Saturday, January 18, 2020

টার্গেট WB Police Mains GK Test-29


টার্গেট WB Police Mains
                   GK Test-29

১)টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল কোন রাষ্ট্রের নাগরিক?

ক) স্পেন√
খ) ইংল্যান্ড
গ) বেলজিয়াম
ঘ) অস্ট্রেলিয়া

২)পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?

ক) জগন্নাথ বিদ্যাধরী
খ) খিরজি নারায়ন
গ) জগবন্ধু বিদ্যাধর√
ঘ) মজনু শাহ

৩)সঞ্চয়ক ব্যাটারি তৈরী করতে কোন ধাতু টি ব্যবহার হয় ?

ক)লোহা 
খ)তামা 
গ) টিন 
ঘ)সীসা√

৪)শাকসব্জি সবুজ রাখতে ব্যবহার করা হয় ?

ক)জিঙ্ক সালফেট
খ)কপার সালফেট√
গ)সোডিয়াম সালফেট
ঘ)ম্যাগনেসিয়াম সালফেট

৫)' জ্যাজ ' বইটি কার লেখা ?

ক)আল্যান প্যাট্রন 
খ)টনি মরিসন √
গ) শোভা দে
ঘ)বিক্রম শেঠ 

৬)নিচের কোন পদার্থের সর্বাধিক পরিমাণে নাইট্রোজেন আছে?

ক)ইউরিয়া √
খ)অ্যামোনিয়াম সালফেট 
গ)অ্যামোনিয়াম নাইট্রেট 
ঘ)অ্যামোনিয়াম ক্লোরাইড


৭)রাধা মোহন কাপ কোন খেলার সাথে যুক্ত ?

ক)পোলো √
খ) ভারুত্তলন 
গ)ফুটবল 
ঘ)হকি 

৮)দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে?

ক) ব্যারোমিটার 
খ)স্ফিগমোম্যানোমিটার
গ) ল্যাকটোমিটার√
ঘ)কোনোটিই নয়

৯)" কসাই কাজী " কাকে বলা হত ?

ক) লর্ড হার্ডিঞ্জ √
খ)লর্ড হেস্টিং 
গ) লর্ড কার্জন
ঘ) কিংসফোর্ড 

১০)"নরমপন্থীরা চেয়ে ছিলেন রুটি, পেয়েছিলেন পাথর"-উক্তিটি কার?

ক) লালা লাজপত রায়
খ) বিপিনচন্দ্র পাল
গ) বালগঙ্গাধর তিলক
ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু√


১১)সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ 
খ)কেরালা 
গ)চেন্নাই √
ঘ)মুম্বাই

১২)ভারতের সর্বাধিক সুবর্ণ মুদ্রা প্রবর্তন করেন কে?

ক) গুপ্ত সম্রাট গন√
খ) কুশান গন 
গ)পাল রাজারা
ঘ) হুণ জাতি

১৩)দানিয়ুব নদী জার্মানি থেকে শুরু হয়ে শেষ হয় কোথায়?

ক) বাল্টিক সাগর 
খ)ব্ল্যাক সাগর √
গ)ভূমধ্যসাগর 
ঘ)কাস্পিয়ান সাগর


১৪)জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুন কে হত্যা করেন কত খ্রিস্টাব্দে?

ক)1605
খ)1606√
গ)1607
ঘ)1608

১৫)তীব্র ঠাণ্ডা শীতপ্রধান দেশে জলের পাইপ ফেটে যায় কেন?

ক) জল কঠিন হলে তার আয়তন বৃদ্ধি পায়√
খ) জলের পাইপ সংকুচিত হয়
গ) জলের পাইপ প্রসারিত হয়
ঘ) সবকটি

১৬)সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহ পৃথিবীর-

ক) উত্তর গোলার্ধে বাম দিকে বেঁকে যায় 
খ)দক্ষিণ গোলার্ধেডান দিকে বেঁকে যায় 
গ)কোন দিকেই বাঁকে না 
ঘ)উত্তর গোলার্ধে ডান দিকে ,দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়√

১৭)নিম্নের কোনটির জন্য মোরাদাবাদ বিখ্যাত?

ক) পিতলের বাসন √
খ)চিরুনি 
গ)কাচের চুড়ি 
ঘ)মাদুর

১৮)ইয়ং বেঙ্গলের নেতা তারাচাঁদ চক্রবর্তী ও রাম গোপাল ঘোষ কি স্থাপন করেন?

ক) ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
খ) জ্ঞানার্জনী সভা√
গ) ডেকান অ্যাসোসিয়েশন
ঘ) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

১৯)'বাসন্তিক গম' কখন বপন করা হয়?

ক) জানুয়ারি -ফেব্রুয়ারি 
খ)মার্চ -এপ্রিল √
গ)মে -জুন
ঘ) জুলাই- আগস্ট

২০)নেত্রবতী নদী কোন উপকূলের অন্তর্গত?

ক) কর্ণাটক √
খ)মালাবার 
গ)কঙ্কোন 
ঘ)করমন্ডল

২১)কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা  কোন গাছের বৃদ্ধিতে সাহায্য করে?

ক) পাট 
খ)ইক্ষু 
গ)চা-
ঘ)কফি√

২২)ভারতে জোয়ার ভাটা বিশিষ্ট বন্দর হলো-

ক) ভাইজাগ √
খ)কোচিং 
গ)তুতিকোরিন 
ঘ)পারাদ্বীপ

২৩)কাগজ শিল্পে কাগজের মণ্ড তৈরি জন্য কি ব্যবহৃত হয়?

ক) সালফিউরিক এসিড 
খ)নাইট্রিক অ্যাসিড
গ) হাইড্রোজেন পারঅক্সাইড √
ঘ)হাইড্রোক্লোরিক এসিড

২৪)ব্রহ্মদেশের সরকারি ভাষা কোনটি?

ক) হিন্দি 
খ)নেপালি
গ) বর্মী √
ঘ)জাঙ্গা

২৫) ব্রহ্মদেশের কোন কাঠ বিখ্যাত?

ক) সেগুন √
খ)শাল
 গ)পাইন
ঘ) শিরীষ

২৬)পাম্পের সাহায্যে জল সর্বোচ্চ কত ফুট উঠতে পারে?

ক.) 34 ফুট√
খ) 30 ফুট
গ) 50 ফুট
ঘ) 100 ফুট

২৭)জবা ফুলের লাল রংয়ের জন্য দায়ি রঞ্জক পদার্থ কোনটি?

ক) ক্যারোটিন
খ) জ্যান্থোফিল
গ) লাইকোপিন√
ঘ) অ্যান্থোসায়ানিন

২৮)একটি দেশের বনাঞ্চল সাধারণত কত % হওয়া উচিত ?

 ক)৩৩%√
খ) ৫৬%
গ)৪৫%
ঘ)৪৬%

২৯)জলজ উদ্ভিদের বাতাবকাশ ভর্তি প্যারেনকাইমা কোষকে কি বলে?

ক) ক্লোরেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) এরেনকাইমা√
ঘ) ইডিওব্লাস্ট

৩০)ব্রিমস্টোন হলো -

ক)সোডিয়াম 
খ) ম্যাগনেসিয়াম
গ) ফসফরাস
ঘ)সালফার √

https://drive.google.com/file/d/13ipOpEKegcaXqYoRfWAJ2HLILrwVB49A/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...