Friday, January 24, 2020

টার্গেট WB Police Mains GK Test-35



টার্গেট WB Police Mains
                           GK Test-35

১) মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান হয়েছিল  1930 খ্রিস্টাব্দেকত তারিখে?

ক) 31 শে মার্চ 
খ)13 ই এপ্রিল 
গ)12 ই মার্চ √
ঘ)20আগস্ট

২)"আত্মীয় সভা" কে প্রতিষ্ঠা করেন?

ক) কেশব চন্দ্র সেন 
খ)দেবেন্দ্রনাথ ঠাকুর 
গ)রসিক কৃষ্ণ মল্লিক 
ঘ)রাজা রামমোহন রায়√

৩)সিন্ধু সভ্যতার সময়ের একটি বন্দরের নাম করো যেখানে থেকে সুতিবস্ত্র ও তুলো রপ্তানি হতো।

ক) লোথাল √
খ)তাম্রলিপ্ত 
গ)মিথিলা 
ঘ)মহেঞ্জোদারো

৪)পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

ক) রাজ্যপাল
খ) লোকসভার স্পিকার√
গ) রাষ্ট্রপতি 
ঘ)প্রধানমন্ত্রী

৫)কোন যুদ্ধ নেপোলিয়ান যুগের অবসানের প্রতীক?

ক) ওয়াটার লুর যুদ্ধ√
খ) ট্রাফালগারের যুদ্ধ 
গ)রুশ-জাপান যুদ্ধ 
ঘ)ফ্রাঙ্কফুর্টের যুদ্ধ

৬)আদম সেতু কোন দুই দেশ/ শহর/ পাহাড়ের মধ্যে সংযোগ রক্ষা করেছে?

ক) ভারত ও শ্রীলঙ্কা √
খ)ভারত ও পাকিস্তান 
গ)হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ 
ঘ)আরাবল্লী ও সাতপুরা

৭)বিক্রমাদিত্যের রাজধানী কোথায় ছিল?

ক) উজ্জয়িনী√
খ) তক্ষশীলা 
গ)কোমল
ঘ) মগধ

৮)ভিসুভিয়াস কোথায় অবস্থিত?

ক) জার্মানি 
খ) ইতালি √
গ)ইংল্যান্ড 
ঘ)ফ্রান্স

৯)মার্টিন লুথার কোথাকার রাজা ছিলেন?

ক) আমেরিকা√
খ) ফ্রান্স 
গ) জার্মানি 
ঘ)জাপান

১০)পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

ক) নীলনদ√
খ) ইয়াংসিকিয়াং 
গ) আমুদরিয়া 
ঘ) আমুর

১১)মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেন কবে?

ক) 1025 খ্রিস্টাব্দ 
খ)1027 খ্রিস্টাব্দে√
গ) 1030 খ্রিস্টাব্দ 
ঘ)1192 খ্রিস্টাব্দ

১২)একটি N জাতীয় অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ পরিবাহী কোনটি?

ক) পজিটিভ গহবর 
খ)পজেটিভ আয়ন
গ)ইলেকট্রন √
ঘ) নেগেটিভ আয়ন

১৩)এশিয়ার শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ কোনটি?

ক) চীন 
খ) জাপান √
গ) মার্কিন যুক্তরাষ্ট্র 
ঘ)জার্মানি

১৪) বিশ্বের সবচেয়ে বেশি কফি পাওয়া যায় কোথায়?

ক) ব্রাজিল√
খ)আর্জেন্টিনা
গ) উরুগুয়ে 
ঘ)চীন

১৫) কোন মুঘল সম্রাট ভারতে প্রথম গোলাপ চাষ করেন?

ক) শাহজাহান 
খ) বাবর √
গ) ওরঙ্গজেব 
ঘ)আকবর

১৬) হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

ক) কৃষ্ণা
খ) মহানদী√
গ) গোদাবরী 
ঘ) কাবেরী

১৭)"শৈবাল সাগর "দেখা যায় কোন মহাসাগরে?

