে যাদুবিদ্যা ও ডাকিনীবিদ্যা কথা আছে?

ক) ঋকবেদ
খ) যজুর্বেদ
গ) অথর্ববেদ√          Study with Ishany
ঘ) সামবেদ

৬) ঋক বৈদিক নারীদের সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়?

ক)তারা তাদের স্বামীর সাথে সভায় ও বলিদানে  অংশগ্রহণ করতে সক্ষম ছিলেন
খ)মহিলারা সর্বোচ্চ অবস্থানে কতৃত্ব লাভ করতে সক্ষম হতেন√
গ)কিছু অবিবাহিত মহিলা নিজেরাই বলিদান অর্পণ করতেন
ঘ) মহিলারা প্রায়সই নিজেদের মত অনুযায়ী পতি নির্বাচন করতে পারতেন


৭) ঋক বৈদিক দেবতা বরুণ ছিলেন-

ক) শান্তির অগ্রদূত
খ) শত্রু ধ্বংস কারী
গ) মহাজাগতিক রীতিনির্ধারক√
ঘ) সমৃদ্ধির দেবতা

৮)প্রাচীন বৈদিক সাহিত্যে কোন নদীর উল্লেখ সর্বাপেক্ষা বেশি করা হয়েছে?

ক) সিন্ধু√
খ) শতদ্রু
গ) গঙ্গা
ঘ) সরস্বতী

৯) মগধের কোন শাসক গিরিব্রজ থেকে পাটলিপুত্রে তার রাজধানী স্থায়ীভাবে স্থানান্তরিত করেন?

ক) অজাত শত্রু
খ) শিশুনাগ
গ) কালাশোক√
ঘ) কোনোটিই নয়           Study with Ishany

১০) নিম্নলিখিত কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন?

ক) নাগার্জুন
খ) কনিষ্ক
গ) কৌটিল্য
ঘ) মহাবীর√

১১) পাতিমোক্ষ শব্দের অর্থ কি?

ক) মহাযান বৌদ্ধ দের বর্ণনা
খ) হীনযান বৌদ্ধদের বর্ণনা
গ) সংঘের নিয়মাবলী√
ঘ) রাজা মিলিন্দর প্রশ্নাবলী

১২) নিম্নলিখিত কোনটি জৈন সাহিত্যের অঙ্গ নয়?

ক)  থেরীগাথা√
খ) অচারঙ্গসূত্র
গ) সূত্র কৃতাঙ্গ
ঘ) বৃহৎ কল্পসূত্র

১৩)এদের মধ্যে কোন ব্যক্তি দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেন?

ক) সুধর্মন
খ) ইন্দ্র ভুতি
গ) ভদ্রবাহু√               Study with Ishany
ঘ) স্থূল ভদ্র

১৪) কোন ধর্মের সাথে কৈবল্য কথাটি যুক্ত?

ক) বৌদ্ধ
খ) জৈন√
গ) শিখ
ঘ) হিন্দু


১৫) বুদ্ধের দেহাংশ বিশেষ কোথায় রক্ষিত থাকে?

ক) বিহার
খ) চৈত্য
গ) স্তূপ√
ঘ) মঠ

১৬) বুদ্ধ কথার অর্থ হল-

ক) ঈশ্বর
খ) মৃত্যুর পরের আত্মা
গ) মোক্ষ লাভের পথ
ঘ) পরম জ্ঞান√

১৭) গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত?

ক) অগ্নি
খ) মুরুত
গ) সূর্য
ঘ) সাবিত্রী√              Study with Ishany

১৮) ঋকবেদে স্তোত্রের সংখ্যা হল-

ক) 1024
খ) 1204
গ) 1028√
ঘ) 1228

১৯) ঋকবেদের কোন মন্ডলের সোমলতার কথা বলা আছে?

ক) অষ্টম মন্ডলে
খ) নবম ও দশম মন্ডলে
গ) কেবল নবম মন্ডলে√
ঘ) তিনটিতেই উল্লেখ আছে

২০)"যবন প্রিয়া "শব্দের অর্থ কি?

ক) হাতির দাঁত
খ) গম
গ) গোলমরিচ√
ঘ) গ্রিক নর্তকী

২২) বিখ্যাত উক্তি" মানুষের মনেই যুদ্ধের সূচনা" এটি পাওয়া যায়-

ক) মুণ্ডক উপনিষদ        Study with Ishany
খ) অথর্ববেদ√
গ) সামবেদ
ঘ) ঋগ্বেদ

২৩) দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার করেন যে ঋষি-

ক) যাজ্ঞবল্ক্য
খ) বশিষ্ট্
গ) অগস্ত√
ঘ) বিশ্বামিত্র

২৪) "অঘ্ন" বলতে কী বোঝানো হয়?

ক) দুগ্ধবতী গাভী√
খ) প্রতিপত্তিশালী ব্রাহ্মণ      Study with Ishany
গ) নারী জাতি
ঘ) পুরোহিত

২৫) শত অনিত্র কথাটির অর্থ কি?

ক) একশত গাভী
খ) একশত বণিক
গ) একশত স্বর্ণমুদ্রা
ঘ) শত দাঁড় বিশিষ্ট নৌকা√



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...