Sunday, January 19, 2020

টার্গেট WB Police Mains GK Test-30

টার্গেট WB Police Mains
                        GK Test-30

১) শীতকালীন অলিম্পিক কবে শুরু হয়েছিল?

ক)1920
খ)1924√
গ)1945
ঘ)1948

২)মিল্কিওয়ে গ্যালাক্সিতে নক্ষত্র সংখ্যা কত?

ক)6
খ)9
গ)12√
ঘ)15

৩)নিম্নের কোন রোগটিকে ভ্যাকসিন বা টিকা দ্বারা নিয়ন্ত্রিত করা যায় না?

ক) পোলিও 
খ)যক্ষ্মা 
গ) ম্যালেরিয়া√
ঘ)গুটি বসন্ত

৪)কোন শস্য খরা প্রতিরোধ করে?

ক) জোয়ার 
খ) চিনাবাদাম 
গ) বার্লি√
ঘ)বাজরা

৫)ভারতের নতুন রেলের কোচ তৈরীর কারখানা আছে-

ক) কাপূরথালা √
খ)চিত্তরঞ্জন 
গ)আমেদাবাদ
ঘ)খুরদা রোড

৬)কোন প্রকার আবহবিকার সংঘটিত হয় না কোথায়?

ক) মরু অঞ্চলে 
খ)শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে
 গ)মেরু অঞ্চলে√
 ঘ)আদ্র ও উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে

৭)পশ্চিমবঙ্গের কোন স্থানটি টেরাকোটার জন্য বিখ্যাত?

ক) কামারপুকুর 
খ)মুর্শিদাবাদ 
গ)রামপুরহাট 
ঘ)বিষ্ণুপুর√

৮)সংবহনতন্ত্র কে আবিষ্কার করেন?

ক) থমাস এডিশন 
খ)উইলিয়াম হার্ভে√
গ)রবার্ট হুক 
ঘ)রবার্ট বয়েল

৯)কোন ধাতু ইটাই ইটাই রোগের কারণ?

ক) ক্যাডমিয়াম√
খ) দস্তা 
গ)ক্রোমিয়াম 
ঘ)পারদ

১০)সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহ পৃথিবীর-

ক) উত্তর গোলার্ধে বাম দিকে বেঁকে যায় 
খ)দক্ষিণ গোলার্ধেডান দিকে বেঁকে যায় 
গ)কোন দিকেই বাঁকে না 
ঘ)উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়√

১১)রেশম উৎপাদন ও রেশম বয়ন শিল্পে পৃথিবীতে প্রথম স্থান-

ক) চীন √
খ)জাপান 
গ)রাশিয়া 
ঘ)ইউক্রেন

১২)নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্স এর অন্তর্ভুক্ত নয়?

ক) থিয়ামিন
খ) রাইবোফ্লাভিন
গ)ফলিক অ্যাসিড 
ঘ)এসকরবিক এসিড√

১৩)"সামবেদ" এর "সাম" কথাটির অর্থ কি?

ক) নৃত্যকলা 
খ)সংগীত√
গ) নাট্যচর্চা 
ঘ)যুদ্ধবিদ্যা

১৪)ক্যান্সার প্রতিরোধী ক্রোমোজোমীয় অংশটি হলো-

ক) ক্রোমাটিড
খ) টেলোমিয়ার
গ) স্যাটেলাইট√
ঘ) সেন্ট্রোমিয়ার

১৫)দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?

ক) ওডেম
খ) ফ্লেমিং
গ) ক্যারোলাস লিনিয়াস√
ঘ) ব্রিজেস

১৬)কার্বনের বিভিন্ন গ্রুপের মধ্যে-

ক)কয়লা হল সবচেয়ে শক্ত ,গ্রাফাইট হল সবচেয়ে নরম
খ) হীরা হল সবচেয়ে শক্ত, কয়লা হল সবচেয়ে নরম
গ) হীরা হল সবচেয়ে শক্ত, গ্রাফাইট হল সবচেয়ে নরম√
ঘ) হীরা সবচেয়ে শক্ত ,ভুসাকালি সবচেয়ে নরম

১৭)ভারতের জাতীয় বাহিনীর (INA)প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

ক)রাজবিহারী বসু 
খ)ক্যাপ্টেন মোহন সিং √
গ)নেতাজি সুভাষচন্দ্র বসু 
ঘ)কোনোটিই নয়

১৮)অনকোলজি কিসের অধ্যায়ন?

ক) পতঙ্গ সংক্রান্ত
খ) ভীতি সংক্রান্ত
গ) ক্যান্সার টিউমার√
ঘ) চাঁদ সংক্রান্ত

১৯)ঋকবেদে কোন নদীর উল্লেখ নেই?

ক) সিন্ধু 
খ)নর্মদা √
গ)গঙ্গা 
ঘ)যমুনা

২০)বঙ্গবিভাগ কোন ভাইসরয়ের একটি কুকীর্তি হিসেবে চিহ্নিত?

ক) লর্ড মিন্টো
খ) লর্ড চেমসফোর্ড
গ) লর্ড কার্জন√
ঘ) লর্ড রিপন

২১) হরিয়ানার একমাত্র মহানগর হল

ক) গাজিয়াবাদ
খ) সিটাং
গ) ফরিদাবাদ√
ঘ) চন্ডিগড়

২২) বেলে পাথর কি ধরনের শিলা?

ক) উদবেধী শিলা
খ) আগ্নেয় শিলা
গ) সংঘাত শিলা√
ঘ) অসংঘাতশিলা

**রাজস্থানের সোনার কেল্লা দূর্গটি হলুদ বেলেপাথর এবং দিল্লির লালকেল্লা দুর্গটি লাল বেলে পাথর দিয়ে তৈরি


২৩) পূ- চম্পা প্রকল্পের জন্য কোন নদী ব্যবহৃত হয়েছে?

ক) গঙ্গা 
খ)হলদি 
গ)তিস্তা 
ঘ)গোদাবরী√

২৪)"এরিটি" কি?

ক)পার্বত্য হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ√
খ) পৃথিবীর দীর্ঘতম হিমবাহ
গ) উপকূলীয় হিমবাহ
ঘ) হিমরেখা

২৫) বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি?

ক) ধুয়াধর
খ) দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত√
গ) গ্র্যান্ড ক্যানিয়ন
ঘ) জটা শংকর

https://drive.google.com/file/d/14wGtAHLNeVCfzKZB7f2bblOLnhoLKuCn/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...