Thursday, January 2, 2020

টার্গেট WB Police Mains GK Test-12


টার্গেট WB Police Mains
                            GK Test-12

২৬)'আমার মৃত্যুর পরেই আসবে প্লাবন' -কে বলেছিল?

ক) ওরঙ্গজেব√
খ) সিরাজদৌলা 
গ) ফিরোজ শাহ তুঘলক
ঘ) স্কন্দ গুপ্ত

১) নিকোটিন কি?

ক)আঠা 
খ)তরুক্ষীর√
গ)নাইট্রোজেন যুক্ত রেচন জাত উপক্ষার
 ঘ)ঔষধ

২) স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন?

ক)স্নায়ু কোষের সাইটোপ্লাজমে সেন্ট্রোজোম থাকে না√
খ)স্নায়ু কোষের সাইটোপ্লাজম থাকেনা
গ)স্নায়ু কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না
ঘ)স্নায়ু কোষের সাইটোপ্লাজমে ক্রোমোজোম থাকে না

৩) নখ, ক্ষুর ,চুল , শিং গঠন করে কোন প্রোটিন?

ক)মেটাপ্রোটিন
খ)কেরাটিন√
গ) গ্লুকোটিন
 ঘ)অ্যালবুমিন

৪) একটি কৃত্রিম মৌলের নাম-

ক)ক্যানাডিয়ান
খ)ফ্রান্সিয়াম
গ)সিলিকন
ঘ)আইনস্টাইনিয়াম√

৫) জল দূষণ প্রতিরোধ আইন কত সালে প্রণয়ন করা হয়?

ক)1955
খ)1974√
গ)1980
ঘ)1965

৬) বায়ু দূষণ প্রতিরোধ আইন কত সালে প্রণয়ন করা হয়?

ক)1980
খ)1981√
গ)1975
ঘ)1978

৭) কত সালে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয়?

ক)1981
খ)1977
গ)1978
ঘ)1986√

৮) অপরিশোধিত জল কে পানীয় জলের রূপান্তরিত করার পদ্ধতি হলো-

ক)ক্ষার 
খ)ফসফেট
গ)সালফেট
ঘ)ফিল্ট্রেশন√

৯) দণ্ডকারণ্য অঞ্চল কোন রাজ্যে পরেনা?

ক)উড়িষ্যা
খ)পশ্চিমবঙ্গ
গ)মধ্যপ্রদেশ
ঘ)অন্ধ্রপ্রদেশ

দণ্ডকারণ্য অঞ্চল উড়িষ্যা মধ্য প্রদেশ অন্ধ্রপ্রদেশ বিহার এইসব অঞ্চল নিয়ে গঠিত ।পশ্চিমবঙ্গ  দণ্ডকারণ্য অঞ্চলের মধ্যে পড়ে না

১০) Central Water and power research station কোথায় অবস্থিত?

ক)খাদাকোয়া শালা√।   পুনেতে
খ)শ্রীশাইলাম
গ)জামনগর
ঘ)সাইলেন্ট

১১) কোনটি অচল সন্ধি?

ক)পিভট সন্ধি
খ)কব্জি সন্ধি
গ)সাইনোভিয়াল সন্ধি
ঘ)করোটি সন্ধি

সন্ধি বলতে বোঝায় কিন্তু হাড়ের সংযোগস্থল কে। পিভট সন্ধি হলো পা এবং কোমরের সংযোগস্থল।
কব্জি সন্ধি হলো হাতের কব্জি সন্ধি মানে হাত এবং হাতের চেটো তার সংযোগস্থলের যে সন্ধি। সাইনোভিয়াল সন্ধি হল মাথা এবং হাড়ের সংযোগস্থল। এই তিনটি মুভমেন্ট হয় ।কিন্তু করোটির সন্ধি মানে খুলির ভেতরে যে হাড়ের সংযোগস্থল সেগুলোর কখনো মুভমেন্ট হয়না তাই করোটি সন্ধি হলো অচল সন্ধি।

১২) লজ্জাবতী পাতা মুড়ে যাওয়া কোন প্রকার চলন?

ক)ফটনাস্টিক
খ)কেমন্যস্টিক
গ) সিসমোন্যাস্টিক√
 ঘ) ট্রপিক

১৩) কনজাংটিভাইটিস কি?

ক)চোখের রোগ√
খ)কানের রোগ 
 গ)দাঁতের রোগ 
 ঘ)হাড়ের রোগ

১৪) বায়ু ধারকত্ব নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে?

ক)কোলেমিটার
খ)সনোমিটার
গ)স্পাইরোমিটার√
ঘ)অলটিমিটার

১৫)ভারতের সবচেয়ে বেশি  শুকর পাওয়া যায় কোথায়?

ক) মধ্যপ্রদেশ
খ) কাশ্মীর
গ) উত্তর প্রদেশ√
ঘ) জয়সালমীর

১৬) ত্যাগ যাত্রা উৎসব কোথায় হয়?

ক)ঝাড়খন্ড
খ)রাচি
গ)তামিলনাড়ু √
ঘ)মেঘালয়

১৭)তাকলামাকান কি?

ক)আগ্নেয়গিরি
খ)জলপ্রপাত
গ)মরুভূমি√
ঘ)বদ্বীপ

১৮) চলচ্চিত্রে কোন ক্ষেত্রে" উর্বশী "পুরস্কার দেওয়া হয়?

ক)শ্রেষ্ঠ চলচ্চিত্র
খ)শ্রেষ্ঠ অভিনেতা
গ)শ্রেষ্ঠ অভিনেত্রী√
ঘ)শ্রেষ্ঠ খলনায়ক

১৯) Edgar Award কোন ক্ষেত্রে দেওয়া হয়?

ক) ছোটগল্প লেখকদের
খ) কবিতা লেখকদের
গ) নাটক লেখকদের
ঘ) রহস্য গল্প লেখকদের√

২০) কবির ও লুট মরুভূমি কোথায় দেখা যায়?

ক) আফগানিস্তান
খ) ইরাক
গ) ইরান√
ঘ) গ্রীস

২১) বৎসোয়ানার মুদ্রার নাম কি ?

ক)বাট
খ)ক্রোনার
গ)পুলা√
ঘ)লিরা

২২) " খোন্ড  "কোন অঞ্চলের উপজাতি?

ক) কোচবিহার
খ) উড়িষ্যা√
গ) সিকিম
ঘ) ঝাড়খন্ড

২৩) আঙ্গুরের চাষ কে কি বলা হয়?

ক) পিসিকালচার 
খ) সেরিকালচার
গ) ভিটিকালচার√
ঘ) পমো কালচার

২৪) ফালকান্দা দ্বীপ কোথায় অবস্থিত?

ক)আরব সাগর
খ)প্রশান্ত মহাসাগর
গ)আটলান্টিক মহাসাগর√
ঘ)বঙ্গোপসাগর

২৫) "ফ্যাশনটা হলো মুখোশ স্টাইল হলো মুখশ্রী "- কার উক্তি?

অরবিন্দ ঘোষ
গিরিশ ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর√
স্বামী বিবেকানন্দ

২৬) কোন ধাতুকে সাদা সোনা বলা হয়?

হিরে 
প্লাটিনাম√
রুপা
রেডিয়াম




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...