Thursday, January 2, 2020

টার্গেট WB Police Mains GK Test-11



টার্গেট WB Police Mains
                            GK Test-11

২৬) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন?

ক)জর্জ ইউল√
খ )অ্যালান অক্টোভিয়ান হিউম
গ)হেনরি কটন
ঘ )উইলিয়াম ওয়েডারবার্ন

১) নিম্নলিখিত কোন ক্ষেত্রে শিল্পী যামিনী রায় বিখ্যাত?

ক)ভাস্কর্য
খ)সঙ্গীত
গ)অংকন√
ঘ)নাটক

২) অজন্তা গুহার অংকন চিত্র গুলি নিম্নলিখিত কোনটি বর্ণনা করে?

ক)রামায়ণ
খ)মহাভারত
গ)জাতক√
ঘ)পঞ্চতন্ত্র

৩) নিম্নলিখিত কোন রাজ্যে' মধুবনি' নামক লোক অঙ্কন শিল্প জনপ্রিয়?

ক)পশ্চিমবঙ্গ
খ)আসাম
গ)বিহার√
ঘ)ওড়িশা 

৪)জোনাকি দেহে আলো সৃষ্টি ও সমুদ্রে বৈদ্যুতিক মাছের দেহে তরিতের সৃষ্টি করে

ক)এ টি পি√
খ)ডি টি পি
গ)ডি ডি টি
ঘ)মিথেন

৫)"অজ্ঞ থাকার চেয়ে জন্ম না নেওয়া ভালো"-উক্তিটি কার?

ক)রুশো √
খ)ভল্টেয়ার 
গ)মন্তেস্কু
ঘ)প্লেটো

৬) Bengal school of art এর প্রতিষ্ঠাতা কে?

ক)নন্দলাল বসু
খ)ডিসি সান্যাল
গ)যামিনী রায়
ঘ)অবনীন্দ্রনাথ ঠাকুর√

৭) অনুচক্রিকার কাজ কি?

ক)রক্ত পরিষ্কার করা
খ)রক্তে অক্সিজেন সরবরাহ করা
গ)ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা√
ঘ)রক্ত সংবহন করা

৮) কার্যের ব্যবহারিক একক কি?

ক)গ্রাম
খ)আর্গ
গ)জুল√
ঘ)মিটার

৯) আয়নায় প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়?

ক)বেনজিন
খ)ইউরিয়া
গ)গ্লুকোজ√
ঘ)ভিনেগার

১০) গামা রশ্মি কি কাজে ব্যবহার করা হয়?

ক)খাদ্যের জীবাণুমুক্তকরণ এ
খ)কীটপতঙ্গ নিয়ন্ত্রণে
গ)ক্যান্সারের চিকিৎসা
ঘ)সবকটি√

১১) কোন যন্ত্র দ্বারা শব্দের তীব্রতা পরিমাপ করা হয়?

ক)অ্যানিমোমিটার
খ)অডিও মিটার√
গ)অলটিমিটার
ঘ)ক্রোনোমিটার

১২) শব্দ তরঙ্গ হল -

ক)একপ্রকার স্থিতিস্থাপক তরঙ্গ√
খ)তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 
গ)মাধ্যাকর্ষণ তরঙ্গ
 ঘ)কোনোটিই নয়

১৩) কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়?

ক)ক্লিনিক্যাল থার্মোমিটার
খ)ডায়নামো 
গ)ইনভার্টার 
ঘ)বৈদ্যুতিক মোটর√


১৪) নিম্নলিখিত কোন শহরটি নিরক্ষরেখা সবথেকে কাছে অবস্থিত?

ক)বিশাখাপত্তনম√
খ)মুম্বাই
গ)কলকাতা
ঘ)শ্রীনগর

১৫) নিম্নলিখিত কোনটি গুরুবৃত্ত(great circle) নামে পরিচিত?

ক)মকর ক্রান্তি রেখা
খ)কর্কটক্রান্তি রেখা
গ)নিরক্ষরেখা√
ঘ)কুমেরু বৃত্ত

১৬) আন্তর্জাতিক তারিখ রেখা( International Date L) কে সহজ ভাষায় কি ভাবে ব্যাখ্যা করা যায়?

ক)এটি হলো নিরক্ষরেখা
খ)এটি হলো 180° দ্রাঘিমা রেখা√
গ)এটি হলো 30 ডিগ্রি দ্রাঘিমা রেখা
ঘ)এটি হলো 90 ডিগ্রি উত্তর দ্রাঘিমারেখা


১৭) ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সন্নিবিষ্ট হয়েছে?

ক)6 টি √
খ)7 টি 
গ)8টি 
ঘ)9টি

১৮) কবে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়?

ক)1997
খ)1978√
গ)1980
ঘ)1974

১৯) ভারতের সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে? Fundamental duty

ক)9
খ)11 √
গ)14
ঘ)13

 ২০) নীতি আয়োগ এর চেয়ারম্যান কে?

 ক)রামনাথ কোবিন্দ
খ) নরেন্দ্র মোদি√
গ) রাহুল গান্ধী
 ঘ)রাজীব কুমার

২১) ভারত সরকারের Think tank কোনটি?

ক)পরিকল্পনা মিশন
খ) নীতি আয়োগ√
গ)রিজার্ভ ব্যাংক
ঘ)প্রতিরক্ষা মন্ত্রক


২২) বিশ্বে প্রথম পরিবার পরিকল্পনা কোন দেশে শুরু হয়?

ক)রাশিয়া 
খ)ভারত √
গ)চীন 
ঘ)বাংলাদেশ

২৩) ভারতের শিল্প ক্ষেত্রে বিনিয়োগে সর্বোচ্চ সরকারি সংস্থা কোনটি?

ক)ICICI 
খ)IDBI   √ 
গ)NABARD 
ঘ)SBI

২৪) ভারতের সব থেকে উত্তর তম প্রান্তের অক্ষাংশ কত?

ক)35°  N√
খ)36 °N
গ)37 ° N
ঘ)38° N

২৫) গাঙ্গোর কোথাকার উৎসব?

ক) গুজরাট
খ) রাজস্থান√
গ) পাঞ্জাব
ঘ) উত্তরাখণ্ড

২৬)'আমার মৃত্যুর পরেই আসবে প্লাবন' -কে বলেছিল?

ক) ওরঙ্গজেব√
খ) সিরাজদৌলা 
গ) ফিরোজ শাহ তুঘলক
ঘ) স্কন্দ গুপ্ত

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...