Tuesday, January 7, 2020

টার্গেট WB Police Mains GK Test-18




টার্গেট WB Police Mains
                            GK Test-18

     ২৬)বিড়জর কোথাকার উপজাতি?

     ক) মহারাষ্ট্র
     খ) কর্ণাটক
    গ) মধ্যপ্রদেশ √
    ঘ) কেরালা

    ১) লক্ষণ সেন এর আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন?

     ক) মোহাম্মদ ঘড়ি
    খ) বক্তিয়ার খলজি
     গ) কুতুবউদ্দিন আইবক√
     ঘ) ইলতুৎমিস

    ২)কোন ধরনের শিলা জীবাশ্ম হীন এবং স্ফটিকাকার?

    ক) রূপান্তরিত শিলা
   খ) আগ্নেয় শিলা√
   গ) নিঃসারী শিলা
   ঘ)  উদবেধী শিলা

    ৩) কাঁচের টুকরো কিসে ডোবালে অদৃশ্য হয়ে যায়?

    ক)জল
    খ) অ্যালকোহল
    গ) গ্লিসারিন√
    ঘ) বিসমাথ

   ৪) এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?

     ক)272
     খ)746√
     গ)340
     ঘ)520

     ৫)কোন ধাতুর উপর আলো পড়লে বিদ্যুৎ প্রবাহ হয়?

     ক) পারদ
    খ)সোনা
    গ)সেলেনিয়াম √
    ঘ) ম্যাগনেসিয়াম

    ৬)বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলী কোন নদীতে গড়ে উঠেছে?

     ক) তাপ্তি
     খ) গঙ্গা
     গ) ভাগিরতি
     ঘ) ব্রহ্মপুত্র√

     ৭)সিন্ধু সভ্যতার কেন্দ্র গুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত?

    ক) কালিবঙ্গান
    খ)লোথাল
   গ) ধোলাভিরা
   ঘ) খ ও গ উভয়√

    ৮) যদি কোন বিক্রিয়ায় পদার্থ হাইড্রোজেন বর্জন করে তখন তাকে কি বলে?

    ক) জারণ √
    খ)বিজারণ
    গ)হাইড্রনাইসেশন
    ঘ) ক ও খ

    ৯) বিশ্ব উপভোক্তা দিবস কোন দিন পালন করা হয়?

     ক) 15জানুয়ারী
    খ)15 ই ফেব্রুয়ারি
    গ)15 ই মার্চ √
    ঘ)15 এপ্রিল

    ১০)নিম্নলিখিত বই গুলির মধ্যে কোনটি স্বামী বিবেকানন্দের রচিত?

     ক) কথামৃত
    খ)কথামালা
   গ)বর্তমান ভারত√
   ঘ)এ নেশন ইন মেকিং

   ১১)ঋতুপর্ণ ঘোষ তাঁর জীবনে কতগুলি জাতীয় পুরস্কার পেয়েছেন?

     ক) 8টি
    খ)10টি
    গ)12টি√
    ঘ)14 টি

   ১২)কোমল পানীয়ে চাপের মাধ্যমে কোন গ্যাস উপস্থিত থাকে?

     ক) অক্সিজেন
    খ)নাইট্রোজেন
    গ)কার্বন ডাই-অক্সাইড√
    ঘ)ক্লোরিন

    ১৩)2019 এর অস্কার পুরস্কার কোন শ্রেষ্ঠ অভিনেত্রী লাভ করেন?
     ক) ব্রাই লার্সেন
    খ) রেজিনা কিং
    গ) অলিভিয়া কোলম্যান√
    ঘ) ব্লাক পণ্ঠের

   ১৪) দর্পণের প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়?

     ক) সিলভার নাইট্রেট√
    খ) জিংক নাইট্রেট
    গ) সিলভার অক্সাইড
    ঘ) পিচব্লেন্ড

     ১৫)জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুষ    ডোবানো আছে। বুরুষ টি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় যে চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে কারণ কি?

     ক) জলের পৃষ্ঠটান√
     খ) জলের সান্দ্রতা
    গ) বুরুষের চুল গুলির স্থিতিস্থাপকতা
    ঘ) বাতাস এবং জলের তাপমাত্রার পার্থক্য

  ১৬) CAG হল-

   ক) সাংবিধানিক সংস্থা√
   খ) অসাংবিধানিক সংস্থা
   গ) আইনি সংস্থা
   ঘ) কোনোটিই নয়

   ১৭)পারমানবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয়?

   ক) তামা
   খ)প্লাটিনাম
   গ)লোহা
   ঘ)সিসা√

     ১৮) NAFTA এর সদস্য দেশ কোনগুলি?

     ক) আমেরিকা ,কানাডা এবং মেক্সিকো√
    খ) আমেরিকা ,কানাডা ,ভারত
    গ) আমেরিকা ,কানাডা ,জাপান
     ঘ) আমেরিকা ,স্পেন ,ইংল্যান্ড

   Full form of NAFTA:      North American Free Trade Agreement

    ১৯)কোন পদার্থটি খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়?

     ক) তুঁতে
    খ)কর্পূর√
   গ)ফিটকিরি
    ঘ)লবণ

    ২০) কোন দেশের আগের নাম ছিল নিপ্পন?

    ক) মায়ানমার
   খ)জাপান√
    গ) চীন
    ঘ) ফ্রান্স

    ২১) প্রথম ভারতীয় শাসক যিনি আরব সাগরে ভারতীয় নৌবাহিনী আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন ।তিনি কে?

     ক) প্রথম রাজেন্দ্র
    খ) প্রথম রাজ রাজ√
    গ) প্রথম রাজাধিরাজ
   ঘ) উপরে কেউ নন

    ২২) মহাবলীপুরমের সাতটি প্যাগোডা কোন শিল্প কর্মের সাক্ষী?

     ক) পান্ড
     খ) গুপ্ত
     গ)চোল
     ঘ)পল্লব√

    ২৩) নিচের কোন সাহিত্য রচনাটি ধ্রুপদি সংস্কৃত সাহিত্যের?

    ক) ধম্মপদ
    খ)বেদ
    গ)মেঘদুত√
    ঘ) বিঘনিকায়া

   ২৪) সূর্যের উপস্থিত মুখ্য গ্যাস গুলি কি?

      ক) হাইড্রোজেন এবং হিলিয়াম√
     খ) হাইড্রোজেন এবং আর্গন
     গ)আর্গন এবং হিলিয়াম
     ঘ)হিলিয়াম এবং নাইট্রোজেন

    ২৫)যে প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাকে কি বলে?

      ক) জারণ
      খ)বিজারণ √
      গ)বিকিরণ
      ঘ)ক ও খ





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...