Tuesday, January 7, 2020

WBPSC CLEARKSHIP EXAM SET- 6



WBPSC CLEARKSHIP EXAM
                              SET- 6

১)সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ক) কর্ণাটক
খ) তামিলনাড়ু√
গ)ওড়িশা
ঘ) মধ্যপ্রদেশ

২) সাতপুরা পর্বত কোন প্রকার পর্বত?

ক) স্তুপ পর্বত√ 
খ)ভঙ্গিল পর্বত 
গ)আগ্নেয় পর্বত
ঘ)অবশিষ্ট পর্বত

৩) গোদাবরীর একটি প্রধান উপনদী হল-

ক) ইন্দ্রাবতী√ 
খ)বেদবতী 
গ)ভীমা 
ঘ)সিনা

৪) ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বত টি হলো

ক) আল্পস
খ)হিমালয়√
গ) ককেশাস
 ঘ) বিন্ধ্য

৫) আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

ক) রাজস্থান√ 
খ)গুজরাট
গ)উড়িষ্যা 
ঘ)মহারাষ্ট্র

৬)"কাঞ্চনজঙ্ঘা" পর্বত শৃঙ্গ টি অবস্থিত-

ক) পশ্চিমবঙ্গ 
খ)সিকিম√ 
গ)নেপাল
ঘ) ভুটান

৭) কাথিয়াবাড় উপদ্বীপ টি কোন রাজ্যে অবস্থিত?

ক) রাজস্থান 
খ)মহারাষ্ট্র
গ)গুজরাট√ 
ঘ)কেরল

৮) নিত্যবহ খাল গুলির বেশিরভাগ কোথায় দেখা যায়?

ক) দক্ষিণ ভারত 
খ)পূর্ব ভারত 
গ)পশ্চিম ভারত
ঘ) উত্তর ভারত√

৯) খনিজ তেল কোন শিলার তরল রূপ?

ক)আগ্নেয় শিলা
খ)রূপান্তরিত শিলা 
গ)পাললিক শিলা√ 
ঘ)চুর্ণকময় শিলা

১০) নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?

ক) কাবেরী
খ) কৃষ্ণা√ 
গ)গোদাবরী
 ঘ)তুঙ্গ ভদ্রা

১১) ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?

ক) মধ্য প্রদেশ 
খ)পাঞ্জাব 
গ)তেলেঙ্গানা√ 
ঘ)হিমাচল প্রদেশ

১২) উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো-

ক) বিশাখাপত্তনম 
খ)তুতিকোরিন 
গ)গোপালপুর 
ঘ)পারাদ্বীপ√

১৩)ডেকান ট্রাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা?

ক)আগ্নেয় শিলা √
খ)আগনেয় ও রূপান্তরিত শিলা
গ)রূপান্তরিত ও পাললিক শিলা 
ঘ)পাললিক শিলা

১৪)ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র টি কোথায় অবস্থিত?

ক) তেজপুর 
খ)দার্জিলিং 
গ)গুয়াহাটি 
ঘ)শিলিগুড়ি√

১৫) তিস্তা নদীর গিরিখাত দেখা যায় নদীর কোন গতিতে?

ক) উচ্চগতি√ 
খ)নিম্নগতি 
গ)মধ্যবতী
 ঘ)ব-দ্বীপ

১৬) ভারতে _______মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়-

ক) ডিসেম্বর 
খ)সেপ্টেম্বর
গ)জুন√ 
ঘ) মার্চ

১৭) সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখা টি হল-

ক) 360° 
খ)180° √
গ)0°  
ঘ)90°

১৮) "আধুনিক শিল্প দানব" বলা হয় কোন শিল্পকে?

ক) মোটর গাড়ি নির্মাণ 
খ)লৌহ ইস্পাত 
গ)পেট্রো রাসায়নিক √
ঘ)জাহাজ নির্মাণ

১৯) ভদ্রাবতী লৌহইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে?

ক) বাবাবুদান পাহাড়√ 
খ)কেওনঝড় 
গ)বায়লাডিলা 
ঘ)বোনাই

২০) ভারতের চা উৎপাদনে কোন রাজ্য র স্থান প্রথম?

ক) পশ্চিমবঙ্গ 
খ)আসাম√ 
গ)কর্ণাটক 
ঘ)তামিলনাড়ু

২১) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

ক) কাবেরী নদী√
খ)কৃষ্ণা নদী 
গ)গোদাবরী 
ঘ) মহানদী

২২) ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল-

ক) মাউন্ট এভারেস্ট 
খ)কাঞ্চনজঙ্ঘা√ 
গ)K2
ঘ)নাঙ্গা পর্বত

২৩)গুজরাটে প্রধান বন্দর কোনটি? 

ক) পোরবন্দর 
খ)সুরাট 
গ)ওখা 
ঘ)কান্ডালা√

২৪) কানপুর কোন নদীর তীরে অবস্থিত?

ক)যমুনা যমুনা নদীর ডান তীরে
খ)গঙ্গা নদীর ডান তীরে √
গ)গোমতী নদীর ডান তীরে 
ঘ) ঘর্ঘরা নদীর ডান তীরে






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...