ক) আটলান্টিক মহাসাগর√
খ) প্রশান্ত মহাসাগর 
গ)ভারত মহাসাগর
ঘ) সুমেরু মহাসাগর

১৮) কোন শিল্পকে" উদীয়মান শিল্প" বলা হয়?

ক) পেট্রোরসায়ন শিল্প √
খ)ইঞ্জিনিয়ারিং শিল্প 
গ) মোটর গাড়ি নির্মাণ শিল্প 
ঘ) রেল গাড়ি নির্মাণ শিল্প

১৯)"শিলাদিত্য" উপাধি কে গ্রহণ করেন?

ক) হর্ষবর্ধন√
খ) শশাঙ্ক 
গ)কনিষ্ক 
ঘ) সমুদ্রগুপ্ত

২০)সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন?

ক) লর্ড বেন্টিং
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড রিপন 
ঘ) লর্ড মেটকাফ√

২১)"এশিয়ার আলো" কাকে বলা হয়?

ক) গৌতম বুদ্ধ √
খ) মহাবীর
গ) বিবেকানন্দ 
ঘ)রামমোহন

২২) "সঙ্গীত সার "কে রচনা করেন?

ক) তানসেন √
খ) বীরবল 
গ) তুলসীদাস 
ঘ) মুকুন্দরাম

২৩)ভারতের সর্বাধিক জলসেচ সেবিত রাজ্য কোনটি?

ক) উত্তর প্রদেশ 
খ) পাঞ্জাব √
গ) উত্তরাখণ্ড 
ঘ) মহারাষ্ট্র

২৪) সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা হয়েছে?

ক) 17 নং ধারা√
খ) 13 নং ধারা 
গ) 28 নং ধারা 
ঘ) 18 নং ধারা

২৫) "ইংরেজি কবিতার জনক " কাকে বলা হয়?

ক) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ √
খ) জিওফ্রে চসার
গ) জণ মিল্টন 
ঘ)রজারবেকন

২৬) দক্ষিণ ভারতে কোন গাছকে" সবুজ সোনা" বলা হয়?

ক) নারকেল গাছ√
খ) তেতুল গাছ 
গ) আমগাছ 
ঘ)জামগাছ

২৭) "নাগার্জুন সাগর প্রকল্প" কোন নদীর উপর গড়ে উঠেছে?

ক) কৃষ্ণা√
খ) কাবেরী 
গ)গোদাবরী 
ঘ)লুনি

২৮) পোর্টব্লেয়ার বন্দরটি কোথায় অবস্থিত?

ক) আন্দামান ও নিকোবর √
খ) চেন্নাই 
গ) উড়িষ্যা
ঘ) তামিলনাড়ু

২৯) অধ্যক্ষ অপসারণের জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়?

ক) 15 দিন
খ) 14 দিন√
গ) 30 দিন 
ঘ) 6 মাস

৩০) দিল্লী কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়?

ক) 1957 সালে √
খ)1975 সালে
গ) 1965 সালে
ঘ) 1980 সালে

৩১) "কালাহারি মরুভূমি "কোন মহাদেশে অবস্থিত?

ক) আফ্রিকা √
খ)এশিয়া 
গ) উত্তর আমেরিকা 
ঘ)দক্ষিণ আমেরিকা

৩২) ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত?

ক) হাঙ্গেরি
খ) নিউজিল্যান্ড√
গ) প্যারাগুয়ে 
ঘ)ব্রাজিল

৩৩) "কুনিক" উপাধি কে নিয়েছিলেন?

ক) অজাতশত্রু √
খ) বিম্বিসার 
গ) কনিষ্ক 
ঘ)শশাঙ্ক

৩৪) শিক্ষা কোন তালিকাভুক্ত?

