Saturday, January 4, 2020

টার্গেট WB Police Mains GK Test-14


টার্গেট WB Police Mains
                            GK Test-14 

২৬)ভাইরাস ঘটিত রোগ কোনটি?

ক) ম্যালেরিয়া
খ) দাদ
গ) স্মলপক্স√
ঘ) নিউমোনিয়া

১)আম কি ধরনের ফল?

ক)বেরি
খ) নাট
গ) সোরোসিস
ঘ) ড্রুপ√

২)ডিম পচে গেলে জলে ভাসে কারণ ইহাতে উৎপন্ন হয়-

ক)CO2
খ)H2S√
গ)O2
কোনটি নয়

৩)Alphabet কোম্পানির CEO কে নির্বাচিত হয়েছেন?

ক) বিল গেটস
খ) সুন্দর পিচাই√
গ)  প্রণব মিস্ত্রি
ঘ) গগন দিপ কঙ্গো

Alphabet কোম্পানি google er under a

৪)Fortune's Business Person of the Year 2019 কে নির্বাচিত হয়েছেন?

ক) সুন্দর পিচাই
খ) সত্য নাদেলা√
গ) প্রণব মিস্ত্রি
ঘ) মুকেশ আম্বানি

ইনি Microsoft er CEO

৫)এম স্টানলি হুইচিংহাম নোবেল পুরস্কার পেলেন কোন বিষয়ে?

ক)অর্থনীতি
খ)সাহিত্য
গ)রসায়ন√
ঘ)পদার্থ বিজ্ঞান

৬)কোন শহরটি ভারতের জিরো মাইল সেন্টার নামে পরিচিত?

ক)বার্নপুর
খ)এলাহাবাদ
গ)নাগপুর√
ঘ)নতুন দিল্লি

৭)'থালি'-এই লোকনৃত্যটি কোন রাজ্যের?

ক)হিমাচল প্রদেশ√
খ)গুজরাট
গ)বিহার
ঘ)কেরল

৮)তাজমহল কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ-এর তকমা পায়?

ক)১৯৮৩√
খ)১৯৮৪
গ)১৯৮৭
ঘ)১৯৯৯

৯)'গোগোল' চরিত্রটির স্রষ্টা কে?

ক)সুনীল গঙ্গোপাধ্যায়
খ)সমরেশ বসু√
গ)শিবরাম চক্রবর্তী
ঘ)বিমল মিত্র

১০)'রিপাবলিক' বইটির লেখক কে?

ক)এরিখ সেগাল
খ)রুশো
গ)প্লেটো√
ঘ)কার্ল মার্কস

১১)কাবেরী ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারী কোথায় অবস্থিত?

ক)হিমাচল প্রদেশ
খ)অন্ধ্রপ্রদেশ
গ)কর্নাটক √
ঘ)কেরল

১২) একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত পরিমান লৌহের প্রয়োজন?

ক)১৫-১৮ মিলিগ্রাম
খ)১০-১২ মিলিগ্রাম√
গ)৫-৬ মিলিগ্রাম
ঘ)৫-৮ মিলিগ্রাম

১৩)জাহাজের নাবিকদের কোনো স্থানের অক্ষাংশ পরিমাপের সাহায্য করে কোন যন্ত্র?

ক)রিফ্র্যাকটোমিটার
খ)স্ট্র্যাবোস্কোপ
গ)সেক্সট্যান্ট√
ঘ)ট্যাকোমিটার

১৪)OPV ভ্যাকসিন কোন রোগ সারাতে দেওয়া হয়?

ক)মাম্পস
খ)হাম
গ)বসন্ত
ঘ)পোলিও√

১৫)মানবদেহের কোন পেশীর ক্রিয়ায় অস্থি ভাঁজ হয়?

ক)সুপিনেটর পেশী
খ)ল্যাটিসিমাস ডরসি
গ)ফ্লেক্সর পেশী√
ঘ)এক্সটেনসর পেশী

১৬) যে যন্ত্রে ফ্লেমিং-এর 'বামহস্ত নিয়ম' প্রযোজ্য সেটি হল-

ক)ডায়ানামো
খ)জেনারেটর
গ)মোটর√
ঘ)স্পিড গভর্নর

১৭)ছত্তিসগড়ের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক)কার্পাস
খ)সার
গ)লোহা ও ইস্পাত√
ঘ)অ্যালুমিনিয়াম

১৮)সালমোনেল্লাটাইফি কোন রোগের জীবানু?

ক)কলেরা
খ)টাইফয়েড√
গ)আন্ত্রিক
ঘ)হাম

১৯) বাংলা র প্রাচীন নাম কি ছিল?
ক) মৎস
খ) মগধ
গ) গৌড়√
ঘ) কামরূপ

২০) মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

ক) মধ্যপ্রদেশ
খ) আসাম
গ) রাজস্থান
ঘ) গুজরাট√।  পোরবন্দর

২১) নিম্নলিখিত কোন জোড়াটি ঠিক নয়?

ক) ভারতনাট্যম- তামিলনাড়ু
খ) কথাকলি- কর্ণাটক√।       কেরালা কেরালা
গ) কুচিপুরি- অন্ধ্রপ্রদেশ
ঘ) ওড়িশি- উড়িষ্যা

২২) ভারতের লোকপাল বিল গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন?

ক) বিপিন হাজারিকা
খ) আন্না হাজারে√
গ) বাবা আমতে
ঘ) মেধা পাটেকর

রিসেন্টলি বিপিন হাজারিকা কে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় তিনি একজন মিউজিশিয়ান ছিলেন। বাবা আমতে এবং মেধা পাটেকর পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত

২৩) কি নিয়ে টমাস কাপ এর প্রতিযোগিতা হয়?

ক) ছেলেদের ব্যাডমিন্টন√
খ) মেয়েদের ব্যাডমিন্টন
গ) ছেলেদের টেনিস 
ঘ) মেয়েদের টেনিস

২৪) নিচের নাম গুলির মধ্যে কোনটি সঙ্গতিহীন?

ক) জ্যোতির্ময় সিকদার
খ) পি টি ঊষা
গ) পরমজিত সিং√
ঘ) অজয় জাদেজা

পরমজিত সিং বাদ দিয়ে বাকি 3 জন খেলোয়াড়

২৫)Ophilogy বলতে কি বোঝায়?

ক) ড্রাগ সম্বন্ধে পড়াশোনা
খ) সাপ সম্বন্ধে পড়াশোনা√
গ) আবহাওয়া বিষয়ক জ্ঞান
ঘ) রাজনীতির জ্ঞান 

২৬)ডিনামাইট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক)ফর্মালিন
খ)ন্যাপথালিন
গ)নাইট্রো গ্লিসারিন√
ঘ)টলুইন

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...