Saturday, January 4, 2020

টার্গেট WB Police Mains GK Test-13


  টার্গেট WB Police Mains
                            GK Test-13 

২৬) কোন ধাতুকে সাদা সোনা বলা হয়?

ক)হিরে 
খ)প্লাটিনাম√
গ)রুপা
ঘ)রেডিয়াম

১) নিম্নলিখিত কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়?

ক) সৌরশক্তি
খ) বায়ু শক্তি
গ) জোয়ার ভাটা শক্তি
ঘ) নিউক্লিয়ার শক্তি√

২) বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে-

ক)আকর্ষণ করে
খ)বিকর্ষণ করে√।      
গ)উত্তপ্ত করে
ঘ)কোনোটিই নয়

৩) যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে কি বলে?

ক)স্বচ্ছ মাধ্যম
খ) অস্বচ্ছ মাধ্যম√
গ)ঈষৎ স্বচ্ছ মাধ্যম
ঘ) কোনোটিই নয়

৪) নদীর জলে থাকে-

ক)গতিশক্তি√
খ)স্থিতিশক্তি
গ)তাপ শক্তি
ঘ)যান্ত্রিক শক্তি

৫) কোনটি দার্শনিকের উল?

ক)MgO
খ)ZnO√     জিংক অক্সাইড
গ)NO
ঘ)ClO

৬) জলে দ্রাব্য ভিটামিন হলো-

ক)A
খ)D
গ)C√
ঘ) K

 

৭) মৌলের একই আইসোটোপ পরমাণু গুলির প্রত্যেকটির-

ক)ভর ও ধর্ম অভিন্ন√
খ)ভর ও ধর্ম ভিন্ন
গ)ভার ও ধর্ম ভিন্ন
ঘ)ভার ও ধর্ম অভিন্ন


৮) ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম রূপকার কে?

ক)লাল বাহাদুর শাস্ত্রী
খ)সুন্দরলাল বহুগুণা√ 
গ)ইন্দিরা গান্ধী
ঘ)মানেকা গান্ধী

৯) কোন মুঘল সম্রাট বীণা বাজাতেন?

ক)শাহজাহান
খ)আকবর
গ)ঔরঙ্গজেব√
ঘ)জাহাঙ্গীর


১০) নিম্নলিখিত কোন রাজ্যটি ছোটনাগপুর মালভূমি অন্তর্ভুক্ত নয়?

ক)ঝারখান্ড
খ)বিহার
গ)অন্ধপ্রদেশ√
ঘ)পশ্চিমবঙ্গ



১১) ভারতের কোন অভয়ারণ্যে সর্বাধিক হাতি পাওয়া যায়?

ক)নন্দাদেবি√
খ)কাজিরাঙ্গা
গ)মানস
ঘ)কোনোটিই নয়

১২) ভারতের সংবিধানের প্রস্তাবনায় কততম সংশোধনে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়?

ক)40
খ)42√
গ)44
ঘ)57

১৩) ভারতের সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে?

ক)একটি
খ)দুটি
গ)তিনটি√
ঘ)চারটি


 

১৪) 2018 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে?

ক)জাকার্তা, পালেম্বাং√।     ইন্দোনেশিয়ায়
খ)থাইল্যান্ড
গ)সাংহাই
ঘ)দিল্লি

১৫) 2018 সালে এশিয়ান গেমসে সবচেয়ে বেশি স্বর্ণ পদক কোন দেশ পেয়েছে?

ক)চীন√
খ)ভারত
গ)ইন্দোনেশিয়া
ঘ)জাপান


১৬) 2018 এশিয়ান গেমসে ভারতের স্থান কত?

ক)দ্বিতীয়
খ)চতুর্থ
গ)পঞ্চম
ঘ)অষ্টম√

১৭) 2019 সালে প্রবাসী ভারতীয় সম্মান কাকে প্রদান করা হয়েছে?

ক) প্রতাপ শ্রী রেড্ডি
খ) রমেশ মেহেতা
গ) রাজেন্দ্র জোশি√
ঘ) কোনোটিই নয়

১৮) চাঁদে কোন বায়ুমণ্ডল নেই কেন?

ক)চাঁদে কোন জীব নেই
খ)চন্দ্রপৃষ্ঠে অসমতল
গ)চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম√
ঘ)চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত


১৯)  আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখভাগ-

ক) রেটিনা√
খ) করোএড
গ) স্কেলেরা
ঘ) কর্নিয়া

২০)দৌড় প্রতিযোগিরা তাৎক্ষণিক শক্তি পায় কার মাধ্যমে?

ক) ফ্যাট
খ) প্রোটিন
গ) কার্বোহাইড্রেট√
ঘ) ক্যালসিয়াম

২১)মন্ট্রিল প্রটোকল কবে স্বাক্ষরিত হয়?

ক)1986
খ)1987√
গ)1985
ঘ)1988

কার্যকর হয় 1989 সালে

২২)মন্ট্রিল প্রটোকল এর মুখ্য উদ্দেশ্য কি ছিল?

ক) ওজোন স্তর রক্ষা করা√
খ) Bio -diversity Conservation
গ) বিশ্ব উষ্ণায়ন
ঘ) জলবায়ু পরিবর্তন

২৩)কিয়োটো প্রটোকলের মুখ্য উদ্দেশ্য কি?

ক) শিশু শ্রমিক প্রথার অবসান
খ) পরমাণু অস্ত্র ধ্বংস করা
গ) ভৌম জল স্তর বৃদ্ধি করা
ঘ) গ্রীন হাউজ গ্যাস কমানো√

২৪)নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কোন কণা ব্যবহৃত হয়?

ক) প্রোটন
খ) নিউট্রন√
গ) ইলেকট্রন
ঘ) কোনোটিই নয়

২৫)আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা আছে?

ক) কার্বন ডাই অক্সাইড
খ) কার্বন মনোক্সাইড
গ) হাইড্রোজেন সালফাইট
ঘ) মিথেন√

২৬)ভাইরাস ঘটিত রোগ কোনটি?

ক) ম্যালেরিয়া
খ) দাদ
গ) স্মলপক্স√
ঘ) নিউমোনিয়া

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...