ক) কেন্দ্র তালিকা
খ) যৌথ তালিকা √
গ) রাজ্য তালিকা 
ঘ) কোনোটিই নয়

৩৫) উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

ক) জম্মু-কাশ্মীর √
খ)রাজস্থান 
গ)মহারাষ্ট্র 
ঘ)বিহার

৩৬) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা উৎপন্ন হয় কোথায়?

ক) জাপান
খ) জার্মানি
গ) চীন√
ঘ) ফ্রান্স

৩৭) "রনথম্বোর ব্যাঘ্র প্রকল্প" কোথায় অবস্থিত?

ক)রাজস্থান√
খ) তামিলনাড়ু 
গ)অন্ধপ্রদেশ 
ঘ)গুজরাট

৩৮) স্বত্ববিলোপ নীতি কোন রাজ্যে অধিগ্রহণ করা হয়নি?

ক) সাতারা 
খ) অবোধ √
গ) মোজাফফরপুর 
ঘ) হায়দ্রাবাদ

 ৩৯) কোনৌজে  প্রভুত্বের জন্য সংগ্রাম শুরু হয়েছিল কার সময়?

ক) ধর্মপাল √
খ) দেবপাল 
গ) মহিপাল 
ঘ) প্রথম নরসিংহ বর্মন

৪০) "যুবনাশ্ব "ছদ্মনাম  কোন লেখক এর?

ক) প্রভাত কিরণ বসু
খ) বিমল ঘোষ 
গ) মনীশ ঘটক√
ঘ) অরবিন্দ গুহ

৪১) মুর্শিদাবাদের" হাজারদুয়ারি "নির্মাতা কে?

ক) নবাব নাজিম হুমায়ুনজা√
খ) নবাব আলীবর্দী খাঁ 
গ) নবাব মুর্শিদকুলি খাঁ
ঘ) নবাব হাসান আলী খাঁ

৪২) কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়?

ক) 2 ডিসেম্বর√
খ)12 ডিসেম্বর 
গ)12 জানুয়ারি
গ) 4 নভেম্বর

৪৩) অভয় ঘাট কার সমাধিস্থল?

ক) মহাত্মা গান্ধী            
খ) লাল বাহাদুর শাস্ত্রী         
গ) চৌধুরী চরন সিং      
ঘ) মোরারজি দেশাই√



**মহাত্মা গান্ধী  -            রাজঘাট
**লাল বাহাদুর শাস্ত্রী   -  বিজয় ঘাট 
 **চৌধুরী চরন সিং   -   কিষান ঘাট


৪৪) মার্টিন লুথারের অনুগামীদের কি বলা হত?

ক) নারীবাদী
খ) ফ্যাসিবাদী   
গ) ক্যাথলিয়ান 
ঘ) প্রোটেস্ট্যান্ট√

৪৫) পৃথিবীর কোথায় 350 দিন বৃষ্টি হওয়ার রেকর্ড আছে?

ক) সানম্যারিনো
খ) জেনেভা 
গ)হাওয়াই দ্বীপ√
ঘ) ভেনিস

৪৬) শুকর পালনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?

ক) জাপান 
খ) জার্মানি 
গ) ফ্রান্স 
ঘ) চীন √

৪৭) "আলেপ্পি" বন্দর কোন রাজ্যে অবস্থিত?

ক) কেরালা√
খ) কর্ণাটক
গ) তামিলনাড়ু 
ঘ)অন্ধ্রপ্রদেশে

৪৮) পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলে?

ক)আশ্বিনের ঝড় √
খ)কালবৈশাখী
গ) লু 
ঘ)আধী

৪৯) গরুমারা কি?

ক) একটি ম্যানগ্রোভ গাছ 
খ)একটি পর্বতের নাম
গ)একটি অভয়ারণ্য√
ঘ) একটি গিরিপথ এর নাম

৫০) সবথেকে বেশি দিন ফল দেয় কোন গাছ?

ক) জামগাছ 
খ) খেজুর গাছ
গ) ন্যাশপাতি গাছ √
ঘ)জলপাই গাছ













No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...